Police Recruitment: দুর্গাপুজোর ঠিক মুখে এরাজ্যে পুলিশের চাকরি কয়েক হাজার শূন্য পদে নিয়োগের তৎপরতা শুরু করে দিয়েছে সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যে ১২ হাজার শুন্যপদে পুলিশকর্মী নিয়োগ করা হবে। তবে পুলিশের চাকরির নিয়োগ প্রক্রিয়া বেশ দীর্ঘ। প্রশিক্ষণ পর্বেই বেশ খানিকটা সময় চলে যায়। সেই কারণেই এবার পুলিশে নিয়োগ অল্প সময়ের মধ্যে করে ফেলতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশিক্ষণ চলাকালীনই যাতে প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশকর্মীদের কাজে লাগানো যেতে পারে সেই তৎপরতাও নিচ্ছেন মুখ্যমন্ত্রী।
'পুলিশও প্রশিক্ষণের সময় কাজ করবে'
মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, "পুলিশে রিক্রুটমেন্ট করতে একটু টাইম লেগে যায়। কিন্তু আমি বলেছি বেশি টাইম না নিয়ে নিয়োগ করতে। ৩ মাস, ৬ মাস প্রশিক্ষণের দরকার নেই। অত ম্যানপাওয়ার আমার নেই।" প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশকর্মীদেরও হাতে-কলমে কাজে লাগানোর কথা বলে জুনিয়র চিকিৎসকদের প্রসঙ্গ টেনেছেন মুখ্যমন্ত্রী। জুনিয়র ডাক্তাররাও ডাক্তারি পড়াকালীনই কাজ করেন। সেক্ষেত্রে পুলিশকর্মীদেরও যাতে প্রশিক্ষণ দেওয়াকালীন কাজে লাগানো যায় এবার সেব্যাপারেও ভাবনা-চিন্তা শুরু হয়েছে প্রশাসনিক মহলে।
উল্লেখ্য, আগামী সোমবার পুলিশে চাকরির ক্ষেত্রে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করতে চলেছে রাজ্য সরকার। আগামী সোমবার পুলিশে মোট ১২ হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি ঘোষণা করা হবে। দুর্গাপুজোর মুখে রাজ্যে পুলিশে বিপুল সংখ্যক শূন্য পদে নিয়োগের ঘোষণায় রীতিমতো খুশির হাওয়া।
আরও পড়ুন- RG Kar Protest: মহালয়ায় মহামিছিল জুনিয়র ডাক্তারদের, আরজি কর আন্দোলন এবার আরও জোরদার
আরও পড়ুন- Eastern Rail: যাত্রী-স্বার্থে অভূতপূর্ব তৎপরতা! রেলের যুগান্তকারী প্রয়াস দারুণ চর্চায়
আরও পড়ুন- Sagar Dutta Medical College: জুনিয়র ডাক্তারদের মারধর-ওয়ার্ডে ভাঙচুর, সাগর দত্তে কর্মবিরতি চিকিৎসকদের
তবে এই নিয়োগ নিয়েও আদালতে মামলা চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সব ধরনের আইনি জট কেটে যাওয়ার পরেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। পুলিশে নিয়োগের ক্ষেত্রে বেশি দেরি করতে চান না মুখ্যমন্ত্রী।