Solar Dome Renewable Energy Museum in Eco Park, Kolkata: এবার ইকোপার্কে (Eco Park) বেড়ানোর আনন্দ হবে দ্বিগুণ। শীতের আগেই ভারতের বৃহত্তম উদ্যান ইকো পার্কে চালু সোলার ডোম মিউজিয়াম (Solar Dom Museum)। পুনরায় ব্যবহারযোগ্য শক্তির বিপুল সম্ভারের নজরকাড়া সব নিদর্শন মিলবে এই মিউজিয়ামে। এখানে ঢোকার পর একটি রোবটকে গাইড হিসেবে বেছে নিতে পারেন আপনি।
ইকোপার্কে চালু সোলার ডোম মিউজিয়াম:
শীতের আগেই ইকো পার্কে নতুন বিনোদনের দারুণ বন্দোবস্ত। ইকো পার্কে তৈরি হয়েছে সোলার ডোম মিউজিয়াম। পুনরায় ব্যবহারযোগ্য শক্তিকে প্রাধান্য দিয়ে তৈরি হয়েছে এই মিউজিয়ামটি। এখানে বিভিন্ন মডেলের ডিসপ্লে দেখতে পাওয়া যাবে। উৎসবের মরশুমে পর্যটকদের ভরপুর আনন্দ দিতে ইকো পার্কে বিশেষ এই ব্যবস্থা চালু করেছে রাজ্য সরকার। কচিকাঁচারা তো বটেই পরিবারের বড়রাও একটা গোটা দিন ইকো পার্কে দেদার মজায় কাটাতে গেলে ঢুঁ মারতে পারেন এই বিশেষ মিউজিয়ামে। ইকো পার্কের এই সোলার ডোম মিউজিয়াম আগামী দিনে বিপুল সাড়া ফেলে দেবে বলে মনে করছে কর্তৃপক্ষ।
মিউজিয়ামে ঢোকার প্রবেশ মূল্য কত?
ইকো পার্কের এই মিউজিয়ামে প্রবেশ মূল্য ২০০ টাকা। ইচ্ছে করলে আপনি এই সোলার ডোম মিউজিয়ামে ঢোকার পর গাইড হিসেবে বেছে নিতে পারেন একটি রোবটকে। তার জন্যও অবশ্য সামান্য খরচ করতে হবে। ১০০ টাকা দিলেই মিলবে এই গাইড রোবোট।
আরও পড়ুন- West Bengal Weather Update: জগদ্ধাত্রী পুজোর মুখে বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়? শীত নিয়ে রইল বড়সড় আপডেট!
আরও পড়ুন- Jagadhatri Puja 2024: ভিড় এড়িয়ে আলোর রোশনাইয়ে গা ভাসান, জগদ্ধাত্রী পুজোয় রেলের অভাবনীয় উদ্যোগ
কলকাতার ইকো পার্কে দেদার আনন্দে মেতে ওঠার জন্য অভিনব বন্দোবস্ত চালু হয়ে গিয়েছে। একটা গোটা দিন পরিবারের সবাইকে নিয়ে ভরপুর মজায় কাটান ইকো পার্কে। এই সোলার ডোম মিউজিয়ামের মধ্যেই তৈরি হয়েছে একটি ক্যাফেটেরিয়াও। চাইলে সেখানে বসেই সারতে পারেন খাওয়া-দাওয়া।
আরও পড়ুন- Eastern Railway: পূর্বরেলে ইতিহাস! হাওড়া-শিয়ালদহ তো বটেই, বাংলার দিকে দিকে ফাটাফাটি পরিষেবা