Birbhum Clashes: কাজল-কেষ্ট গোষ্ঠীর তুমুল সংঘর্ষ, অশান্তিতে রণক্ষেত্র বীরভূম, পুলিশের লাঠিচার্জ

clashes between two groups in Bengal's Birbhum district: শাসকদলের দুই গোষ্ঠীর প্রকাশ্যে এমন মারামারি দেখে প্রাথমিকভাবে থমকে যাওয়া পুলিশ অবশেষে লাঠি চালাতে বাধ্য হয়েছে তৃণমূলীদের উপর।

clashes between two groups in Bengal's Birbhum district: শাসকদলের দুই গোষ্ঠীর প্রকাশ্যে এমন মারামারি দেখে প্রাথমিকভাবে থমকে যাওয়া পুলিশ অবশেষে লাঠি চালাতে বাধ্য হয়েছে তৃণমূলীদের উপর।

author-image
Ashis Kumar Mondal
New Update
TMC CLASHES Birbhum

একই দলের একই এলাকার দুই শীর্ষনেতার অনুগামীদের একে অপরের প্রতি ঝাঁপিয়ে পড়ার দৃশ্য

Birbhum Clashes: শাসকদলের অন্তর্কলহের এক নির্লজ্জ চেহারা দেখল সিউড়ির পুরন্দরপুর। খোদ তৃণমূলের ব্লক সভাপতিকে ব্লক অফিসে ঢোকার জন্য লোকজন সাথে নিয়ে তালা ভাঙতে উদ্যত হতে হয়েছে। পাল্টা সহ-সভাপতির লোকজন ব্লক অফিসে ব্লক সভাপতির ঢোকা আটকাতে রীতিমত কসরত চালিয়েছে। যার পরিণামে দেখতে হয়েছে একই দলের একই এলাকার দুই শীর্ষনেতার অনুগামীদের একে অপরের প্রতি ঝাঁপিয়ে পড়ার দৃশ্য। দেখতে হয়েছে একে অপরকে তাক করে ইট পাটকেল ছোঁড়ার ছবি। গালিগালাজ, একে অপরের উপরে দিকে ধেয়ে যাওয়া, মারামারি, মাথা ফাটানোয় গোটা এলাকা হয়েছে অগ্নিগর্ভ। 

Advertisment

পাকিস্তানে আটকে স্বামী, উৎকণ্ঠায় ঘুম উড়েছে জওয়ানের স্ত্রীর, পাঠানকোটে যাওয়ার সিদ্ধান্ত

শাসকদলের দুই গোষ্ঠীর প্রকাশ্যে এমন মারামারি দেখে প্রাথমিকভাবে থমকে যাওয়া পুলিশ অবশেষে লাঠি চালাতে বাধ্য হয়েছে তৃণমূলীদের উপর। মারামারিতে কারো ফেটেছে মাথা, কারো জুটেছে পুলিশের লাঠির বাড়ি। বীরভূমের সদর শহর লাগোয়া সিউড়ি ২ নম্বর ব্লকের এমন ঘটনার নেপথ্যে সেই কাজল-কেষ্ট দ্বন্দ্ব।
ঘটনা সিউড়ি-২ নং ব্লকের। পুরন্দরপুরে থাকা দলীয় কার্যালয় দখল নেওয়াকে কেন্দ্র করেই শনিবার বেলার দিকে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে হয়েছে ব্যাপক সংঘর্ষ। রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। এলাকায় উত্তেজনার পরিবেশ কায়েম রয়েছে বেশ কয়েকদিন ধরেই। কারন সিউড়ি ২ নম্বর ব্লকে তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গোষ্ঠীর সঙ্গে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের গোষ্ঠীর মধ্যে বিবাদ পৌছেছে চরমে। 

কাজল অনুগামী হলেন জেলা পরিষদের পূর্ত-কর্মাধ্যক্ষ নূরুল ইসলাম। তিনি আবার সিউড়ি-২ নম্বর ব্লকের দলের ব্লক সভাপতি। অন্যদিকে, অনুব্রত অনুগামী অশ্বিনী মণ্ডল এই ব্লকেরই তৃণমূলের সহ-সভাপতি।  ব্লক জুড়ে আধিপত্য কার থাকবে, দলীয় কার্যালয় কার দখলে থাকবে এই নিয়ে দ্বন্দ্ব চলছে বেশ কিছুদিন ধরেই। পুরন্দরপুরে ব্লক সভাপতির দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছিল অনুব্রত অনুগামীরা। পাল্টা নাম না করে অনুব্রতকে নিশানা করেছিল কাজল অনুগামী নুরুল ইসলামের দলবল। 

Advertisment

পহেলগাঁও কাণ্ডে প্রতিবাদের ঝড় আছড়ে পড়ল লন্ডনের রাস্তায়, ভারতীয়দের 'গলা কাটার ইঙ্গিত' পাক আধিকারিকের

দুই গোষ্ঠীর কোন্দল যখন চরমে তখন এক গোষ্ঠীর দ্বারা বিতারিত শাসকদলের ব্লক সভাপতি এদিন ব্লক অফিসে ঢোকেন দলবল নিয়ে। তখনই শুরু হয় বিতন্ডা। যা রূপ নেয় সংঘর্ষের। দুই গোষ্ঠীর এই সংঘর্ষে এলাকা তটস্থ হয়ে ওঠে। সাধারণ মানুষ ভয়ে খিল দেয় দরজায়। তৃণমূলীদের হঠাতে চালাতে হয় লাঠি। কারন সংঘর্ষের মধ্যে তৃণমূলীদের দ্বারা প্রদর্শিত হয় আগ্নেয়াস্ত্রও। এলাকায় উত্তেজনা পুরোমাত্রায় রয়েছে এখনও।  

জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ তথা সিউড়ি-২ নং ব্লকের তৃনমূলের সভাপতি নুরুল ইসলাম বলেছেন, ‘‘আমাদের মধ্যে কোন মতানৈক্য, বিভাজন ছিল না। সবটাই তৈরি করা হয়েছে। বোলপুর থেকে এগুলো তৈরি করা হয়েছে। সব কিছু ভাঙচুর করা হয়েছে। লুঠপাট করা হয়েছে। এটা মেনে নিতে পারছি না।’’ 

চাকরিহারা গ্রুপ-C ও D কর্মীদের জন্য 'বিরাট ঘোষণা', নিহত পর্যটকদের পরিবারকেও সাহায্য

অপরদিকে তার বিবাদমান গোষ্ঠীর মাথা দলেরই ব্লকের সহ-সভাপতি অশ্বিনী মণ্ডলের বক্তব্য, ‘‘কার্যালয়ে বসে আলোচনা করছিলাম। সেই সময় নূরুল ইসলামের নেতৃত্বে দুষ্কৃতিরা আমাদের উপর হঠাৎ আক্রমণ করে, ইট পাটকেল মারতে শুরু করে।’’ এদিকে সংঘর্ষের ঘটনায় পুলিশ এক তৃণমূল কর্মীকে অস্ত্র সহ গ্রেফতার করেছে। তদন্তের স্বার্থে এখনও ধৃত কর্মীর নাম প্রকাশ করছে না পুলিশ।

Birbhum