/indian-express-bangla/media/media_files/2025/10/27/chath-2025-10-27-09-55-06.jpg)
Chhath Puja 2025: ফাইল ছবি।
Chhath Puja 2025: কলকাতায় পুরোদমে ছটপুজোর প্রস্তুতি শুরু। তবে ইতিমধ্যেই জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে বন্ধ করে দেওয়া হয়েছে রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবর। শহরে ২৭ ও ২৮ অক্টোবর ছট পুজো উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে। বিহার, ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশের ঐতিহ্যবাহী এই উৎসব শহরেও ধুমধাম করে পালিত হয়। কলকাতায় বসবাসকারী বিহার, ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশের অসংখ্য অবাঙালি সম্প্রদায়ের মানুষজন এই ছট পুজো পালন করে থাকেন। প্রতিবারের মতো এবারও ছট পুজো নিয়ে একগুচ্ছ ব্যবস্থা করেছে পুলিশ ও প্রশাসন।
পুলিশি ব্যবস্থাপনা ও যানজট:
কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মার নির্দেশে শহরের জন্য বিশেষ যানজট পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এটি প্রযোজ্য হবে, ২৭ অক্টোবর (সোমবার): দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত। ২৮ অক্টোবর (মঙ্গলবার), ভোর ৩টা থেকে সকাল ১০টা পর্যন্ত।
এই সময়ে বড় সংখ্যক ছট-পুন্যার্থী বাগবাজার, নিমতলা, বাবুঘাট, ডই ঘাট, রানি রাসমনি ঘাট এবং দক্ষিণ ও পূর্ব কলকাতার স্থানীয় জলাশয়ে প্রার্থনার জন্য পৌঁছাবেন। প্রশাসন অনুরোধ করেছে, এই ঘাটের দিকে যাওয়া প্রধান সড়ক ও আশেপাশের আবাসিক এলাকায় যান চলাচল এড়াতে। রেড রোড, স্ট্র্যান্ড রোড, নিমতলা ঘাট স্ট্রিট, বিডন স্ট্রিট, শোভাবাজার স্ট্রিট, বিধান সরণি, রানি রাসমনি অ্যাভিনিউ, গভর্নমেন্ট প্লেস ইস্ট ও ওয়েস্ট, আহিরীটোলা স্ট্রিট এবং স্ট্র্যান্ড ব্যাংক রোড যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
অন্যদিকে, দক্ষিণ কলকাতায় ঝিল রোড, বনমালী নাস্কার রোড, মুকুন্দপুর রোড, সন্তোষপুর এভিনিউ, গড়িয়ামোর এবং পাটুলি কানেক্টর এলাকায় কয়েকটি অস্থায়ী ঘাটে ভিড়ের কারণে বিশেষ সীমাবদ্ধতা থাকবে। এছাড়াও ভিআইপি নগর রোড, গার্ডেন রিচ রোড, মতিলাল গুপ্তা রোড ও সংলগ্ন সড়কে যানবাহন নিয়ন্ত্রিত বা বিকল্পভাবে পরিচালিত হবে।
আরও পড়ুন-একের পর বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে তৃণমূল, এবার ডাকাবুকো বিধায়কের বিরুদ্ধেই আসরে দলীয় নেতৃত্ব
ওয়ানওয়ে রাস্তা ও পার্কিং:
বেশ কিছু রাস্তা ওয়ানওয়ে থাকবে:
শোভাবাজার স্ট্রিট (পশ্চিম থেকে পূর্ব)
নিমতলা ঘাট স্ট্রিট (পূর্ব থেকে পশ্চিম)
বিডন স্ট্রিট (পূর্ব থেকে পশ্চিম)
স্ট্র্যান্ড রোড নর্থ (দক্ষিণ থেকে উত্তর, নিমতলা ঘাট থেকে কে কে ঠাকুর স্ট্রিট পর্যন্ত)
পার্কিং শুধুমাত্র অনুমোদিত রাস্তা ও এলাকাগুলিতে করা যাবে, মহর্ষি দেবেন্দ্র রোড (নিমতলা ঘাট থেকে শোভাবাজার স্ট্রিট), স্ট্র্যান্ড রোড নর্থ, ময়দান পার্কিং লট। অন্য সব যানবাহন ঘাট এলাকায় ঢুকতে পারবে না। নো-এন্ট্রি থাকা রাস্তাগুলোর মধ্যে রয়েছে, পার্ক স্ট্রিট, শেক্সপিয়ার সরণি, বালিগঞ্জ সার্কুলার রোড, নিউ পার্ক স্ট্রিট, এজে সি বোস ফ্লাইওভার, পার্ক সার্কাস কানেক্টর, মা ফ্লাইওভার, লাউডন স্ট্রিট, রডডন স্ট্রিট, ই এম বাইপাস (চিংড়িঘাটা থেকে মেট্রোপলিটন ব্যতীত)।
কলকাতা পুরসভার উদ্যোগ:
কলকাতা পুরসভা ২৭ অক্টোবর বিকেল ৪টায় টকটা ঘাট ও ডই ঘাটে ছট পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবে। জেলার অন্যান্য স্থানীয় পুজোর সঙ্গে ভার্চুয়াল সংযোগ থাকবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
রেলের ব্যবস্থাপনা:
উৎসবকালীন ভিড় মোকাবিলায় ইস্টার্ন রেলওয়ে বিশেষ ট্রেন চালাবে। শিয়ালদহ থেকে বালিয়া পর্যন্ত বিশেষ ট্রেন চলবে। যাতে বিহার ও পূর্ব উত্তরপ্রদেশের যাত্রীদের চাপ সামলানো যায়।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us