/indian-express-bangla/media/media_files/2025/10/16/chandrima-2025-10-16-20-48-42.jpg)
Chandrima Bhattacharya: দলীয় সম্মেলনে বক্তব্য রাখছেন তৃণমূলনেত্রী তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
নদিয়ার ধুবুলিয়ায় দলের মহিলা কর্মী সম্মেলনে কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনকে আক্রমণ করে তৃণমূল কংগ্রেসের নেত্রী ও রাজ্য মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, "ভোটার তালিকা (SIR) সংশোধন প্রক্রিয়ায় বৈধ ভোটারদের ওপর অনিচ্ছাকৃত প্রভাব পড়লে সেটি রোধ করবে দল।" বৃহস্পতিবার এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, জেলা সভাধিপতি তারান্নুম সুলতানা মীর-সহ অন্যান্য দলীয় নেতা-কর্মীরা।
চন্দ্রিমা ভট্টাচার্য এদিন জানান, বিহারে SIR প্রক্রিয়ায় প্রাথমিক পর্যায়ে প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়ার খবর এসেছে। যার মধ্যে ২৬ লক্ষ মহিলা ভোটার রয়েছেন। তিনি বলেন, "এই ইস্যুতে সুপ্রিম কোর্টে মামলা পেন্ডিং রয়েছে এবং আদালত নির্বাচন কমিশনকে ১২টি নথির মধ্যে আধার কার্ড সংযুক্ত করার নির্দেশ দিয়েছে।"
আরও পড়ুন- Tragic death: আজ ছিল একমাত্র সন্তানের জন্মদিন, তার আগেই চিরবিদায় পদস্থ সরকারি কর্তার
মন্ত্রী এদিন আরও বলেন, “এসআইআর করলে বৈধ ভোটারকে অবৈধ করা হবে—এর কোনও মানে নেই। এখানে কোনও বৈধ ভোটারকে অবৈধ করা যাবে না। এজন্য যা যা করার, তাই করা হবে। আমাদের মহিলারা প্রস্তুত আছেন।” তিনি অতীতে ভোটার তালিকা সংশোধন উদাহরণ হিসেবে ২০০৩ সালের সংশোধনী মনে করিয়ে দেখান ও প্রশ্ন তোলেন, পুরনো বছরে জন্ম সনদ বা ডেলিভারি সার্টিফিকেট কোথা থেকে এনে দেখানো হবে — বিশেষ করে ১৯৮৭-২০০৪ শুরুর সময়ে জন্ম নথিপত্র নিয়ে তৎপরতা সম্পর্কে শঙ্কা প্রকাশ করেন।
আরও পড়ুন-Weekend Getaway:ভুলে যাবেন দিঘা-পুরী! কলকাতার কাছে অনিন্দ্যসুন্দর এই সি-বিচে মন মজেছে পর্যটকদের
চন্দ্রিমা বলেন, “এরা (BJP) যদি এভাবে বৈধ ভোটারদের বাদ দেয়, তাহলে যারা সরকারে আছেন, তাঁরাও চেয়ার ছেড়ে নেমে আসা উচিত। তখন বোঝা যাবে কার সাহস আছে, কাদের নেই।” তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ নেতা এবং তিনি জানেন কীভাবে প্রতিবাদ করতে হবে—তাই তাঁর হাতকে শক্তিশালী করতে হবে।"
দলের মহিলাদের এই সম্মেলনে চন্দ্রিমা আরও আশা প্রকাশ করেন, "মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১, ২০১৬ ও ২০২১ সালে যে ধরনের সফলতা অর্জন করেছেন, তাতে ২০২৬-এও তিনি নেতৃত্ব দিয়ে আবার বিজয়ী হবেন—এটাই আমাদের দৃঢ় বিশ্বাস।"