বিজেপি নেতৃত্বের উপর হামলার ঘটনায় বিরাট গ্রেফতারি, CBI তদন্তের দাবি

বিজেপি নেতাদের উপর হামলার ঘটনায় অবশেষে বড়সড় পদক্ষেপ নিল জলপাইগুড়ি জেলা পুলিশ। বুধবার হামলার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন উত্তরবঙ্গের আইজিপি রাজেশ যাদব।

বিজেপি নেতাদের উপর হামলার ঘটনায় অবশেষে বড়সড় পদক্ষেপ নিল জলপাইগুড়ি জেলা পুলিশ। বুধবার হামলার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন উত্তরবঙ্গের আইজিপি রাজেশ যাদব।

author-image
IE Bangla Web Desk
New Update
cats

বিজেপি নেতৃত্বের উপর হামলার ঘটনায় বিরাট গ্রেফতারি, CBI তদন্তের দাবি

বিজেপি নেতাদের উপর হামলার ঘটনায় অবশেষে বড়সড় পদক্ষেপ নিল জলপাইগুড়ি জেলা পুলিশ। বুধবার হামলার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন উত্তরবঙ্গের আইজিপি রাজেশ যাদব।

Advertisment

আরও পড়ুন- বিহারের পর বাংলায় SIR, সাত দিনেই চূড়ান্ত প্রস্তুতির নির্দেশ কমিশনের

উল্লেখ্য, গত ৬ অক্টোবর জলপাইগুড়ি জেলায় বন্যা কবলিত এলাকায় পরিদর্শনে গিয়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। সেই সময় তাঁদের উপর হামলার ঘটনা ঘটে। বিজেপি নেতৃত্বের অভিযোগ, পরিকল্পিতভাবে তাঁদের উপর আক্রমণ করা হয়েছে।

Advertisment

বুধবার পুলিশের গ্রেপ্তারির পর বিজেপি প্রতিক্রিয়া জানিয়েছে। প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দাবি করেছেন, “আমাদের সহকর্মীদের উপর এই হামলার ঘটনা ছিল পূর্বপরিকল্পিত"।

আরও পড়ুন-রাজ্য জুড়ে কবে থেকে মিলবে জাঁকিয়ে ঠান্ডার অনুভূতি? বিরাট আপডেট আলিপুর আবহাওয়া দফতরের

পাশাপাশি তিনি অভিযোগ করেছেন, রাজ্যের আইনশৃঙ্খলা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এর সম্পূর্ণ দায় নিতে হবে। তাঁর পদত্যাগও দাবি করেন সুকান্ত।তিনি আরও জানান, নাগরাকাটার এই ঘটনায় সিবিআই তদন্ত হওয়া প্রয়োজন। তাঁর অভিযোগ, রাজ্য পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করছে না, ফলে প্রকৃত দোষীদের আড়াল করা হচ্ছে।

আরও পড়ুন- বাংলায় এবার SIR, কোন ক্যাটাগরিতে কত নাম বাদ, জানিয়েই দিলেন শুভেন্দু

এর আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যও কেন্দ্রীয় সংস্থার তদন্তের দাবি জানিয়েছিলেন। তাঁদের বক্তব্য, বর্তমান তদন্তকারীরা শাসক দলের ঘনিষ্ঠ, তাই নিরপেক্ষ তদন্ত সম্ভব নয়।

অন্যদিকে, রাজ্যে বিজেপি নেতাদের উপর পরপর হামলার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কটাক্ষ করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। দলের মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা অভিযোগ করেছেন, “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় 'তালেবান' মানসিকতা নিয়ে রাজ্য  চালাচ্ছেন। বিজেপি নেতাদের উপর হামলার ঘটনা 'ধামাচাপা' দেওয়ার চেষ্টা চলছে। অভিযুক্তদের রক্ষা করা হচ্ছে।”

এই ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা চরমে। বিজেপি দাবি করছে, রাজ্যে বিরোধীদের উপর হামলা এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে, আর প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। 

আরও পড়ুন-দীপাবলির আগে ভর সন্ধ্যায় দাঁড়িয়ে থাকা স্কুটারে পরপর বিস্ফোরণ, তুমুল আতঙ্কে হুলস্থূল

Sukanta Majumder cbi bjp