/indian-express-bangla/media/media_files/2025/04/05/mMwqGJ0EWY5B4REzcBUx.jpg)
Ramnavami 2025: দুটি সংগঠনকে হাওড়ায় রামনবমীর মিছিলের অনুমতি দিল হাইকোর্ট।
Calcutta High Court allows Ram Navami procession in Howrah with conditions: এবার হাওড়ায় (Howrah) শর্তসাপেক্ষে রামনবমীর (Rama Navami) মিছিলে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। হাওড়ায় রামনবমীর দিনে ধর্মীয় এই কর্মসূচির অনুমোদন দেওয়াকে কেন্দ্র করে উচ্চ আদালতে গতকাল উঠেছিল দুর্গাপপুজোর (Durga Puja) প্রসঙ্গ।
হাওড়ায় রামনবমীর মিছিলে অনুমোদন দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে এক্ষেত্রে বেশ কয়েকটি শর্ত বেঁধে দিয়েছে উচ্চ আদালত। হাইকোর্ট স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, রামনবমীর মিছিলে ধাতব কোনও অস্ত্র নিয়ে বেরোনো যাবে না, তবে পিভিসি দিয়ে তৈরি ধর্মীয় প্রতীক সঙ্গে রাখা যাবে। বিশ্ব হিন্দু পরিষদ (VHP) এবং অঞ্জনি পুত্র সেনা সর্বাধিক ৫০০ লোক নিয়ে মিছিল করতে পারবে। গতকাল কলকাতা হাইকোর্ট দুটি ধর্মীয় সংগঠনকে হাওড়ায় রামনবমীর মিছিল করার অনুমতি দিয়েছে। একটি হল বিশ্ব হিন্দু পরিষদ এবং অপরটি হল অঞ্জনি পুত্র সেনা।
গতকাল রামনবমীর মিছিল বন্ধ ইস্যুতে নিয়ে গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করেছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি বলেছিলেন, "দুর্গাপুজোয় কোথাও গোলমাল হলে কি দুর্গাপুজো বন্ধ করে দেব? হাওড়ায় রামনবমীর মিছিলে পুলিশের নিরাপত্তা ব্যবস্থার ওপর ভরসা রাখা হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর অনুমতি দেব না। পুলিশের অবশ্যই ক্ষমতা আছে।"
গতকাল কলকাতা হাইকোর্ট হাওড়ায় শর্তসাপেক্ষে বিশ্ব হিন্দু পরিষদ এবং অঞ্জনি পুত্র সেনা সংগঠনকে রামনবমীর মিছিলের অনুমতি দিয়েছে। অঞ্জনি পুত্র সেনা নামক ওই ধর্মীয় সংগঠনকে রামনবমীর মিছিলের অনুমতি দেওয়া হয়েছে রবিবার সকালে। সকাল সাড়ে আটটা থেকে দুপুর ১টা পর্যন্ত রামনবমীর মিছিল করতে পারবে অঞ্জনি পুত্র সেনা নামে সংগঠনি। অন্যদিকে বিশ্ব হিন্দু পরিষদকে হাওড়ায় রামনবমীর মিছিলের অনুমতি দেওয়া হয়েছে রবিবার বিকেলে। এই হিন্দুত্ত্ববাদী সংগঠনটি আগামীকাল অর্থাৎ রামনবমীর দিন বিকেল তিনটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হাওড়ায় রামনবমীর মিছিল করতে পারবে।
উল্লেখ্য, হাওড়ার কিছু এলাকায় রামনবমীর মিছিলকে কেন্দ্র করে এর আগেও গন্ডগোল হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আগেই হিন্দুত্ত্ববাদী দুটি সংগঠনকে হাওড়ায় পৃথক সময়ে মিছিলের জন্য অনুমতি দেওয়ার আবেদন জানিয়েছিলেন। গতকাল রাজ্যের সেই আবেদন মেনে নিয়েছে হাইকোর্ট। শর্তসাপেক্ষে সময় বেঁধে দিয়ে দুটি সংগঠনকে রামনবমীর মিছিলের অনুমতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন- Kolkata Weather Today:টানা কয়েকদিন ঝড়-জলের পূর্বাভাস জেলায় জেলায়, আবহাওয়ায় জমাটি বদল কবে থেকে?