RG Kar: আরজি কর ইস্যুতে ধর্মতলায় চিকিৎসকদের ধর্না আরও ৫ দিন, অনুমতি হাইকোর্টের

RG Kar Case: আরজি কর কাণ্ডে ন্যায়বিচারের দাবিতে আবারও পথে চিকিৎসকরা। ধর্মতলায় মঞ্চ বেঁধে চলছে অবস্থান-আন্দোলন।

RG Kar Case: আরজি কর কাণ্ডে ন্যায়বিচারের দাবিতে আবারও পথে চিকিৎসকরা। ধর্মতলায় মঞ্চ বেঁধে চলছে অবস্থান-আন্দোলন।

author-image
IE Bangla Web Desk
New Update
calcutta highcourt, kolkata highcourt

Calcutta High Court: কলকাতা হাইকোর্ট।

HC gives permission to dharna of doctors in Dharmatala over RG kar issue: আরজি কর (RG Kar) ইস্যুতে ধর্মতলায় চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ আপাতত চলবে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চিকিৎসক সংগঠনকে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে এক্ষেত্রে বেশ কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে আন্দোলনকারী চিকিৎসকদের।

Advertisment

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনে ন্যায় বিচারের দাবিতে এখনও পথে চিকিৎসক সমাজের একটি বড় অংশ। আরজি কর কাণ্ডে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh) এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের জামিন হয়ে যাওয়ার পর বিক্ষোভে ফেটে পড়েন চিকিৎসকদের একাধিক সংগঠন থেকে শুরু করে সাধারণ মানুষের একাংশ।

আরজি কর ইস্যুতে ফের একবার ধর্মতলায় অবস্থান-বিক্ষোভে বসেছে চিকিৎসক সংগঠন ওয়েস্ বেঙ্গল ডক্টরস ফোরাম। কলকাতা পুলিশ প্রথমে অনুমতি এই ধর্নায় অনুমতি না দিলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন চিকিৎসকরা।

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live:কাঁটাতার পেরিয়ে ভারতে ১০ বাংলাদেশি, ঢুকতেই ধরল পুলিশ

আরও পড়ুন- Tiger in Purulia: লেজে খেলাচ্ছে বাঘিনী জিনাত, পর্যটনের মরশুমে রয়্যাল আতঙ্কে কাঁটা পুরুলিয়া!

হাইকোর্ট গত ১৮ ডিসেম্বর থেকে যে ২৬ ডিসেম্বর পর্যন্ত চিকিৎসক সংগঠনকে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল। ২৬ ডিসেম্বরের পরেও অবস্থান বিক্ষোভ চালিয়ে যেতে চেয়েছিলেন চিকিৎসকরা। অনুমতি চেয়ে আবারও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা।

আরও পড়ুন- West Bengal Weather: উধাও শীত! উইকেন্ডে ঝেঁপে বৃষ্টি, ঠান্ডার দুরন্ত কামব্যাক সামনের সপ্তাহেই?

 বৃহস্পতিবার উচ্চ আদালত জানিয়ে দিয়েছে, শর্তসাপেক্ষে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত অবস্থান-বিক্ষোভ চালাতে পারবেন আন্দোলনকারী চিকিৎসকরা। এক্ষেত্রে আন্দোলনকারী চিকিৎসকদের বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছেন বিচারপতি। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত অবস্থান বিক্ষোভের মঞ্চে থাকতে পারবেন আন্দোলনকারীরা। বৃহস্পতিবারই শর্তসাপেক্ষে চিকিৎসকদের ধরনা বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

highcourt Bangla News Bengali News Today RG Kar Case Junior Doctors news in west bengal news of west bengal