CBI raid:অতর্কিতে পুলিশের শীর্ষকর্তার বাড়িতে হানা CBI-এর, উদ্ধার টাকার পাহাড়

DIG arrested:CBI ঘুষ মামলায় পুলিশের ওই শীর্ষকর্তাকে গ্রেপ্তার করেছে। মোহালির অফিস ও বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। লক্ষ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় ধরা পড়েন। তদন্ত প্রক্রিয়া চলছেই।

DIG arrested:CBI ঘুষ মামলায় পুলিশের ওই শীর্ষকর্তাকে গ্রেপ্তার করেছে। মোহালির অফিস ও বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। লক্ষ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় ধরা পড়েন। তদন্ত প্রক্রিয়া চলছেই।

author-image
IE Bangla Web Desk
New Update
Ropar DIG arrested, Harcharan Singh Bhullar, CBI bribery case, Punjab Police news, police corruption India, Mohali CBI raid, Punjab DIG bribery, IPS officer arrested, SIT investigation Punjab, Bikram Singh Majithia case,রূপড় DIG গ্রেপ্তার, হরচরণ সিং ভুল্লা, CBI ঘুষ মামলা, পঞ্জাব পুলিশ সংবাদ, পুলিশ দুর্নীতি, মোহালি CBI অভিযান, পঞ্জাব DIG ঘুষ, IPS অফিসার গ্রেপ্তার, SIT তদন্ত পঞ্জাব, বিক্রম সিং মজিথিয়া মামলা

Ropar DIG arrested: বিপুল পরিমাণ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেফতার পুলিশের শীর্ষকর্তা।

ঘুষ সংক্রান্ত একটি মামলায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা (CBI) বৃহস্পতিবার পঞ্জাব পুলিশের রূপড় রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (DIG) হরচরণ সিং ভুল্লাকে গ্রেপ্তার করেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, মোহালির অফিসে দুপুরের সময় অভিযান চালিয়ে CBI আধিকারিকরা ভুল্লাকে ৫ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় ধরা পড়ে। এই অভিযোগ জমা দিয়েছিলেন মান্ডি গোবিন্দগড়ের এক ডিলার, যিনি ফতেহগড় সাহীব জেলার বাসিন্দা।

Advertisment

সূত্রের খবর, চলমান একটি মামলার সঙ্গে জড়িত থাকায় ভুল্লা মাসিক ৫ লাখ টাকার ঘুষ চাইছিলেন। এই অভিযানের অংশ হিসেবে CBI আরও এক ব্যক্তিকেও গ্রেপ্তার করেছে। এই অভিযান চলাকালীন CBI ভুল্লার অফিস, বাড়ি এবং অন্য এক স্থানে তল্লাশি চালায়। ভুল্লাকে সংক্ষেপে হরিয়ানার পঞ্চকুলা নিয়ে যাওয়া হয়, পরে ফের মোহালিতে আনা হয়। অভিযান চলাকালীন কোনো পঞ্জাব পুলিশ কর্মীকে অন্তর্ভুক্ত করা হয়নি, যাতে স্বচ্ছতা বজায় থাকে।

আরও পড়ুন- West Bengal News Live Updates: রাজীব কুমার মামলার শুনানি থেকে কালীপুজোর উদ্বোধন, ব্যস্ত শুক্রবার মুখ্যমন্ত্রীর

Advertisment

হরচরণ সিং ভুল্লা ২৭ নভেম্বর ২০২৪-এ রূপড় রেঞ্জের DIG হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি পাটিয়ালা রেঞ্জের DIG ছিলেন। তিনি প্রাক্তন পঞ্জাব DGP মেহাল সিং ভুল্লার ছেলে।

আরও পড়ুন- West Bengal Weather Update:কালীপুজোর মুখে বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়, ফের টানা দুর্যোগ? কবে নামবে শীত?

ভুল্লা PPS অফিসার হিসেবে ক্যারিয়ার শুরু করেন, পরে IPS-এ অন্তর্ভুক্ত হন এবং ২০০৭ ব্যাচের সিনিয়রিটি পান। তিনি বিশেষ তদন্ত দল (SIT) নেতৃত্ব দেন, যা শিরোমণি অকালি দল নেতা বিক্রম সিং মজিথিয়াকে ড্রাগস চোরাচালানের মামলায় জিজ্ঞাসাবাদ করেছিল।

আরও পড়ুন-Weekend Getaway:ভুলে যাবেন দিঘা-পুরী! কলকাতার কাছে অনিন্দ্যসুন্দর এই সি-বিচে মন মজেছে পর্যটকদের

Punjab Police cbi Arrested police