/indian-express-bangla/media/media_files/2025/01/18/KWImq7Sy5E3HbSjjaXKM.jpg)
Birbhum News: নজিরবিহীন সাফল্য বঙ্গতনয়ার।
Chaitali Garai of Birbhum has secured her name in India Book of Records: এক মিনিটে পায়ের বুড়ো আঙুল 'ফাটাতে' পেরেছেন ১১৬ বার! আর তাতেই জায়গা হয়েছে 'ইণ্ডিয়া বুক অফ রেকর্ডস' (India Book of Records)-এ। এমনই এক অভিনব কাণ্ড ঘটিয়ে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন বীরভূমের চৈতালি গড়াই। বর্তমানে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে গবেষণারত এই পড়ুয়া। ছোট থেকেই তাঁর এই অভিনব বিষয়টি নজর কেড়েছিল সহপাঠী থেকে শুরু করে পরিজনদের। তবে চৈতালী জানান, তিনি কখনও ভাবেননি এই কাজের জন্য কোনও রেকর্ড হতে পারে। মজার ছলে ভিডিও করে 'ইণ্ডিয়া বুক অফ রেকর্ডস’ কর্তৃপক্ষকে পাঠিয়েছিলেন চৈতালি। তাতেই কিস্তিমাত হয়েছে। চৈতালীর হাতে উঠেছে স্মারক, শংসাপত্র, কলম, আই-কার্ড ও মেডেল।
চৈতালী গড়াইয়ের কথায়, ‘‘এটা কোনও রেকর্ড হতে পারে বলে আমি ভাবিইনি। আমার এই আঙুল 'ফাটানো' দেখে সবাই মজা পেত। স্যোশাল মিডিয়া ঘাঁটতে গিয়ে জানতে পারি বিভিন্ন অভিনব বিষয়ে রেকর্ড হয়। আমি মজার ছলেই একটা ভিডিও বানিয়ে ওদের সাইটে আপলোড করে দিই। তারপরেই দেখলাম বিষয়টি ইণ্ডিয়া বুক অফ রেকর্ডসে জায়গা পেয়ে গেছে। বাড়ির সকলে, বন্ধুরাও খুব খুশি।"
বীরভূমের সাঁইথিয়া থানার বাতাসপুরের বনগ্রামের বাসিন্দা চৈতালী গড়াই। বিশ্বভারতী থেকে স্নাতক ও স্নাতকোত্তর উত্তীর্ণ হয়ে বর্তমানে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে বাংলা নিয়ে গবেষণা করছেন তিনি। বোলপুরেই থাকেন দিদির বাড়িতে। তাঁর পরিবার সূত্রে জানা গেছে, সে তাঁর বাম পায়ের বুড়ো আঙুলটি নিজের ইচ্ছে মতো ফাটাতে পারেন। মিনিটে বেশ কয়েকবার এই কাজ করায় রীতিমতো স্বচ্ছল চৈতালী। যা আর পাঁচজন মানুষ সচারাচর পারেন না।
তাঁর এই বিষয়টি নিয়ে প্রায় সবসময় মজা, চর্চা, উপভোগ করত সহপাঠীরা ও পরিজনরা। হঠাৎ মজার ছলে চৈতালী ২০২৪ সালের ১৫ ডিসেম্বর সামনে স্টপ ওয়াচ রেখে একটি ভিডিও তৈরি করেন। সেই ভিডিও-তে দেখা যায় সে মাত্র ১ মিনিটে ১১৬ বার নিজের বাম পায়ের বুড়ো আঙুলটি ফাটাতে পারছেন।
এই ভিডিও চৈতালী ইণ্ডিয়া বুক অফ রেকর্ডস-এর সাইটে নিজের বিবরণ দিয়ে পাঠিয়ে দেন। কিন্তু, কেউ কল্পনাও করেননি যে এই বিষয়টি কোনও রেকর্ড হতে পারে। সমস্ত দিক বিবেচনা করে সদ্য, 'ইণ্ডিয়া বুক অফ রেকর্ডস' তাঁর এই বিষয়টি নথিভুক্ত করেছে। যা দেশের মধ্যে একটি অভিনব রেকর্ড।
আরও পড়ুন- Police: 'পুলিশ যা করেছে ঠিক করেছে', সাজ্জাককে গুলি-গুলি কাণ্ডে প্রশাসনের প্রশংসায় BJP