Advertisment

Chandannagar Jagadhatri Puja: নবমীর রাতে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় অবাক কাণ্ড! এমন ঘটনায় তাজ্জব দর্শনার্থীরা

Chandannagar Jagadhatri Puja: একদা ফরাসডাঙা চন্দননগর সেজে ওঠে এই জগদ্ধাত্রী পুজোর সময়েই। নবমীতেই সবচেয়ে বেশি ভিড় জমে হুগলি নদীর পাড়ের এই শহরে। সেই দিনেই এমন কাণ্ডে বিতর্ক তুঙ্গে উঠেছে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Chandannagar Jagadhatri Puja 2024: চন্দননগর জগদ্ধাত্রী পুজো ২০২৪

Chandannagar Jagadhatri Puja 2024: চন্দননগরের জগদ্ধাত্রী পুজো।

Chandannagar Jagadhatri Puja: চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় অবাক কাণ্ড! নবমীর রাতে আলোর মেলায় সেজে উঠেছিল গোটা ফরাসডাঙা। দূর-দূরান্ত থেকে দর্শনার্থীদের ঢল নেমেছিল হুগলি নদীর পাড়ের এই ছোট্ট শহরে। সেই সময়েই ঘটে গেল চূড়ান্ত অপ্রীতিকর এক ঘটনা। 

Advertisment

ঠিক কী ঘটেছিল?

জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরের তালপুকুরের দুই পুজো কমিটির বিবাদ চরম আকার নিয়েছিল নবমীর রাতে। তালপুকুর ধার এবং তালপুকুর শিশু উদ্যান পুজো কমিটির সদস্যদের মধ্যে গন্ডগোল হয়। এলাকার তৃণমূল কাউন্সিলরের ভূমিকায় ক্ষোভে ফুঁসতে থাকেন তালপুকুর ধার পুজো কমিটির সদস্যরা। 

তাঁদের অভিযোগ স্থানীয় তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে পুজোর সময় ভোগ বিতরণে বাধা দেওয়া হয়েছে। এমনকী পুজোর মধ্যে তাঁদের ক্লাবের সদস্যদের হেনস্থা করা হয়েছে বলেও তাঁদের অভিযোগ। তারই জেরে গোটা পুজো মণ্ডপের আলো নিভিয়ে অভিনব প্রতিবাদ দেখান তাঁরা।

আরও পড়ুন- Sainthia Blast: প্রবল বিস্ফোরণ, ঝলসে গেলেন যুবক, প্রশ্নের মুখে সিভিক ভলান্টিয়ারের ভূমিকা

আরও পড়ুন- TMC Leader arrested: অস্ত্র-সহ পঞ্চায়েত সদস্য রেলপুলিশের জালে, আগ্নেয়াস্ত্র পাচারের মূল পাণ্ডা ছিলেন তৃণমূল নেতা

শুধু মণ্ডপই নয়, নিভিয়ে ফেলা হয় এলাকার রঙিন আলোকসজ্জাও। এলাকার আরও একটি জগদ্ধাত্রী পুজো তালপুকুর শিশু উদ্যান। তাঁদের অভিযোগ, তালপুকুর ধার পুজো কমিটির সদস্যরা তাঁদের মণ্ডপের গেট আটকে দর্শনার্থীদের ঢুকতে বাধা দিয়েছে।

অপ্রীতিকর এই ঘটনাকে কেন্দ্র করে নবমীর রাতে শোরগোল পড়ে যায় চন্দননগরের এই তল্লাটে। যা নিয়ে দূর দূরান্তের দর্শনার্থীরা তো বটেই এলাকার বাসিন্দারাও যারপরনাই ক্ষুব্ধ হয়েছেন। চন্দননগরের শ্রেষ্ঠ আকর্ষণ এখানকার জগদ্ধাত্রী পুজো।

আরও পড়ুন- Dilip Ghosh On Abhishek: নারী ক্ষমতায়ন নিয়ে রাষ্ট্রসংঘের অনুষ্ঠানে ডাক অভিষেকের, 'আরজি কর মনে আছে তো'? খোঁচা দিলীপের

এলাকার মানুষ এই পুজোর জন্য অপেক্ষায় থাকেন বছরভর। হুগলি জেলার এই প্রান্তে দুর্গাপুজো তেমন ধুমধাম করে হয় না। তবে জগদ্ধাত্রী পুজোর সময় গোটা চন্দননগর সেজে ওঠে রঙিন সাজে। সেই পুজোর সময় এমন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক ছড়িয়েছে হুগলি নদীর পাড়ের এই শহরে।

Hooghly hooghly news Jagadhatri Puja 2024 Chandannagar Jagadhatri Puja 2024
Advertisment