Advertisment

West Bengal Weather Update: শক্তি ক্ষয় নিম্নচাপের, দাপট কমেছে বৃষ্টির, পুজোর আগেই ফের জোরালো দুর্যোগ বঙ্গে?

Bengal Weather Forecast: শুক্রবার সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার উন্নতি চোখে পড়েছে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Weather Update, Weather Forecast, Todays Weather, Kolkata Weather, West Bengal Weather Today, আবহাওয়ার পূর্বাভাস, আজকের আবহাওয়ার খবর

প্রতীকী ছবি।

WB Weather Update: আজ শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার উন্নতি চোখে পড়বে। নিম্নচাপ শক্তি খুইয়ে দুর্বল হওয়ার জেরেই আবহাওয়ার এই উন্নতি। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার উন্নতি চোখে পড়লেও উত্তরবঙ্গের ছবিটা কিন্তু আলাদা। আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। সব মিলিয়ে মোটের উপর আগামী কয়েকদিন কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া? তা নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট।

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর 

শুক্রবার সকাল থেকে আংশিক মেঘলা আকাশ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায়-জেলায়। আজ দিনভর এমনই থাকবে আবহাওয়া। তবে কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে পশ্চিমের কয়েকটি জেলাতেও আজ বৃষ্টির সম্ভাবনা বেশি।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ থেকে আবহাওযার বড়সড় উন্নতি চোখে পড়বে। 

আরও পড়ুন- Durgapuja 2024 : গঙ্গার তলায় মেট্রোয় চড়ে এবার হবে ঠাকুর দেখা, পুজোয় রয়েছে চমকের ছড়াছড়ি

আরও পড়ুন- Mamata Banerjee Announcements: সরকারি হাসপাতালের নিরাপত্তায় বিরাট বরাদ্দ, পুলিশে নিয়োগ নিয়েও বড় ঘোষণা মমতার

আরও পড়ুন- Hilsa bonanza: আহ্লাদে আটখানা ভোজনরসিক বাঙালি, পুজোয় পাতে পড়বে পদ্মার ইলিশ, দাম কত?

উত্তরবঙ্গের আবহাওয়া খবর

আজ তুমুল বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে জেলা। উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি কোচবিহার, আলিপুরদুয়ার জেলাতেও। মালদহ ও দুই দিনাজপুরেও আজ মাঝারি বৃষ্টি চলবে।

Alipur weather Office Bengal Weather Alipore Weather Office Kolkata Weather weather Bengal Weather Forecast
Advertisment