Congress Leader Murder: সাতসকালে মালদায় খুন কংগ্রেস নেতা। রবিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। নিহতের পরিবারের অভিযোগ, এই হামলার নেপথ্যে শাসকদল তৃণমূলের হাত রয়েছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
রবিবার সকালে এই বোমাবাজির ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার চৌকি ধরমপুর বাজার এলাকায়। নিহত কংগ্রেস নেতার নাম মহম্মদ সইফুদ্দিন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বাজারে গিয়েছিলেন এই কংগ্রেস নেতা। তাকে লক্ষ্য করে পিছন থেকে পর পর বোমা ছোড়ে দুষ্কৃতীরা। ঘটনার পরেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই কংগ্রেস নেতা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
নিহত কংগ্রেস নেতা মহম্মদ সইফুদ্দিন এলাকার প্রাক্তন পঞ্চায়েত প্রধান। দীর্ঘদিন কংগ্রেসের রাজনীতির সঙ্গে তিনি যুক্ত ছিলেন। এই বোমাবাজির ঘটনা এবং খুনের সঙ্গে এলাকার তৃণমূল নেতৃত্বের যোগ রয়েছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এদিকে এই ঘটনার পরেই তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন নিহতের আত্মীয় ও স্থানীয় কংগ্রেস কর্মীরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে শুরু হয় অবরোধ। মৃতদেহ আটকে রেখে দোষীদের গ্রেফতারের দাবি ওঠে।
আরও পড়ুন- Vande Bharat: পুজোর আগে বঙ্গবাসীকে বিরাট উপহার মোদীর, তিন নতুন বন্দে ভারত পেল বাংলা
আরও পড়ুন- RG Kar Case: চিকিৎসক খুনে গ্রেফতার টালা থানার ওসি, সিজিও থেকে বের করতেই জুতো দেখাল ক্ষুব্ধ জনতা
ঘটনাস্থলে পুলিশ গেলে উত্তেজনা চরমে ওঠে। পুলিশকে ঘিরেও একদফা বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ জনতা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ওই কংগ্রেস নেতাকে খুনের পরিকল্পনা করেই এই হামলা চলে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। যদিও এই ঘটনায় কার যোগ রয়েছে সেব্যাপারে এখনও কোনও তথ্য জানাতে পারেনি পুলিশ।
আরও পড়ুন- RG Kar protest: নৃশংস খুন মনকে নাড়া দিয়ে গেছে, ডাক্তারদের আন্দোলনের পাশে দাঁড়িয়ে বৃদ্ধার 'কীর্তি' চর্চায়!