Mamata Banerjee: বিদেশ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, তাঁর অবর্তমানে রাজ্য সামলানোর 'ভার' কাদের দিয়ে যাচ্ছেন মমতা?

Mamata Banerjee: লন্ড সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কেলগ কলেজের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার আমন্ত্রণ পেয়েছেন মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee: লন্ড সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কেলগ কলেজের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার আমন্ত্রণ পেয়েছেন মুখ্যমন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
News in West bengal Live: পশ্চিমবঙ্গের খবর

CM Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

cm mamata banerjee forms task force ahead of her london visit: বিদেশ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২১ মার্চ লন্ডন সফরে রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী। ২৯ মার্চ তিনি কলকাতায় ফিরবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যাচ্ছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থও। ৮ দিন রাজ্যে থাকবেন না মুখ্যমন্ত্রী। তাঁর অবর্তমানে রাজ্যের প্রশাসনিক কাজকর্মের তদারকির জন্য আলাদা আলাদা টাস্ক ফোর্স গঠন করে দিলেন মুখ্যমন্ত্রী। 

Advertisment

আট দিন তিনি রাজ্যে থাকবেন না। লন্ডনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় অধীনস্থ কেলগ কলেজের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী। এছাড়াও লন্ডনে আরও দুটি প্রতিষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ দেওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে আট দিন রাজ্যের বাইরে থাকবেন মুখ্যমন্ত্রী। এই ক'দিন রাজ্য প্রশাসন চালানোর জন্য পৃথক পৃথক টাস্ক ফোর্স গঠন করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কার কী কী দায়িত্ব রয়েছে সে ব্যাপারেও বিস্তারিত নির্দেশ দিয়েছেন তিনি।

নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রশাসনিক কাজকর্মগুলো দেখার জন্য তিনি বিশেষ টাস্ক ফোর্স গঠন করে দিচ্ছেন। সেই টাস্ক ফোর্সে নন্দিনী চক্রবর্তী, বিবেক কুমার, প্রভাত মিশ্রদের পাশাপাশি রাজীব কুমার, মনোজ ভার্মাদের মত দুঁদে পুলিশকর্তারা রয়েছেন।

আরও পড়ুন- Mamata Banerjee: 'অক্সফোর্ডের আমন্ত্রণে মুখ্যমন্ত্রীর ভাষণ দিতে যাওয়া সহ্য হচ্ছে না', ষড়যন্ত্রের অভিযোগ কুণালের

Advertisment

মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন তাঁর সঙ্গে মুখ্যসচিবও বিদেশ সফরে যাচ্ছেন। তাঁর অবর্তমানে রাজ্যের প্রশাসনিক কাজকর্ম চালাতে অফিসারদের নিয়ে টাস্ক ফোর্স গঠন করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই টাস্ক ফোর্সের সঙ্গে নিয়মিত তিনি যোগাযোগ রাখবেন বলে জানিয়েছেন। 

আরও পড়ুন- West Bengal News Live:কোর্ট থেকে বেরোতেই BJP বিধায়কের গাড়ি ভাঙচুর, তুলকালাম কাণ্ডে তোলপাড়

প্রশাসনিক আধিকারিকদের নিয়ে টাস্ক ফোর্স তৈরির পাশাপাশি রাজ্যের মন্ত্রীদের নিয়েও তিনি টাস্ক ফোর্স তৈরি করে দিয়েছেন। মন্ত্রী ফিরহাদ হাকিম থেকে শুরু করে অরূপ বিশ্বাস, সুজিত বসু, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য এই পাঁচ মন্ত্রীকে নিয়ে একটি টাস্ক ফোর্স গঠন করেছেন মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, তাঁর অনুপস্থিতিতে এই কয়েকজন মন্ত্রী নবান্নে বসবেন ও তাঁরা এই অফিসারদের সঙ্গে যোগাযোগ রেখে কাজকর্ম চালাবেন। যে কোনও প্রয়োজনে তাঁর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া যাবে বলে তিনি জানিয়েছেন।

আরও পড়ুন- RG Kar Case: আরজি করের নারকীয় কাণ্ডে চাঞ্চল্যকর মোড়! CBI জিজ্ঞাসাবাদের মুখে নার্সরা

news of west bengal news in west bengal Task Force CM Mamata banerjee Bengali News Today