Advertisment

CBI: স্বাস্থ্য ভবনে চিঠি CBI-এর, হানা শিয়ালদহের সেন্ট্রাল মেডিক্যাল স্টোরেও

CBI-Biomedical Waste Scam: আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে বায়োমেডিকেল বর্জ্য সংগ্রহে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছিলেন প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। সেই সব অভিযোগের ভিত্তিতেই তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা CBI।

author-image
IE Bangla Web Desk
New Update
CBI's letter to Swastha Bhavan, স্বাস্থ্য ভবন, সিবিআই

স্বাস্থ্য ভবনে চিঠি সিবিআইয়ের।

CBI: এবার স্বাস্থ্য ভবনে চিঠি পাঠাল CBI। বায়োমেডিক্যাল ওয়েস্ট সংক্রান্ত নথি চেয়ে স্বাস্থ্য ভবনে চিঠি কেন্দ্রীয় তদন্ত সংস্থার। সেই সঙ্গে এদিন CBI অভিযান চলে শিয়ালদহের সেন্ট্রাল মেডিকেল স্টোরেও।

Advertisment

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে (RG Kar Medical College) বায়োমেডিকেল ওয়েস্ট নিয়েও দুর্নীতির একগুচ্ছ অভিযোগ উঠেছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই সব দুর্নীতির তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা সিবিআই (CBI)। সেই তদন্তের স্বার্থেই এদিন স্বাস্থ্য ভবনে চিঠি পাঠিয়ে বেশ কিছু তথ্য চেয়েছে সিবিআই। 

বিভিন্ন সংস্থা হাসপাতালগুলি থেকে বায়োমেডিকেল বর্জ্য সংগ্রহ করে থাকে। স্বাস্থ্য ভবনের তরফেই সংশ্লিষ্ট সংস্থাকে এই সব বর্জ্য সংগ্রহে অনুমতি দেওয়া হয়। কোন হাসপাতালে কোন সংস্থা বায়োমেডিকেল বর্জ্য সংগ্রহের বরাত পেয়েছে, সে ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

আরও পড়ুন- Anubrata Mondal: 'নিশ্চয়ই ঈশ্বরের কাছে কোনও পাপ করেছিলাম', হঠাৎ কেন একথা কেষ্টর মুখে?

আরও পড়ুন- Hilsa: ইলিশপ্রেমীদের জন্য বিরাট সুখবর! এসে গেল পদ্মার রুপোলি শষ্য, দামও নাগালেই

আরও পড়ুন- West Bengal Weather Update: শক্তি ক্ষয় নিম্নচাপের, দাপট কমেছে বৃষ্টির, পুজোর আগেই ফের জোরালো দুর্যোগ বঙ্গে?

উল্লেখ্য, আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির অভিযোগ, আরজি করে বায়োমেডিক্যাল বর্জ্য সংগ্রহ নিয়ে কোটি-কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নির্দেশেই একটি চক্র এই দুর্নীতিতে যুক্ত বলে দাবি করেছেন আখতার আলি। তার সেই অভিযোগের সত্যতা যাচাইয়ের স্বার্থেই তদন্ত চালাচ্ছে সিবিআই।

kolkata news cbi RG Kar Case
Advertisment