West Bengal News Updates: বাইরের লোক ঢোকাচ্ছে, SIR-এর আগে কাউন্সিলারদের সতর্ক করলেন মমতা

West Bengal news Updates 17 october, 2025: রাজীব কুমারের সুপ্রিম কোর্ট শুনানি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীপুজো উদ্বোধন এবং রাজ্যের আবহাওয়া ও বৃষ্টির পূর্বাভাসের সর্বশেষ খবর জানুন।

West Bengal news Updates 17 october, 2025: রাজীব কুমারের সুপ্রিম কোর্ট শুনানি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীপুজো উদ্বোধন এবং রাজ্যের আবহাওয়া ও বৃষ্টির পূর্বাভাসের সর্বশেষ খবর জানুন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Mamata Banerjee reacts on Bengali language serial uses hindi songs

News in Bengal highlights: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।

Kolkata News Updates: গিরিশ পার্কে কালী পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। দুর্গাপুজোর আনন্দের রেশ কাটতে না কাটতেই ফের উৎসবমুখর বাংলা। কালীপুজো ও দীপাবলির রঙে রঙিন হয়ে উঠছে শহর কলকাতা। আলোর উৎসবের সূচনা হচ্ছে আজ থেকেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার বিকেল থেকে শহরের একাধিক কালীপুজো উদ্বোধন করবেন। গিরিশ পার্ক, জানবাজার, পার্ক স্ট্রিট এবং দক্ষিণ কলকাতার একাধিক পুজো মণ্ডপের উদ্বোধনে মুখ্যমন্ত্রী। এদিন মমতা বলেন, "বাইরে থেকে এখানে লোক আনা হচ্ছে। কিছু লোক ইলেকশানের নাম করে চলে আসে। যাদের কাছে পয়সা আছে তারা এখানে এসে ফ্যাট কিনে নেয়। কাউন্সিলাররা দেখবেন না। আমরা যা করি তা ফটোসেশনের জন্য নয়"। 

Advertisment

ভারত আবারও প্রতিরক্ষা প্রযুক্তিতে এক ঐতিহাসিক মাইলফলক ছুঁয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) দেশের প্রথম সম্পূর্ণ দেশীয় যুদ্ধবিমান তেজস এমকে-১এ (Tejas Mk1A) সফলভাবে উড়ল। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের (HAL) নাসিক কারখানায় এই যুদ্ধবিমানের সফল পরীক্ষামূলক উড়ান সম্পন্ন হয়েছে। তেজস এমকে-১এ একটি ৪.৫ প্রজন্মের বহুমুখী যুদ্ধবিমান, যা আকাশ প্রতিরক্ষা ও স্থল আক্রমণ—দুই ক্ষেত্রেই সমানভাবে সক্ষম। ভারতীয় বিমান বাহিনীর কাছে ইতিমধ্যেই তেজস বিমান রয়েছে, তবে এমকে-১এ মডেলটি আরও উন্নত সংস্করণ। এতে আধুনিক রাডার সিস্টেম, আপগ্রেডেড এভিওনিক্স এবং দেশীয়ভাবে তৈরি অস্ত্র সংযোজন করা হয়েছে।

অসমের তিনসুকিয়া জেলার কাকোপাথারে একটি সেনা ক্যাম্পে গভীর রাতে গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতের এই হামলায় ১৯ গ্রেনেডিয়ার্স ইউনিটের তিন সেনা গুরুতর আহত হন। ঘটনার সময় সেনা ক্যাম্পের চারপাশে প্রচণ্ড গোলাগুলি ও একাধিক গ্রেনেড বিস্ফোরণের শব্দ শোনা যায়। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। জানা গেছে, প্রায় এক ঘণ্টা ধরে গোলাগুলি চলতে থাকে। আহত সেনাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার পর নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে। সেনাবাহিনী ও পুলিশ জেলার প্রতিটিটি কোণে নজরদারি চালাচ্ছে। ঘটনাস্থলের কাছাকাছি সাধারণ মানুষের চলাচল সীমিত করা হয়েছে। এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে গোয়েন্দা সূত্রে সন্দেহ করা হচ্ছে যে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম (উলফা)-(ইন্ডিপেন্ডেন্ট) এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। সেনা ও পুলিশ স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে এবং ঘটনার তদন্ত চলছে।

Advertisment

আজ সুপ্রিম কোর্টে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের আগাম জামিন এবং তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানি। ৬ বছর আগে ২০১৯ সালে রাজীব কুমারকে জামিন দিয়েছিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় কেন্দ্রীয় সংস্থা CBI। গত সোমবার সর্বোচ্চ আদালতে মামলাটির শুনানি ছিল।

সেই শুনানিতে প্রধান বিচারপতি বিআর গবই এবং বিচারপতি বিনোদ চন্দ্রনের বেঞ্চ এই মামলার ৬ বছর পরেও কোনও গ্রহণযোগ্যতা আছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন। সেই মামলারই আজ আবারও শুনানি সুপ্রিম কোর্টে।

আরও পড়ুন- West Bengal Weather Update:কালীপুজোর মুখে বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়, ফের টানা দুর্যোগ? কবে নামবে শীত?

অন্যদিকে, আজ কলকাতায় কালীপুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টানা কয়েকদিনের উত্তরবঙ্গ সফর সেরে আজই কলকাতায় ফিরছেন মুখ্যমন্ত্রী। বিকেলেই কলকাতার নাম করা বেশ কয়েকটি কালীপুজোর উদ্বোধনে দেখা যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

আরও পড়ুন-Weekend Getaway:ভুলে যাবেন দিঘা-পুরী! কলকাতার কাছে অনিন্দ্যসুন্দর এই সি-বিচে মন মজেছে পর্যটকদের

এদিকে, কালীপুজোর আগে ফের রাজ্যের জেলায়-জেলায় বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। আগামীকাল শনি ও পরশু রবিবার রাজ্যের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। তালিকায় রয়েছে দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলা এবং উত্তরের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলা। কালীপুজোর দিন রাজ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

আরও পড়ুন-TMC: ‘৬ বার জানিয়েও সমস্যা মেটেনি’, ক্ষোভের বিস্ফোরণ জনতার! পঞ্চায়েত অফিসে ঢুকেই তৃণমূল নেতাদের ফেলে মার

  • Oct 17, 2025 15:12 IST

    West Bengal News Live Updates: বাজি পোড়ানোর সময় বেঁধে দিল কলকাতা পুলিশ

    সামনেই কালীপুজো ও দীপাবলির উৎসব। এবারেও আলোর উৎসবে বাজি পোড়ানো নিয়ে কড়া নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিশ। কালীপুজো-দীপাবলিতে নির্দিষ্ট সময়ের মধ্যে পোড়ানো যাবে শুধু 'সবুজ বাজি'। আসন্ন কালীপুজো ও দীপাবলিতে বাজি পোড়ানোর সময়সীমা বেঁধে দিল কলকাতা পুলিশ। 

    বিস্তারিত পড়ুন- কালীপুজো ও দীপাবলিতে সবুজ বাজিতে ছাড়, পোড়ানোর সময় বেঁধে দিল কলকাতা পুলিশ



  • Oct 17, 2025 15:11 IST

    Kolkata News Live:বামফ্রন্টের সঙ্গে হাত মিলিয়ে লড়াইয়ে ISF?

    বিধানসভা ভোটের আগে নতুন করে রাজনৈতিক চর্চা তৈরি করল বামফ্রন্ট ও আইএসএফের সম্ভাব্য জোট প্রসঙ্গ। ক্রমশ জোরালো হচ্ছে গুঞ্জন — আসন্ন নির্বাচনে সিপিএমের সঙ্গে হাত মেলাতে পারে নওশাদ সিদ্দিকীর ISF? নওশাদের দাবি, দুর্গাপূজার পর বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু নিজে তাঁর সঙ্গে এই বিষয়ে আলোচনার আশ্বাস দিয়েছিলেন। তবে এখনও পর্যন্ত বামফ্রন্টের তরফে আনুষ্ঠানিক কোনও জোটের বার্তা না আসায় কিছুটা অভিমানী ভাঙড়ের এই বিধায়ক।

    বিস্তারিত পড়ুন- বামফ্রন্টের সঙ্গে হাত মিলিয়ে লড়াইয়ে ISF? জোট নিয়ে কী বললেন নওশাদ?



  • Oct 17, 2025 10:07 IST

    WB News Live:অতর্কিতে পুলিশের শীর্ষকর্তার বাড়িতে হানা CBI-এর

    ঘুষ সংক্রান্ত একটি মামলায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা (CBI) বৃহস্পতিবার পঞ্জাব পুলিশের রূপড় রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (DIG) হরচরণ সিং ভুল্লাকে গ্রেপ্তার করেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, মোহালির অফিসে দুপুরের সময় অভিযান চালিয়ে CBI আধিকারিকরা ভুল্লাকে ৫ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় ধরা পড়ে। এই অভিযোগ জমা দিয়েছিলেন মান্ডি গোবিন্দগড়ের এক ডিলার, যিনি ফতেহগড় সাহীব জেলার বাসিন্দা।

    বিস্তারিত পড়ুন- CBI raid:অতর্কিতে পুলিশের শীর্ষকর্তার বাড়িতে হানা CBI-এর, উদ্ধার টাকার পাহাড়



  • Oct 17, 2025 10:05 IST

    Kolkata News Live Updates: কালীপুজোর মুখে বৃষ্টির পূর্বাভাস

    কালীপুজোর মুখে ফের বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কালীপুজোর দিন অর্থাৎ সোমবার, রাজ্যে বড় কোনও দুর্যোগের আশঙ্কা নেই বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

    বিস্তারিত পড়ুন- West Bengal Weather Update:কালীপুজোর মুখে বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়, ফের টানা দুর্যোগ? কবে নামবে শীত?



Breaking news kolkata news west bengal latest news SIR Kali Puja