Advertisment

Bhabishyat Credit Card Scheme: মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পে অভূতপূর্ব সাড়া, কর্মসংস্থানের জোয়ার বইতে পারে বাংলায়

Bhabishyat Credit Card Scheme: 'ভবিষ্যৎ ক্রেডিট কার্ড' প্রকল্পের আওতায় ১৮ থেকে ৫৫ বছর বয়সীদের সহজ শর্তে ঋণ দিয়ে থাকে রাজ্য সরকার।

author-image
IE Bangla Web Desk
New Update
Bhabishyat Credit Card Scheme,west bengal news,mamata banerjee, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প,মমতা বন্দ্যোপাধ্যায়, বেকার

Bhabishyat Credit Card Scheme: মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্পে বিপুল সাড়া।

Bhabishyat Credit Card Scheme:মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) স্বপ্নের প্রকল্প 'ভবিষ্যৎ ক্রেডিট কার্ড' প্রকল্পে বিশাল রেকর্ড। প্রকল্প শুরুর মাত্র ২০ মাসের মধ্যেই এই প্রকল্পে অভূতপূর্ব সাড়া পেয়েছে রাজ্য। এই প্রকল্প আগামী দিনে আরও বিপুল জনপ্রিয়তা অর্জন করবে বলে আশাবাদী পশ্চিমবঙ্গ সরকার। 

Advertisment

রাজ্যের বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত 'ভবিষ্যৎ ক্রেডিট কার্ড' প্রকল্প চালু হয়েছিল রাজ্যে। ২০২৩ সালের ১ এপ্রিল এই প্রকল্পটি চালু হয় গোটা রাজ্যে। জানা গিয়েছে, এখনও পর্যন্ত ৮০০ কোটি টাকার ঋণ অনুমোদন হয়েছে এই প্রকল্পের আওতায়। 

বিশেষ এই প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র শিল্পে এবার রাজ্যে বিপুল সম্ভাবনা তৈরি হতে পারে বলে মনে করছেন অনেকে। রাজ্য সরকারের সহায়তায় বেকার তরুণ-তরুণীরা 'ভবিষ্যৎ ক্রেডিট কার্ড' প্রকল্পের সুবিধা নিয়ে নতুন উদ্যোগ শুরুর পথে হাঁটছেন। রাজ্যের এই তরপরতায় ক্ষুদ্র শিল্পে জোয়ার আসার সম্ভাবনা তৈরি হয়েছে বলেও মনে করছেন অনেকে।

আরও পড়ুন- West Bengal News Live:হঠাৎ অজ্ঞান 'কালীঘাটের কাকু'! তড়িঘড়ি SSKM-এ ভর্তি করানো হল সুজয়কৃষ্ণ ভদ্রকে

Advertisment

আরও পড়ুন- Kolkata Metro: যাত্রীদের সুবিধার্থে বাম্পার সার্ভিস! ৩১ ডিসেম্বর ফাটাফাটি পরিষেবা কলকাতা মেট্রোর

আরও পড়ুন- Mahishadal Rajbari: বর্ষবরণে মহিষাদল রাজবাড়িতে রাজকীয় আয়োজন, অভূতপূর্ব মুহূর্তের সাক্ষী থাকতে চান?

'ভবিষ্যৎ ক্রেডিট কার্ড'-এর মাধ্যমে ২০২৫ সালের জানুয়ারির মধ্যে ঋণদানের টাকার অঙ্কের পরিমাণ ১ হাজার কোটির গণ্ডি ছাড়িয়ে যাবে বলে আশা করছে রাজ্য সরকার। 'ভবিষ্যৎ ক্রেডিট কার্ড' প্রকল্পের মাধ্যমে রাজ্যের ১৮ থেকে ৫৫ বছর বয়সীদের সহজ শর্তে ঋণ দেওয়া হয়ে থাকে। এই ঋণ দানের ঊর্ধ্বসীমা হল ৫ লক্ষ টাকা। রাজ্যের বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের লক্ষ্যে বিশেষ এই প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Bangla News unemployment news of west bengal news in west bengal CM Mamata banerjee Bengali News Today West Bengal News
Advertisment