Advertisment

NQAS: শুভেন্দুরা যতই গালমন্দ করুন! খোদ মোদী সরকারের রিপোর্টই বলছে 'সেরার সেরা' বাংলা

West Bengal-NQAS: দেশের তাবড় রাজ্যকে পিছনে ফেলে আবারও কেন্দ্রের বিচারেই এগিয়ে বাংলা। বংলার অবনেক পিছনে মোদী রাজ্য গুজরাত। তারও পরে রয়েছে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal, high quality health services,NQAS,National Quality Assurance Standards,Modi Govt,পশ্চিমবঙ্গ,এনকিউএএস,উচ্চমানের স্বাস্থ্য পরিষেবা, মোদী সরকার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

National Quality Assurance Standards: দেশের তাবড় রাজ্যকে বলে বলে ১০ গোল! জোরদার টেক্কা BJP পরিচালিত রাজ্যগুলোকেও। স্বাস্থ্যে উন্নতমানের পরিষেবা প্রদানে দেশের সব বড় রাজ্যের মধ্যে শীর্ষস্থানে পশ্চিমবঙ্গ। খোদ কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ড বা NQAS-এর প্রোগ্রামে পরিষেবা দানের ক্ষেত্রে বাংলা টেক্কা দিয়েছে দেশের তাবড় রাজ্যকে। 

Advertisment

আবারও 'সেরার সেরা' বাংলা। কেন্দ্রীয় সরকারের একটি মন্ত্রকের রিপোর্টে পশ্চিমবঙ্গের আবারও নজরকাড়া স্থান। স্বাস্থ্য পরিষেবা প্রদানের নিরিখে ভালো পারফরম্যান্স বিচার করতে রাজ্যগুলিকে নিয়ে কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক একটি প্রোগ্রাম শুরু করে। রাজ্যের সরকারি হাসপাতালে পরিষেবার মান কেমন, এসবও এই প্রোগ্রামের বিচারের আওতায় ছিল।

সম্প্রতি কেন্দ্রের এই প্রোগ্রামে শীর্ষস্থান দখল করেছে বাংলা। এরাজ্যে স্বাস্থ্য ক্ষেত্রে যে পরিষেবা প্রদান করা হয় কেন্দ্রের বিচারে তা 'সেরা'। বাংলায় স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে ১২,৮৫৯ টি পরিষেবা প্রদান করা হয়। এই পরিষেবাগুলির মধ্যে ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ড বা NQAS স্বীকৃত প্রাপ্ত পরিষেবার সংখ্যা ৩,০৩৯ টি। 

আরও পড়ুন- Sealdah Division: শিয়ালদহ ডিভিশনে এবার লোকাল ট্রেন দাঁড়াবে মাত্র ৩০ সেকেন্ড? কী জানাল রেল?

আরও পড়ুন- Cyclone Dana Update: কালীপুজোর আগেই কাঁপানো ঝড়-বৃষ্টি বাংলায়? ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের আশঙ্কা বেড়েই চলেছে

আরও পড়ুন- Suvendu Adhikari: 'BJP ক্ষমতায় এলে হাতে-পায়ে ধরে TATA-কে ফেরাব', সিঙ্গুরে বললেন শুভেন্দু

স্বাস্থ্য ক্ষেত্রে পরিষেবা প্রদানের ক্ষেত্রে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রোগ্রামের বিচারে বাংলার পরেই রয়েছে দক্ষিণের রাজ্য অন্ধ্রপ্রদেশ। এই রাজ্যে NQAS স্বীকৃতপ্রাপ্ত পরিষেবার সংখ্যা ২,১৭২ টি। এর পরের স্থান বিজেপি শাসিত মধ্যপ্রদেশের। এই রাজ্যে NQAS স্বীকৃত প্রাপ্ত পরিষেবার সংখ্যা ১,৯৫২টি। তারও পরে রয়েছে মোদী রাজ্য গুজরাট, যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ।

West Bengal Modi Government CM Mamata banerjee
Advertisment