Call center opens in Kolkata to defraud Australian citizens, 21 arrested: শহর কলকাতায় বসে সুদূর অস্ট্রেলিয়ার নাগরিকদের প্রতারণা। লেকটাউনের দক্ষিণদাঁড়িতে কল সেন্টার খুলে রমরমিয়ে আন্তর্জাতিক এই প্রতারণা চক্র চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে সেই কল সেন্টারে হানা দিয়েছিল রাজ্য সাইবার অপরাধ বিভাগ। সেখান থেকেই মোট ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে চারজন মহিলা।
তদন্তকারীরা জানিয়েছেন, লেকটাউনের দক্ষিণদাঁড়ি এলাকায় একটি বহুতলে বেআইনি ওই কল সেন্টারটি চলছিল। এই কল সেন্টার থেকে অস্ট্রেলিয়ার নাগরিকদের ওই দেশেরই একটি সংস্থার কর্মী সেজে ফোন করে ভুল বুঝিয়ে টাকা লুঠতো প্রতারকরা। লেকটাউনে গত তিন বছর ধরে এই চক্রটি চলছে। 'ন্যাশনাল ব্রডব্যান্ড নেটওয়ার্ক অফ অস্ট্রেলিয়া' সংস্থার গ্রাহকদের ফোন নম্বর জোগাড় করে প্রতারণা চালাত কল সেন্টারের কর্মীরা। অপটিক্যাল ফাইবার কানেকশন ব্যবহারের টোপ দিয়ে অনলাইনে টাকা চাইতো প্রতারকরা।
যদিও পরবর্তী সময়ে আর সেই অপটিক্যাল ফাইবার কানেকশন পৌঁছতো না সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে। 'আইবিম' নামের একটি সফটওয়্যার ব্যবহার করে লেকটাউনের এই কল সেন্টারে প্রতারণার কারবার চলতে বলে জেনেছেন তদন্তকারীরা। ওই কল সেন্টার থেকে ২৯টি কম্পিউটার, ২টি ল্যাপটপ, ২৩টি মোবাইল ফোন, ৩টি পেনড্রাইভ, ২টি রাউটার, ২টি সুইচ, ২৪টি পোর্ট, ১টি হার্ডডিস্ক বাজেয়াপ্ত করা হয়েছে। নগদ ২৬ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ।
আরও পড়ুন- West Bengal News Live:কয়েক মিনিটের শুনানিতেই বেনজির সিদ্ধান্ত! তৃণমূল নেতাকে বরখাস্তের নির্দেশ হাইকোর্টের
তদন্তকারী এক অফিসার জানিয়েছেন, ধৃতরা চিন ও দিল্লির নেটওয়ার্ক কাজে লাগিয়ে ডলার ও গিফট কার্ডকে হাওয়ালার মাধ্যমে ক্যাশ রিডিম করে নিজেদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে চলত প্রতারণার কারবার। ২১ জন গ্রেফতার হয়েছে। করেছি। ধৃতদের মধ্যে ৪ জন মেয়ে। এরা নিজেদের অস্ট্রেলিয়ার ডাকনাম ব্যবহার করত।
আরও পড়ুন- Dilip Ghosh: 'সেদিন কয়েকটা পুতনাকে তাড়া করেছিলাম', খড়্গপুরের ঘটনা নিয়ে ফের বিস্ফোরক দিলীপ