/indian-express-bangla/media/media_files/2024/11/03/CTECUmHDOudBcRyDesYr.jpg)
ডোমকল থানা।
Domkol News: আবারও এক নাবালিকা শিশুকন্য়াকে ধর্ষণের অভিযোগ। এবার ঘটনাস্থল মুর্শিদাবাদের ডোমকল। একরত্তি শিশুকন্যাকে দাদুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্তের বিরুদ্ধে থানায় নালিশ নির্যাতিতার মায়ের। তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি এর আগেও অশালীন আচরণ করত, এতদিন লোকলজ্জার কারণে কাউকে কিছু জানাতে পারেননি নির্যাতিতার মা। তবে এবার তাঁরই মেয়ে ধর্ষণের শিকার হওয়ায় পুলিশকে সব খুলে বলেছেন তিনি।
কিছুতেই এড়ানো যাচ্ছে না ধর্ষণের মত 'রোগ'। এবার মুর্শিদাবাদের ডোমকলে এক সাত বছরের নাবালিকা শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ তারই দাদুর বিরুদ্ধে। শিশুটির মায়ের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি ছোট থেকে তাঁর মেয়েকে কেলে পিঠে করে বড় করেছে। তবে কয়েক মাস ধরেই ওই ব্যক্তির অশালীন আচরণ নির্যাতিতার মায়ের নজর এড়ায়নি।
যদিও বিষয়টি অন্যদের জানাতে তিনি এতদিন লজ্জা পেতেন বলে দাবি করেছেন। তবে এবার তাঁর মেয়েই ধর্ষণের সিকার হওয়ায় লজদ্জার বাঁধ ভেঙে পুলিশকে সব খুলে বেলেছেন নির্যাতিতা শিশুকন্যাটির মা। পুলিশও অভিযোগ পেতেই ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, বাড়িতেই খেলছিল শিশুকন্যা।
আরও পড়ুন- Mamata Banerjee: কালীপুজোর পর এবার ভাইফোঁটাতেও! গান বেঁধে ভ্রাতৃদ্বিতীয়ার শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
আরও পড়ুন-Crime News: দিদি ডাকতেই সব ফেলে ছুটে গিয়েছিল ভাই, ফোঁটা নেওয়ার আগেই মর্মান্তিক মৃত্যু যুবকের!
শিশুটির দাদু তাকে চকোলেটের লোভ দেখায়। চকোলেটের লোব দেখিয়ে শিশুটিকে ঘরে ডেকে নেয় তার দাদু। একরত্তি ওই নাবালিকাকে এরপর সে ধর্ষণ করে বলে অভিযোগ। ডোমকল থানায় অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন শিশুটির মা।
আরও পড়ুন- Digha: কলকাতা থেকে দিঘা যাওয়ার 'নয়া রুট', দুরন্ত প্ল্যান! নিমেষে পৌঁছোতে পারেন সৈকতনগরীতে