Dilip Ghosh: 'সেদিন কয়েকটা পুতনাকে তাড়া করেছিলাম', খড়্গপুরের ঘটনা নিয়ে ফের বিস্ফোরক দিলীপ

Dilip Ghosh: ফের যেন পুরনো মেজাজেই দিলীপ ঘোষ। জেলায়-জেলায় সফর করছেন তিনি। দলীয় নেতা-কর্মীদের সঙ্গে দেখা করছেন, ছোট-ছোট সভা-মিছিল করছেন। সেই সঙ্গে তাঁর 'গরমাগরম' মন্তব্যও এখন বেশ চর্চায়।

Dilip Ghosh: ফের যেন পুরনো মেজাজেই দিলীপ ঘোষ। জেলায়-জেলায় সফর করছেন তিনি। দলীয় নেতা-কর্মীদের সঙ্গে দেখা করছেন, ছোট-ছোট সভা-মিছিল করছেন। সেই সঙ্গে তাঁর 'গরমাগরম' মন্তব্যও এখন বেশ চর্চায়।

author-image
IE Bangla Web Desk
New Update
dilip ghosh starts again focusing on bengal bjp organisations

Dilip Ghosh: বিজেপি নেতা দিলীপ ঘোষ।

Dilip Ghosh controversial statement on kharagpur incident: ফের চেনা মেজাজে দিলীপ ঘোষ (Dilip Ghosh)। জেলায়-জেলায় ঘুরছেন, কর্মীদের সঙ্গে বৈঠক সারছেন, ছোট-ছোট সভাও করছেন। আগের মতোই সকাল হলেই দিলীপের 'চায়ে পে চর্চা' সত্যিই এখন রীতিমতো চর্চায়। ফের ফি দিন দিলীপের 'গরমাগরম' মন্তব্য উত্তপ্ত করছে বঙ্গ রাজনীতির আঙিনাকে। বুধবার নদিয়ার গাংনাপুরে চা-চক্রে যোগ দিয়ে খড়্গপুরের ঘটনা নিয়ে যেন বোমা ফাটালেন দিলীপ ঘোষ।

Advertisment

দিন কয়েক আগেই খড়্গপুরে দলের কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল BJP নেতা দিলীপ ঘোষকে। তাঁকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখিয়েছিলেন বেশ কয়েকজন মহিলা, পুরুষ। সেই বিক্ষোভের নেপথ্যে ছিল শাসকদল তৃণমূল, এমনই অভিযোগ তুলেছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। একটা সময় দেখা যায় খড়্গপুরে দিলীপ ঘোষের গাড়ির সামনে বসে পড়েছেন কয়েকজন মহিলা। সেই সময় তাঁদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন দিলীপ ঘোষ।

খড়গপুরের সেদিনের ঘটনা প্রসঙ্গে দিলীপ ঘোষ বুধবার বলেন, "আমি সেদিন কয়েকটা পুতনাকে তাড়া করেছিলাম। বলেছিলাম গাড়ি চালিয়ে দেব বুকের ওপর দিয়ে। তখন কিছু সেক্যুলারের খুব কষ্ট হয়েছিল, মেয়ে বলে। আমরা মা সীতা, মা দ্রৌপদীকে মায়ের আসনে বসিয়েছি। মায়ের আসনে সীতাকে বসাব, পুতনাকে নয়।"

আরও পড়ুন- West Bengal News Live:চাষের জমিতে মহিলার আধপোড়া মৃতদেহ, রোমহর্ষক কাণ্ডে তোলপাড়!

Advertisment

মাঝে কিছু সময় যেন 'বিরতি' নিয়েছিলেন দিলীপ ঘোষ। বঙ্গ রাজনীতিতে ফের তাঁর 'কামব্যাক'টা শুরু হয় শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) তাঁকে বিধানসভায় আমন্ত্রণ জানানোর মধ্য দিয়ে। দলের বিধায়করা '২৬-এর লড়াইয়ে শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষকে একসঙ্গে মাঠে নেমে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে চেয়েছেন। দিলীপ ঘোষও তাঁদের আশ্বস্ত করেছেন।

আরও পড়ুন- Cyber Crime:খাস কলকাতায় বিরাট প্রতারণার পর্দাফাঁস! কাঁড়ি-কাঁড়ি টাকা বাজেয়াপ্ত, ধৃত ৩

অন্যদিকে, বঙ্গ বিজেপির 'নতুন কাণ্ডারী' খোঁজার কাজ শুরু করে দিয়েছেন মোদী, শাহ, নাড্ডারা। সুকান্ত মজুমদারের জায়গায় বিজেপির রাজ্য সভাপতি পদে নতুন কাউকে আনা হতে পারে। সেক্ষেত্রে চর্চায় রয়েছে প্রাক্তন বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষের নামও। সে কথা বিলক্ষণ জানেন দিলীপ নিজেও। তাই কি বঙ্গ রাজনীতিতে নিজের 'জমাটি সক্রিয়তা' জানান দিতেই নতুন করে মাঠে-ময়দানে পুরনো মেজাজে প্রাক্তন সাংসদ? এপ্রশ্নও তুলছে রাজনৈতিক মহলের একাংশ।

আরও পড়ুন- মমতার লন্ডন সফরে স্বপ্নের চুক্তি! বাংলার ফুটবলের ভবিষ্যত তৈরির কর্মযজ্ঞে সামিল ম্যাঞ্চেস্টার সিটি

Bengali News Today news in west bengal news of west bengal tmc BJP Leader bjp dilip ghosh