Advertisment

Holidays: সরকার চাইলেই আগামী বছরের কালীপুজোয় টানা ৬ দিনের ছুটি! কীভাবে? জানুন ঝটপট

Holidays: চলতি নভেম্বর মাসেও রাজ্য সরকারি কর্মচারীরা বেশ কিছু ছুটি পাচ্ছেন। শনি ও রবিবারের ছুটি জুড়ে নিলে মাসের প্রায় অর্ধেক দিনই তাঁদের অফিসে যেতে হবে না।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal state government employees, holidays,Diwali,কালীপুজো, ছুটি, রাজ্য সরকারি কর্মচারী

Holidays: রাজ্য সরকার চাইলেই আগামী বছরের কালীপুজোয় মিলতে পারে টানা ৬ দিনের ছুটি।

Holidays: রাজ্য সরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর! এমনিতেই চলতি নভেম্বর মাসের প্রায় অর্ধেক দিনই অফিস-কাছারির বালাই নেই রাজ্য সরকারি কর্মচারীদের। এবার সামনের বছরের কালীপুজোয় রাজ্য সরকারি কর্মীরা একটানা ৬ দিনের ছুটি পেয়ে যেতে পারেন। তবে এক্ষেত্রে বাড়তি উদ্যোগ নিতে হবে সরকারকেই।

Advertisment

কালীপুজোয় (Kali Puja) রাজ্য সরকারি কর্মীরা এখন দু'দিনের ছুটি পান। ভাইফোঁটাতেও (Bhaiphota) দু'দিনের ছুটি রয়েছে। সব মিলিয়ে এবার কালীপুজোয় গত বৃহস্পতিবার থেকে একটানা সোমবার পর্যন্ত ছুটি হয়ে গিয়েছে। তবে এই সুবিধা শুধুমাত্র রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রেই রয়েছে। এবার সামনের বছর কালীপুজোর সময়ে তাঁদের জন্য রয়েছে আরও দারুণ সুখবর। 

ক্যালেন্ডার অনুযায়ী ২০২৫ সালের কালীপুজো পড়েছে ২০ অক্টোবর। ওই দিন সোমবার। তার আগে শনি ও রবিবার এমনিতেই ছুটি। কালীপুজোয় সরকার এখন দু'দিন করে ছুটি দিচ্ছে। সেই হিসেবে ধরলে সোমবারের পর মঙ্গলবারেও ছুটি থাকছে। ২০২৫ সালে ভাইফোঁটা (Bhaiphota) পড়েছে ২৩ অক্টোবর। 

আরও পড়ুন- Kolkata Metro: উৎসবের মরশুমে পাতালপথে নয়া ইতিহাস! গর্বের জবর খবর শেয়ার কলকাতা মেট্রোর

আরও পড়ুন- Priest arrested: কালীপুজো করতে এসে এটা কী করে বসলেন পুরোহিত? ছিঃ ছিঃ করছে এলাকাবাসী!

ভাইফোঁটার ছুটির পরের দিন ফের ছুটি না দিয়ে রাজ্য সরকার যদি তার আগের দিন অর্থাৎ ২২ অক্টোবর সরকারি ছুটি দেয় তাহলেই কেল্লাফতে! সেই হিসেব ধরলে একেবারে ২০২৫ সালের ১৮ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত, একটানা ৬ দিনের ছুটি পেয়ে যেতে পারেন রাজ্য সরকারি কর্মচারীরা। তবে এক্ষেত্রে সেই বন্দোবস্ত করতে হবে রাজ্য সরকারকেই। এদিকে চলতি নভেম্বর মাস জুড়েও ছুটি আর ছুটি রাজ্য সরকারি কর্মচারীদের। মাসের প্রায় অর্ধেক দিনই অফিস-কাছারির মুখ দেখতে হবে না তাঁদের।

আরও পড়ুন- Tamluk Court: আদালতের ব্যতিক্রমী রায়কে কুর্ণিশ সব পক্ষের! পাঁচ 'জুয়াড়ি'র ঠিকানা রামকৃষ্ণ মঠ

Kali Puja Diwali West Bengal Government Holidays
Advertisment