Deucha Pachami: মুখ্যমন্ত্রী চেয়েছেন, তড়িঘড়ি পুলিশ বসিয়ে দেউচা-পঁচামিতে শুরু কয়লা উত্তোলন

Birbhum News-Deucha Pachami: বীরভূমের দেউচা-পঁচামিতে মাটির তলায় টন-টন কয়লা রয়েছে। শিল্প বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী সেই কয়লা উত্তোলনের কথা বলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই কথার পরেই তড়িঘড়ি শুরু কয়লা উত্তোলন।

author-image
Ashis Kumar Mondal
New Update
Deucha Pachami,Coal extraction,coal mines,birbhum news,mamata banerjee,দেউচা পঁচামি,বীরভূম,পশ্চিমবঙ্গের খবর

Deucha Pachami: দেউচা পঁচামিতে শুরু কয়লা উত্তোলনের কাজ।

Coal extraction started in full swing at Deucha Pachami after placing the police: সমস্ত জমি অধিগ্রহণ না করেই শুক্রবার দুপুর থেকেই বীরভূমের দেউচা-পচামিতে শুরু হয়ে গিয়েছে কয়লা উত্তোলনের কাজ। এলাকায় উত্তেজনা থাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল। অস্থায়ী পুলিশ ক্যাম্প করেই চলবে কয়লা উত্তোলনের কাজ। এমনই জানিয়েছেন জেলাশাসক বিধান রায়। এরই পাশাপাশি ক্যাম্প করে চলবে জমি অধিগ্রহণ এবং অভিযোগ নেওয়ার কাজও।

Advertisment

বৃহস্পতিবার আদিবাসীদের বাধার মুখে পিছু হঠেছিল প্রশাসন। মুখ্যমন্ত্রীর মুখ রক্ষায় রাতে জেসিবি মেশিন দিয়ে খেলার মাঠের কয়েক ফুট লাল মাটি কেটে ফিরতে হয়েছিল প্রশাসনকে। শুক্রবার ফের দুপুর থেকে প্রচুর পুলিশ মোতায়েন করে খেলার মাঠের পাশে উঁচু ঢিপি থেকে খনন কাজ শুরু করে প্রশাসন। ওই দিন অবশ্য কাউকে বাধা দিতে দেখা যায়নি। কারণ যে সমস্ত গ্রামের মানুষ বাধার সৃষ্টি করছিলেন সেই সাগড়বাঁধি, মথুরাপুর গ্রাম পুলিশ ঘিরে রেখেছিল। ফলে বিনা বাধায় জেসিবি মেশিন দিয়ে প্রাথমিক ভাবে লালমাটি সরানোর কাজ শুরু করল প্রশাসন। এরপর ব্যাসল্ট শিলা সরিয়ে তবেই কয়লার সন্ধান পাওয়া যাবে।

শুক্রবার খনন কাজ শুরু করার সময় উপস্থিত ছিলেন জেলাশাসক বিধান রায়, পুলিশ সুপার আমনদীপ, পিডিসিএলের চেয়ারম্যান পি বি সেলিম, রাজ্য সভার সাংসদ সামিরুল ইসলাম। জেলাশাসক বিধান রায় বলেন, “পুরোদমে কাজ শুরু করা হল। দুটি জেসিবি দিয়ে লাল মাটি সরানোর কাজ চলছে। শীঘ্রই আমরা কয়লা তুলতে পারব। জমি নিয়ে ৯০ শতাংশ সমস্যার সমাধান হয়েছে”।

আরও পড়ুন- West Bengal News Live:কলকাতার বড়বাজারে আচমকা হানা STF-এর, বন্দুক-গুলি-সহ আটক ৩

Advertisment

যদিও এদিন ক্যাম্পের ছবি দেখে অনুমান করা গেল এখনও জমি অধিগ্রহণের কাজ সম্পূর্ণ হয়নি। এদিন চাঁদা মৌজা এলাকায় চারটি ক্যাম্প করে জমি সংক্রান্ত কাগজপত্র সংগ্রহ করা হয়েছে। ক্যাম্পের দায়িত্বে থাকা ডেপুটি ডি এল আর ও রবিউল ইসলাম বলেন, “সকাল থেকেই লাইন দিয়ে বহু মানুষ জমির কাগজপত্র জমা দিয়ে গিয়েছেন। অনেকের অনেক কিছু সমস্যা রয়েছে। সব সমস্যা দ্রুত সমাধান করা হবে”। তাঁর দাবি, সমস্ত জমি অধিগ্রহণ করা হয়নি বলেই তো ক্যাম্প করা হয়েছে। 

আরও পড়ুন- Kolkata Metro: আরও এক মাইলফলক ছুঁল কলকাতা মেট্রো! পাতালপথের যাত্রা এখন আরও মসৃণ

জেলা পুলিশ সুপার আমনদীপ বলেন, “এই কাজ চলতে থাকবে। পর্যাপ্ত পুলিশ মোতায়েন করেই খননের কাজ চলবে। প্রয়োজনে কয়লা উত্তোলন সংস্থার সঙ্গে কথা বলে এলাকায় একটি জোরালো পুলিশ ক্যাম্প করা হবে।” পিডিসিএলের চেয়ারম্যান পি বি সেলিম বলেন, “খুশির খবর। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কয়লা উত্তোলনের কাজ শুরু হল। কিছু মানুষের জমি কাগজপত্র নিয়ে সমস্যা রয়েছে। ক্যাম্পের মাধ্যমে সেই সমস্যা মিটিয়ে দেওয়া হবে। কাউকে বঞ্চিত করা হবে না। এলাকার মানুষের কর্মস্থান হবে। গ্রামের মানুষও আমাদের সহযোগিতা করছেন। সবার সহযোগিতায় কয়লা উত্তোলনের কাজ্জ শুরু করা হল।”

আরও পড়ুন- Kolkata Weather Today: বিদায়বেলায় 'খেল' দেখাচ্ছে শীত, আরও নামবে পারদ, জোরালো হবে ঠান্ডার অনুভূতি

Birbhum Bengali News Today Deucha-Panchami Coal Block Coal Mine CM Mamata banerjee news in west bengal news of west bengal