/indian-express-bangla/media/media_files/2025/10/09/cats-2025-10-09-10-14-12.jpg)
কাশির সিরাপে শিশুর মৃত্যুর ঘটনায় বিরাট পদক্ষেপ
মধ্যপ্রদেশের ছিন্দওয়ারাতে কাশির সিরাপ সেবন করার পর কিডনি সংক্রমণের কারণে শিশু মৃত্যুর ঘটনায় বড় পদক্ষেপ নিয়েছে এসআইটি। শ্রীসান ফার্মাসিউটিক্যালের মালিক রঙ্গনাথন গোবিন্দনকে চেন্নাই থেকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন-দীপাবলির আগে ভর সন্ধ্যায় দাঁড়িয়ে থাকা স্কুটারে পরপর বিস্ফোরণ, তুমুল আতঙ্কে হুলস্থূল
ছিন্দওয়ারা এসপি অজয় পাণ্ডে জানিয়েছেন, ৮ অক্টোবর রাতে রঙ্গনাথন গোবিন্দনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে মধ্যপ্রদেশে আনা হবে। উল্লেখ্য কাশির সিরাপে বিষক্রিয়ার ঘটনায় ছিন্দওয়রায় এখনও পর্যন্ত ২০টির বেশি শিশুর মৃত্যু হয়েছে বলেই রিপোর্ট। উল্লেখ্য, রঙ্গনাথন গোবিন্দনকে গ্রেপ্তারের জন্য ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল।
উল্লেখ্য মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা ও বেতুল জেলায় কাশি সিরাপ সেবনে গত দু'সপ্তাহ ধরে শিশু মৃত্যুর ঘটনায় উত্তাল রাজ্য-রাজনীতি। পরবর্তীতে রাজস্থানের কিছু এলাকাতেও কাশির সিরাপ সেবনে শিশু মৃত্যুর খবর মিলেছে। তথ্য অনুযায়ী, কাশির সিরাপ সেবনের পর শিশুদের মধ্যে বমি, প্রস্রাবে সমস্যা এবং জ্বরের মতো লক্ষণ দেখা দেয়। তদন্তে উঠে এসেছে শিশুদের ক্ষেত্রে কিডনি বিকল হয়েই মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত শিশুদের প্রত্যেকের বয়স ২ থেকে ৫ বছরের মধ্যে।
আরও পড়ুন-ঘুমের মধ্যে প্রবল কম্পন!আতঙ্কে ঘরছাড়া মানুষজন, ফিরল অতীতের ভয়াবহতার স্মৃতি
তদন্তে জানা গেছে, তামিলনাড়ুতে অবস্থিত শ্রীসান ফার্মার বিরুদ্ধে এর আগেও গুণগত মান লঙ্ঘনের অভিযোগ সামনে এসেছে। এসআইটি তদন্তে প্রকাশ, কোম্পানি কাশির সিরাপে গ্লিসারলের পরিবর্তে ডাইইথিলিন গ্লাইকল ব্যবহার করেছিল, যা মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই রাসায়নিকের কারণেই ২০২২ সালে গাম্বিয়া ও ২০২৩ সালে উজবেকিস্তানে শিশু মৃত্যুর ঘটনা ঘটে।
মধ্যপ্রদেশ ও কেন্দ্রীয় সরকার শিশু মৃত্যুর তদন্তে যৌথ তদন্ত কমিটি গঠন করেছে। অবহেলা ও ভুল ঔষধ দেওয়ার অভিযোগে ছিন্দওয়ারা শহরের চিকিৎসক ডাঃ প্রবীণ সোনিকেও গ্রেপ্তার করা হয়েছে। এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এটা শুধু অবহেলা নয়, বরং একটি ফৌজদারি অপরাধ। যদি প্রমাণিত হয় যে কোম্পানি জেনেশুনে বিষাক্ত রাসায়নিক ব্যবহার করেছে, তবে অভিযুক্তদের বিরুদ্ধে আইপিসি ৩০৪ ধারা অনুযায়ী হত্যা মামলার ধারাও চলতে পারে।
আরও পড়ুন-বিজেপি নেতৃত্বের উপর হামলার ঘটনায় বিরাট গ্রেফতারি, CBI তদন্তের দাবি