rainfall alert:একনাগাড়ে দফায় দফায় বৃষ্টি চলছে রাজ্যের প্রায় সব জেলায়। আজও উত্তর এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আজ বৃষ্টির দোসর হতে পারে প্রবল ঝোড়ো হাওয়া। এই পর্বে দুর্যোগ চলবে কতদিন পর্যন্ত? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।
দক্ষিণবঙ্গের আবহাওয়া খবর
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আপাতত আগস্ট মাসের প্রথম সপ্তাহের গোটা সময়টাই বৃষ্টির জোরালো দাপট দেখা যাবে দক্ষিণবঙ্গে। আজ পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের মতো জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দফায় দফায়।
বৃষ্টির পাশাপাশি কোনও কোনও জেলায় থাকতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট। এমনিতেই গত কয়েক দিনের লাগাতার বৃষ্টির জেরে বেশ কিছু নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। আগস্ট মাসের প্রথম সপ্তাহের পুরো সময়টাই দফায় দফায় বৃষ্টি চলতেই থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন- Durga Puja grant:দুর্গাপুজোর অনুদান বেড়ে ১ লক্ষ ১০ হাজার টাকা, সব সরকারি ফি মকুবের ঘোষণা মুখ্যমন্ত্রীর
কলকাতার ওয়েদার আপডেট
গত কয়েকদিন লাগাতার বৃষ্টি দেখেছে কলকাতা। আজ সকাল থেকেও মহানগরীর আকাশ মেঘলা, গতরাতেও বৃষ্টি হয়েছে মহানগরীতে। এখনও শহরের বিভিন্ন প্রান্ত জলমগ্ন হয়ে রয়েছে। শুক্রবারও কলকাতা শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন-Suvendu Adhikari:পুজো অনুদান বেড়ে ১ লক্ষ ১০, 'যতই ঘুষ দিক, পাশে নেই প্রকৃত হিন্দুরা', বললেন শুভেন্দু
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
আজ ভারী বৃষ্টির দাপট দেখা যাবে উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও। কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার,জলপাইগুড়ি জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও কম-বেশি বৃষ্টি হতে পারে। আগস্ট মাসের প্রথম সপ্তাহের সময়টায় উত্তরবঙ্গের জেলাগুলিতেও এই দুর্যোগ পরিস্থিতি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন-Kolkata Metro:মেট্রোযাত্রীদের জন্য বড় খবর! এই দিন বন্ধ থাকবে পরিষেবা, দুর্ভোগ এড়াতে জানুন বিশদে