Mamata Banerjee at Sandeshkhali: এক বছর পর উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সভা থেকে একগুচ্ছ সরকারি পরিষেবা প্রদান।
Mamata Banerjee at Sandeshkhali: এক বছর পর উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সভা থেকে একগুচ্ছ সরকারি পরিষেবা প্রদান।
Mamata Banerjee at Sandeshkhali:বছর শেষে সন্দেশখালিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একগুচ্ছ সরকারি পরিষেবার ডালি নিয়ে সোমবার সন্দেশখালির মিশন মাঠে সরকারি সভা মুখ্যমন্ত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় উপচে পড়া ভিড় হাজার-হাজার মহিলার। সভামঞ্চ থেকেই তাঁদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর সাবধানবাণী, "কেউ ডাকলেই যাবেন না। কোনও দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না।"
Advertisment
এক বছর পর সোমবার উত্তর ২৪ পরগনার দ্বীপাঞ্চল সন্দেশখালিতে পা রেখেছেন মুখ্যমন্ত্রী। আগে থেকেই পুলিশে পুলিশে ছয়লাপ ছিল গোটা সন্দেশখালি। মিশন মাঠের সভায় এদিন এলাকার মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রশাসনিক সভা থেকে এদিন একগুচ্ছ সরকারি পরিষেবা প্রদান করেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে সভা মঞ্চে দাঁড়িয়ে এদিন সন্দেশখালিতে নতুন সেতু তৈরির ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, "আগামী দিনে এখানে নতুন জেলা, নতুন সাব ডিভিশন হবে। আজ ১২৩ কোটি খরচ করে ৬৬টি প্রকল্পের সূচনা হল। ২০ হাজার মানুষের কাছে পৌঁছোবে সরকারি পরিষেবা।"
'লক্ষ্মীর ভাণ্ডার' নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
Advertisment
"যতদিন বাঁচবেন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন মা-বোনেরা। মায়েদের জীবন যন্ত্রণা থেকে মুক্তি দেয় লক্ষ্মীর ভাণ্ডার।"
সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর আরও ঘোষণা, "২৬ জানুয়ারির পর থেকে দুর্গম এলাকায় ফের দুয়ারে সরকার। সন্দেশখালির গ্রামীণ হাসপাতালে শয্যা সংখ্যা দ্বিগুণ করা হবে।"
সরকারি প্রকল্পের সুবিধা পেতে টাকা দেবেন না:
"আমরা কুৎসা, অপপ্রচারে বিশ্বাসী নয়। সরকারি প্রকল্পে টাকা লাগে না। কেউ চাইলে দেবেন না। জাতি শংসাপত্র যাদের সত্যি দরকার, তারাই পাবেন। আপনার টাকা আপনার অধিকার। কাউকে টাকা দেবেন না, এটা মাথায় রাখবেন। আমাদের প্রকল্পে টাকা লাগে না, কেউ চাইলে দেবেন না।"
এক সময়ে শেখ শাহাজাহান ও তার 'বাহিনী'র বিরুদ্ধে সন্দেশখালির মহিলাদের একাংশের ওপর অবর্ণনীয় অত্যাচারের অভিযোগ ওঠে। শাহজাহান এলাকায় তৃণমূলের দাপুটে নেতা এবং 'শেষ কথা' বলেই পরিচিত ছিল। শাহজাহানকে নিয়ে এখনও বিড়ম্বনায় পড়তে হয় তৃণমূলকে। তবে এদিন সন্দেশখালির সভা মঞ্চে শেখ শাহজাহানকে নিয়ে একটি বাক্যও খরচ করেননি মুখ্যমন্ত্রী।
তবে তাঁর সাবধানবাণী, "কোনও দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। সবাই মিলেমিশে থাকবেন। কেউ ডাকল আর চলে গেল, সেটাও যাবেন না। সরকার দুয়ারে সরকার করবে। আপনার দরজায় আসবে। কেউ যদি ভুল বোঝায়, যদি মিথ্যে কথা বলে.... আমি এখানে জানি অনেক টাকার খেলা হয়েছে। সবটাই ভাঁওতা। মিথ্যা বেশি দিন চলে না। যা এখানে হয়েছে আমার মনে নেই... আমি ভুলে গেছি। আমি মনে রাখতে চাই সন্দেশখালি ছেলেমেয়েরা ভারতবর্ষে এক নম্বর হোক। তারা সারা বিশ্ব জয় করুক।"