/indian-express-bangla/media/media_files/inoWxI5je6YJQWNwoGXW.jpg)
অনুব্রত মণ্ডল। ফাইল ছবি।
Anubrata Mondal: "নিশ্চয়ই ঈশ্বরের কাছে কোনও পাপ করেছিলাম সেই পাপেরই শাস্তি আমি পেলাম।" বোলপুরের তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠকে বলেছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় গ্রেফতার হয়ে গত দু'বছরেরও বেশি সময় ধরে তিহাড় জেলে কাটিয়েছিলেন অনুব্রত মণ্ডল।
তবে আপাতত তিনি জামিনে মুক্ত। মেয়ে সুকন্যাও গ্রেফতার হয়েছিলেন ইডির হাতে। সম্প্রতি দু'জনেই জামিনে মুক্ত হয়ে বোলপুরের নিচুপট্টির বাড়িতে ফিরেছেন।
কী বলেছেন অনুব্রত মণ্ডল?
"আমার মেয়ে তো আর নেতা-নেত্রী নয়। ও সাধারণ বাড়ির মেয়ে। ওকেও জেল খাটতে হল। নিশ্চয়ই ঈশ্বরের কাছে কোনও পাপ করেছিলাম। সেই পাপেরই শাস্তি পেলাম। সবাই একসঙ্গে চলুক। কারও সাথে যেন কোনও অশান্তি না হয়।"
আরও পড়ুন- Hilsa: ইলিশপ্রেমীদের জন্য বিরাট সুখবর! এসে গেল পদ্মার রুপোলি শষ্য, দামও নাগালেই
উল্লেখ্য, ২০২২ সালের ১১ আগস্ট বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই। পরে তাকে গ্রেফতার করে ইডি। পরবর্তী সময়ে অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যাকেও গ্রেফতার করে ইডি। বাবা-মেয়ে দু'জনকেই দিল্লির তিহাড় জেলে বন্দি রাখা হয়েছিল।