By Election: সামনেই রাজ্যের ৬টি কেন্দ্রে উপনির্বাচন। দেশের বেশ কয়েকটি কেন্দ্রের পাশাপাশি এরাজ্যেও ৬টি কেন্দ্রে উপনির্বাচন। এবার রাজ্যের ৬ কেন্দ্রে উপনির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখা হবে। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপেই আসন্ন উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। আগামী ১৩ নভেম্বর পশ্চিমবঙ্গের তালডাংরা, কোচবিহার, সিতাই, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর ও মাদারিহাটে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে।
ফের রাজ্যে নির্বাচনের ঘণ্টা বেজে গেছে। আরজি কর কাণ্ডের পর এই প্রথম রাজ্যে কোনও নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জয়ের পর এই কেন্দ্রের বিধায়করা পদে ইস্তফা দিয়েছিলেন। তাঁরা সাংসদ হয়ে যাওয়ার পর ওই বিধানসভা আসনগুলি খালি হয়। সেই কারণেই ওই আসনগুলিতে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬ কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এরাজ্য ছাড়াও দেশের আরও ১৪ রাজ্যে ৪২টি আসনে বিধানসভা উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে।
এরাজ্যে আসন্ন বিধানসভা উপনির্বাচনও কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপেই অনুষ্ঠিত হবে। জানা গিয়েছে, আপাতত এরাজ্যে মোট ৮৯ কোম্পানি আধাসেনা পাঠাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক। জানা গিয়েছে, তার মধ্যে ২৪ কোম্পানি CRPF থাকছে, ৩০ কোম্পানি BSF এবং CISF ১২ কোম্পানি থাকছে। সেই সঙ্গে SSB ১৩ কোম্পানি বাহিনী ও IIBP থাকছে ১০ কোম্পানি। আগামী ১৩ নভেম্বর রাজ্যের যে ৬টি কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে তার মধ্যে ৫টি আসনই একুশের নির্বাচনে তৃণমূলের দখলে ছিল।
আরও পড়ুন- NQAS: শুভেন্দুরা যতই গালমন্দ করুন! খোদ মোদী সরকারের রিপোর্টই বলছে 'সেরার সেরা' বাংলা
আরও পড়ুন- Sealdah Division: শিয়ালদহ ডিভিশনে এবার লোকাল ট্রেন দাঁড়াবে মাত্র ৩০ সেকেন্ড? কী জানাল রেল?
আরও পড়ুন- Cyclone Dana Update: কালীপুজোর আগেই কাঁপানো ঝড়-বৃষ্টি বাংলায়? ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের আশঙ্কা বেড়েই চলেছে