Advertisment

Eastern Rail: যাত্রী-স্বার্থে অভূতপূর্ব তৎপরতা! রেলের যুগান্তকারী প্রয়াস দারুণ চর্চায়

Eastern Rail-Howrah Division: যাত্রীদের মসৃণ পরিষেবা দিতে এর আগেও নানাবিধ পদক্ষেপ করতে দেখা গিয়েছে রেলকে। এবার আরও এক অনন্য তৎপরতা রেলের ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মীদের রেলের তরফে এব্যাপারে বিবৃতি দিয়ে বিশদে জানানো হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Ticket checking operation has been increased in Eastern Railway's Howrah division, টিকিট পরীক্ষা, পূর্ব রেল, হাওড়া ডিভিশন

প্রতীকী ছবি।

Eastern Rail: পূর্ব রেলের হাওড়া ডিভিশনে যাত্রী পরিষেবা আরও মসৃণ করতে দারুণ তৎপরতা নেওয়া হয়েছে। রেলের ইঞ্জিনিয়ারিং বিভাগ দীর্ঘ এই রেলপথের বিভিন্ন প্রান্ত ধরে ধরে বেশ কয়েকটি পদক্ষেপ করেছে। এই পথে ট্রেনে যাত্রা আরও বেশি মসৃণ করতে রেলের এই বেনজির তৎপরতার ব্যাপারে বিবৃতি প্রকাশ করে বিশদে জানানো হয়েছে।

Advertisment

রেলের তরফে দেওয়া বিবৃতি:   
 
পূর্ব রেলের হাওড়া ডিভিশনের বিভিন্ন ইয়ার্ডে তৎপরতার সঙ্গে লেআউট সংশোধন করার জন্য রেলের ইঞ্জিনিয়ারিং বিভাগ একটি উল্লেখযোগ্য উদ্যোগ নিয়েছে। এই লেআউট সংশোধনটি পয়েন্ট এবং ক্রসিংগুলির বিন্যাসকে এমনভাবে সংশোধন করবে যার ফলে পরিষেবা মসৃণ করা হবে এবং লাইনগুলিকে শক্তিশালী করা হবে যা সংশ্লিষ্ট ইয়ার্ডের মাধ্যমে ট্রেনে ঝাঁকুনিমুক্ত ভ্রমণের অভিজ্ঞতা দেবে। সেই সঙ্গে ট্রেনের গতিও বাড়বে। হাওড়া ডিভিশনটি সবচেয়ে বড় এবং ব্যস্ততম বিভাগগুলির মধ্যে একটি হওয়ায় এর জটিল ট্র্যাক কাঠামো, ট্রেন চলাচলের উচ্চ ফ্রিকোয়েন্সি এবং বিভিন্ন ইয়ার্ডে স্থান জটিলতার লেআউটগুলির সাথে অনন্য চ্যালেঞ্জের মুখোমুখি হয়।

বিগত বছরগুলিতে, লেআউটগুলি উন্নত করার জন্য নির্দিষ্ট লক্ষ্যগুলির উপর ফোকাস সেট করা হয়েছিল। প্রতিটি বিভাগ এই প্রত্যাশা পূরণের জন্য নিরলসভাবে কাজ করেছিল, কিন্তু এ বছর, নিছক লক্ষ্যমাত্রা অনুসরণ করার পরিবর্তে, উপলব্ধ সংস্থানগুলির সাথে যতটা সম্ভব লেআউটগুলিকে সংশোধন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন- Sagar Dutta Medical College: জুনিয়র ডাক্তারদের মারধর-ওয়ার্ডে ভাঙচুর, সাগর দত্তে কর্মবিরতি চিকিৎসকদের

আরও পড়ুন- Durga Puja 2024: মণ্ডপ জুড়ে রোমান স্থাপত্যের নিদর্শন, অনেক বড় পুজোকেই চ্যালেঞ্জ জানাবে এই জেলার পুজো

সফল পরিকল্পনা এবং সমীক্ষার পরে, হাওড়া ডিভিশনের ইঞ্জিনিয়ারিং বিভাগ সংশোধনের জন্য ১৩টি কী ইয়ার্ড চিহ্নিত করেছে এবং আরও অধ্যয়নের সাথে, সংখ্যাটি ১৪টি বিভিন্ন ইয়ার্ড জুড়ে ২৪টি লেআউটে বাড়ানো হয়েছে। এই ইয়ার্ডগুলির মধ্যে রয়েছে ডানকুনি, বর্ধমান, তালিত, হাওড়া, ব্যান্ডেল, খানা, ব্যান্ডেল, চেরাগ্রাম, জনাই রোড, জৌগ্রাম, গুসকরা, চুঁচুড়া ইত্যাদি যেখানে অনেক জটিল ইয়ার্ড লেআউট এবং ট্রেন চলাচলের উচ্চ ফ্রিকোয়েন্সি রয়েছে।

আরও পড়ুন- Rajanya-Prantik: সদ্য-প্রাক্তন TMCP-র প্রান্তিক-রাজন্যা, তাঁদের বিতর্কিত স্বল্প দৈর্ঘ্যের ছবিতে কী আছে?

ইঞ্জিনিয়ারিং বিভাগের আধিকারিকরা তাঁদের প্রচেষ্টা এবং পরিকল্পনার মাধ্যমে প্রতিটি ইয়ার্ডে সংশোধনের প্রয়োজনে লেআউটের সংখ্যা চিহ্নিত করেছেন। অপারেশনাল দক্ষতা বাড়াতে এই সূক্ষ্ম পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নত প্রযুক্তির ব্যবহার করে, হাওড়া ডিভিশন এই চ্যালেঞ্জগুলি মোকাবিলায় T-28 মেশিন নিযুক্ত করেছে। এখনও অবধি, হাওড়া ডিভিশনের ইঞ্জিনিয়ারিং বিভাগ সফলভাবে ১৪ গজ সংশোধন করেছে এবং পয়েন্টগুলির ২৪টি ত্রুটিপূর্ণ লেআউটগুলিকে মেরামত করেছে।

আরও পড়ুন- Rajanya Haldar: প্রতিবাদের কাহিনী 'আগমনী' মুক্তির আগেই TMCP নেতা-নেত্রী 'ঘ্যাচাৎ', কিসের আপশোস 'তিলোত্তমা' রাজন্যার?

indian railway Eastern Railway Howrah Division
Advertisment