Advertisment

Snake: পশ্চিমবঙ্গের ইতিহাসে এই প্রথম! বিষধর এই সাপের খোঁজ বাংলাতেও, কোথায় জানেন?

Snake: কেউ কেউ বলছেন আজ থেকে ২০০ বছর আগে এই ধরনের সাপের হদিশ মিলেছিল বাংলায়। অনেকে আবার বলছেন এই প্রথম এই ধরনের সাপের দেখা মিলল এরাজ্যে। স্বাভাবিকভাবেই এই ঘটনা এখন জোরদার চর্চায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Condanarous Sandsnake Found in Murshidabad Farakka:  মুর্শিদাবাদের ফারাক্কায় কন্ডানেরাস স্যান্ড স্নেক

Condanarous Sandsnake: কন্ডানেরাস স্যান্ড স্নেক।

Condanarous Sandsnake: বাংলায় এক বিরল প্রজাতির সাপ উদ্ধার। ইতিমধ্যেই এই ঘটনা জানাজানি হতেই জোরদার আলোচনা ছড়িয়ে পড়েছে সর্প বিশারদদের মধ্যে। বাংলায় এই ধরনের সাপ এর আগে কোনওদিনও দেখা যায়নি বলে মনে করছেন অনেক সর্প বিশারদ। কেউ কেউ বলছেন আজ থেকে ২০০ বছর আগে পশ্চিমবঙ্গে এই প্রজাতির সাপ দেখা গিয়েছিল। ধীরে ধীরে এরাজ্য থেকে প্রায় অবলুপ্ত হয়ে গিয়েছিল সাপটি। এবার সেই সাপের দেখা মিলল। 

Advertisment

ঘটনাটি মুর্শিদাবাদের ফারাক্কার। ওই এলাকার দু'নম্বর নিশিন্দ্রা কলোনি থেকে বিরল প্রজাতির ওই সাপ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার একটি বাড়ির আশেপাশ পরিষ্কার করার কাজ চলছিল। সেখানেই বিরল প্রজাতির ওই সাপকে ঘুরে বেড়াতে দেখা যায়।

মাটির গর্তে ঢুকে পড়েছিল সাপটি। এক সর্প বিশারদকে ডেকে পাঠানো হয়েছিল। তিনি এসে ওই সাপটিকে উদ্ধার করেন। পরবর্তী সময়ে ওই সাপটির বেশ কিছু ছবি তোলা হয়। শুরু থেকেই সাপটিকে বিরল প্রজাতির বলে মনে করছিলেন ওই সর্প বিশারদ। পরবর্তী সময়ে তাঁর আশঙ্কাই সত্যি হয়। 

আরও পড়ুন- Chandannagar Jagadhatri Puja: নবমীর রাতে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় অবাক কাণ্ড! এমন ঘটনায় তাজ্জব দর্শনার্থীরা

আরও পড়ুন- West Bengal Weather Update: অপেক্ষার অবসান আর দিন কয়েকেই? শীত নিয়ে সাড়া জাগানো আপডেট এখনই জানুন

সাপ নিয়ে যাঁরা গবেষণা করেন, তাঁরা ওই সাপটিকে পরীক্ষা করেন। তাঁরা জানিয়েছেন, সাপটি সত্যিই বিরল প্রজাতির। সম্ভবত পশ্চিমবঙ্গে এর আগে এই ধরনের সাপ দেখা যায়নি। এই সাপের ইংরেজি নাম কন্ডানেরাস স্যান্ড স্নেক। সাপটি বিষধর। সাধারণত পোকামাকড়, ছোট ব্যাঙ খেয়ে এরা বেঁচে থাকে।

আরও পড়ুন- TMC Leader arrested: অস্ত্র-সহ পঞ্চায়েত সদস্য রেলপুলিশের জালে, আগ্নেয়াস্ত্র পাচারের মূল পাণ্ডা ছিলেন তৃণমূল নেতা

Murshidabad Snake Condanarous Sandsnake
Advertisment