Advertisment

Online game: অনলাইন গেমিং অ্যাপের নামে বিরাট প্রতারণার পর্দা ফাঁস, পুলিশের জালে ১০

Online game: গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা লাগোয়া ওই এলাকায় হানা দেয় পুলিশ। সেখান থেকেই ১০ জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের জেরা করে এই চক্রে যুক্ত বাকিদের সন্ধান চালাচ্ছে পুলিশ।

author-image
Joyprakash Das
New Update
bangladeshi arrest,west bengal news,sonarpur news,bangladesh crisis,south 24 parganas,বাংলাদেশি গ্রেপ্তার,পশ্চিমবঙ্গের খবর

প্রতীকী ছবি।

Cheating in name of online gaming app 10 arrested from Newtown: অনলাইন গেমিং অ্যাপের মাধ্যমে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ ছিলই। এবার এই অনলাইন গেমিং অ্যাপের অফিসের হদিশ মিলল নিউটাউনে। জানা গিয়েছে, দুবাই থেকে অপারেট হচ্ছিল এই অনলাইন গেমের। এই অফিসে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করেছে নিউটাউন থানার পুলিশ। নিউটাউন সিই ১৩২ নাম্বার বাড়িতে অফিস খোলা হয়েছিল। পুলিশি হানায় উদ্ধার হয়েছে প্রচুর নথি, ১০০টি সিম কার্ড, ১০০ ব্যাংকের পাস বই, ১০০টি এটিএম কার্ড। ধৃতরা উত্তরাখন্ড ও ছত্তীশগড়ের বাসিন্দা বলে জানা গিয়েছে।

Advertisment

অনলাইন গেম খেলতে গিয়ে কিশোর বা যুব সমাজ নেশাগ্রস্ত হয়ে পড়ছে। অনেকেই নিঃস্ব হচ্ছে। পুলিশ সূত্রে খবর, দুবাই থেকে অপারেট হওয়া একটি অনলাইন গেমের প্রতারণা চক্র নিউটনের সিই ব্লকে অফিস খুলে বসে। এক মাস বারো দিন ধরে অফিস খুলে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছিল। নিউটাউন থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেই অফিসে হানা দেয়। সেখান থেকে মোট ১০ জনকে গ্রেফতার করা হয়।

জানা গিয়েছে, ধৃতরা মূলত উত্তরাখন্ড এবং ছত্তীশগড়ের বাসিন্দা। তল্লাশি চালিয়ে এই অফিস থেকে বহু নথি, প্রায় ১০০ সিম কার্ড, ১০০ এটিএম কার্ডসহ একাধিক পাস বই উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে পারে, এই গেম ডাউনলোড করে প্রথমে নির্দিষ্ট একটি টাকা ডিপোজিট করে গেম খেলতে শুরু করে।

আরও পড়ুন- Budget 2025 Highlights in Bengali: 'কিছু পেল না বাংলা, বিহারে ভোট বলেই ঢালাও বরাদ্দ বাজেটে', মন্তব্য অভিষেকের

Advertisment

প্রথমদিকে এদের জেতা টাকা ফুরিয়ে গেলেও পরবর্তীতে যখন বেশি টাকা দিয়ে তারা গেম খেলতে শুরু করে তখন তাদের জেতা টাকা তুলতে গেলে নানা অজুহাত দেখাতে শুরু করে প্রতারকরা। এভাবে তারা আর তাদের জেতা টাকা ফেরত পায় না। গেম খেলতে গিয়ে বড়সড় প্রতারণার শিকার হয়েছেন অনেকে।

আরও পড়ুন- Banglar Bari: 'বাংলার বাড়ি'র উপভোক্তার কাছে ১০ হাজার টাকা 'কাটমানি' দাবি, কাঠগড়ায় তৃণমূলের প্রধান

দিনের পর দিন অনলাইন গেম নিয়ে নানা অভিযোগ রয়েছে। এর আগেও এই ধরনের প্রতারণায় গ্রেফতারও হয়েছে বহু। তবু নানা ভাবে প্রতারকরা সক্রিয় রয়েছে। ধৃতদের বারাসাত আদালতে তুলে পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে। এই চক্রের সঙ্গে আরও কাদের যোগ রয়েছে তা জানার চেষ্টায় তদন্তকারীরা। 

Newtown Bengali News Today Arrest Arrested online game news in west bengal news of west bengal
Advertisment