/indian-express-bangla/media/media_files/2024/11/07/YehR3kuwxcynoCVb2YAT.jpg)
Offbeat Destination: দিন কয়েকের ছুটিতে বেড়ানোর পারফেক্ট ডেস্টিনেশন এই প্রান্ত।
Travel: দরজায় কড়া নাড়ছে শীত। পুরোদমে শুরু বেড়ানোর মরশুম। ভ্রমণপ্রিয় বাঙালি একটু ফাঁক পেলেই দূরে হোক বা কাছেপিঠে বেড়াতে বেরিয়ে পড়ে। ভ্রমণপ্রিয় বাঙালিদের একাংশ অফবিট ডেস্টিনেশনের খোঁজে থাকেন। তাঁদের জন্যই বিশেষ এই প্রতিবেদন। বিশেষ এই প্রতিবেদনে দারুণ এক অফবিট গন্তব্যের খোঁজ মিলবে। যেখানে একবার গেলে মন বাঁধা পড়বেই।
ছোটখাটো ট্রিপের জন্য বাংলার জঙ্গলমহলের জুড়ি নেই। সবুজে ঢাকা রাজ্যের এই বিস্তীর্ণ বনভূমিতে অদ্ভুত এক মাদকতা আছে। মন জুড়িয়ে দেয় এখনাকার পরিবেশ। বিশেষ এই প্রতিবেদনে জঙ্গলমহলের নতুন একটি জায়গার হদিশ মিলবে। এখানে দু-একদিনের জমাটি ট্রিপ আপনাকে দারুণ স্বস্তি এনে দিতে পারে। পৌঁছে যান ঝাড়গ্রামে। ঝাড়গ্রামের রাধানগর পঞ্চায়েতের লালবাজার গ্রাম। মনোরম পরিবেশে দিন কয়েক প্রাণ ভরে নিন শ্বাস। কয়েক দিনের এই অবসর জীবনভর আপনার স্মৃতির পাতায় সোনালী হরফে লেখা হয়ে রয়ে যাবে।
লালবাজার গ্রামে থাকা-খাওয়ার জন্য হোম-স্টের (Home Stay) বন্দোবস্ত করা হয়েছে। স্থানীয়রাই তা পরিচালনা করেন। শান্ত-ছায়ানিবিড় পরিবেশে রয়েছে প্রজাপতি পার্ক। কয়েক হাজার প্রজাপতি উড়ে বেড়াচ্ছে চারিদিকে।
কাছেই রয়েছে ঝাড়গ্রামের পুরনো রাজাঁ বাঁধ। গ্রামবাসীদের অনেকে এই বাঁধকে কেন্দাবাঁধ বলেন।শাল-সেগুনে ঘেরা বিস্তীর্ণ বনভূমি আপনার বেড়ানোর মজাটাই বদলে দেবে। এক কথায় ব্যস্ত জীবনকে দিন কয়েকের জন্য বাই বাই বলে ঘুরে আসতেই পারেন বাংলার এই প্রান্ত থেকে।