Advertisment

Singur Incident: মাঝরাস্তায় যেন রক্তস্রোত! রাতের সিঙ্গুরে বীভৎস কাণ্ডে তোলপাড়

Hooghly News-Singur Incident: বুধবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হুগলির সিঙ্গুরে। পুলিশ এই নৃশংস এই ঘটনার তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই বেশ কিছু ক্লু হাতে এসেছে তদন্তকারীদের।

author-image
Uttam Dutta
আপডেট করা হয়েছে
New Update
Businessman killed in Singur, Hooghly: সিঙ্গুরে ব্যবসায়ী খুন

Singur Incident: নৃশংস ঘটনার তদন্তে পুলিশ।

Businessman killed in Singur, Hooghly: সিঙ্গুরের মহম্মদপুরে যুবকের নৃশংস খুন ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নিহত সোমনাথ মাইতি (৩২) সিঙ্গুরের দিয়ারা মালিকপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে নিজের ফটো স্টুডিও থেকে স্কুটারে বাড়ি ফিরছিলেন ওই যুবক। তখনই তাঁর রাস্তা আটকায় জনাকয়েক দুষ্কৃতী। আততায়ীরা সোমনাথের গলায় ধারালো অস্ত্রের কোপ মারে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সোমনাথ। স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে। সিঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisment

এদিকে, এই ঘটনার খবর পেয়ে রাতেই সিঙ্গুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। স্কুটার ও একটি চালের বস্তা পড়ে থাকতে দেখা যায় রাস্তার ধারে। সিঙ্গুরের বড়া থেকে দিয়ারা যাওয়ার পথে এই ঘটনা ঘটে। নিহতের সিঙ্গুরের বড়ার হরিপুর বাজারে একটি ফটো স্টুডিও রয়েছে। সেখানে ছবি তোলা, ভিডিও এডিটিং, অনলাইনে ট্রেন ও প্লেনের টিকিট বুকিং করার কাজ হতো। বুধবার রাতে নিজের স্টুডিও বেরিয়ে চাল কিনে বাড়ি ফিরছিলেন সোমনাথ। পথেই তিনি খুন হন। 

সোমনাথের স্ত্রী জানিয়েছেন, তাঁর স্বামীর কারও সঙ্গে শত্রুতা ছিল না। তবে খুনের পিছনে ব্যাবসায়িক কারণ থাকতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। ব্যবসায়িক কারণেই অনেকের সঙ্গে টাকার লেনদেন চলত নিহত যুবকের, সেই লেনদেন সংক্রান্ত কারণেও তাঁকে খুন করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন নিহতের পরিবারের সদস্যরা। নিহতের স্ত্রী বলেন, "আমি যা বলার পুলিশকে বলেছি। দেখি পুলিশ কী করে!"

আরও পড়ুন- Taruner Swapna Scheme 2024: সরকার পাঠালেও ট্যাবের টাকা পাননি ছাত্রছাত্রীরা, মাঝপথে টাকা তুলে নিল কে জানেন?

আরও পড়ুন- Offbeat Destination: বেড়ানোর সংজ্ঞাটাই বদলে দেবে অপরূপ এই তল্লাট! কলকাতার কাছেই অফবিট এই ডেস্টিনেশন

অন্যদিকে নৃশংস এই খুনের ঘটনার তদন্ত শুরু করেছে সিঙ্গুর থানার পুলিশ। নিহত যুবকের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন পুলিশ আধিকারিকরা। সিঙ্গুর থানার ইন্সপেক্টর ইন চার্জ সুদীপ্ত সাধুখাঁ বলেন, "ধারালো কিছু দিয়ে গলায় আঘাত করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। মোটিভ নিয়ে এখনও ধোঁয়াশায় আমরা। তবে দোষীরা ছাড় পাবে না। কিছু ক্লু পাওয়া গেছে। বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।"

আরও পড়ুন- Eco Park-Kolkata: ভরপুর মনোরঞ্জনের নতুন ইভেন্ট ইকো পার্কে! কচিকাঁচা থেকে বয়স্ক, দেদার আনন্দে মাতবেন সবাই!

singur Murder Hooghly hooghly news
Advertisment