/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/08/Sandip-Ghosh-rg-Kar.jpg)
CBI-Sandip Ghosh: আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষদের পলিগ্রাফ টেস্ট।
Kolkata Doctor Rape-Murder Case-Polygraph Test: আরজি কর কাণ্ডে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পলিগ্রাফ পরীক্ষার জন্য আগেই অনুমতি দিয়ে দিয়েছিল শিয়ালদহ আদালত। সেই সঙ্গে আরজি কর কাণ্ডে সিবিআই স্ক্যানারে থাকা আরও চার চিকিৎসকের পলিগ্রাফ টেস্টেরও অনুমোদন মেলে। আজই সল্টলেকের সিজিও কমপ্লেক্সের দফতরে সন্দীপ ঘোষ, চার চিকিৎসক সহ মোট ৬ জনের পলিগ্রাফ টেস্ট।
আরজি কর কাণ্ডের শিকড়ে পৌঁছতে মরিয়া কেন্দ্রীয় তদন্ত সংস্থা CBI। ইতিমধ্যেই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ পর্ব আজ ৯ দিনে পড়েছে। শনিবার সকালেই দিল্লি থেকে স্পেশাল একটি টিম কলকাতায় এসে পৌঁছে যায়। ওই টিমের সদস্যরাই সন্দীপ ঘোষদের পলিগ্রাফ টেস্টে যুক্ত।
কখন CBI পলিগ্রাফ টেস্ট করে?
এক প্রাক্তন সিবিআই আধিকারিক বলেছেন, ‘যখন অভিযুক্ত তদন্তকারীদের যথেষ্ট তথ্য দেয় না অথবা তদন্তকারীরা মনে করছেন, তাঁরা অভিযুক্তের থেকে চেয়েও যথেষ্ট তথ্য পাচ্ছেন না, তখনই পলিগ্রাফ টেস্টের প্রয়োজন হয়ে পড়ে। তদন্তকারীরা যখন মনে করেন, অভিযুক্ত আরও কিছু গোপন করে যাচ্ছে, তখন তা বের করে আনতে দরকার হয় এই টেস্টের। এক্ষেত্রে অভিযুক্ত সত্য গোপনের ক্ষমতা হারিয়ে যায়। আর, সেটাই তদন্তকারীদের হাতিয়ার।’
আরও পড়ুন- RG Kar Case: ফের CBI দফতরে সন্দীপ ঘোষ, আরজি কর কাণ্ডের তদন্তে বিরাট ব্রেকে মরিয়া কেন্দ্রীয় সংস্থা!
পলিগ্রাফ টেস্ট পদ্ধতি:
তদন্তকারীদের পাশাপাশি, পলিগ্রাফ টেস্ট করার জন্য বিশেষ দলে থাকেন ফরেনসিক বিশেষজ্ঞ ও মনোবিজ্ঞানীরাও। তাঁরাও অভিযুক্তকে প্রশ্ন জিজ্ঞাসা করবেন। অভিযুক্তের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করবেন। এই ব্যাপারে এক সিবিআই আধিকারিক বলেছেন, ‘কিছু ক্ষেত্রে, কিছু প্রশ্নে অভিযুক্ত আবেগতাড়িত হয়ে উঠতে পারে। যা তার চরিত্রের বৈশিষ্ট্য বোঝার জন্য প্রয়োজন। যদি বেশিরভাগ প্রশ্নে অভিযুক্তের নিঃশব্দ প্রতিক্রিয়া পাওয়া যায়, তাহলে অভিযুক্তের মৃতার প্রতি কোনও সহানুভূতি ছিল না বলেই ধরে নেওয়া যেতে পারে।’