consumer protection dept will take initiative to compensate residents of leaning Flat Building: শহর কলকাতা ও লাগোয়া এলাকাগুলিতে গত কয়েক সপ্তাহে বেশ কয়েকটি ফ্ল্যাট-বাড়ি হেলে পড়ার ঘটনা সামনে এসেছে। বহু ক্ষেত্রে উঠছে প্রতারণার অভিযোগ। অধিকাংশ ক্ষেত্রেই সংশ্লিষ্ট প্রোমোটারকে দায়ী করছেন প্রতারিতরা। অভিযোগ উঠছে প্রশাসনের একাংশের আধিকারিক-কর্মী থেকে শুরু করে এলাকার রাজনৈতিক নেতাদের একাংশের বিরুদ্ধেও। তবে ফ্ল্যাট বা বাড়ি কিনে প্রতারিত হলে রাজ্য ক্রেতা সুরক্ষা ও উপভোক্তা দপ্তরের দ্বারস্থ হতে বার্তা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব মিত্রের। এক্ষেত্রে কোনও অনিয়ম হলে ক্ষতিপূরণের বন্দোবস্তও করা যায় বলে আশ্বাস দিয়েছেন তিনি।
মঙ্গলবার মালদায় ক্রেতা সুরক্ষা মেলার উদ্বোধন করেন মন্ত্রী বিপ্লব মিত্র। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ওই দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাতো ও জেলারই আর এক মন্ত্রী তাজমুল হোসেন সহ প্রশাসনের অন্য আধিকারিকরা। মঙ্গলবার থেকে শুরু হয়ে এই ক্রেতা সুরক্ষা মেলা চলবে আগামী শুক্রবার পর্যন্ত।
এদিন এই মেলার উদ্বোধন করে ক্রেতা সুরক্ষা ও উপভোক্তা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র বলেন, "ফ্ল্যাট-বাড়ি কিনে অথবা অন্যান্য ক্ষেত্রেও প্রতারিত হলে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে অভিযোগ ও মামলা দায়ের করতে হবে। এতে বিচার পাওয়ার ব্যবস্থা করা হয়। সাধারণ মানুষ এই দপ্তরের মাধ্যমে ন্যায্য অধিকার পাওয়ার দাবি রাখেন।"
আরও পড়ুন- West Bengal News Live: সুপ্রিম কোর্টে প্রায় ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি, বিকাশের সওয়ালে অখুশি SFI
মন্ত্রী আরও বলেন, "কলকাতায় ফ্ল্যাট বাড়ির ক্ষেত্রে যে ঘটনাটি ঘটেছে, তাতে মনে করা হচ্ছে ইঞ্জিনিয়ারিং জ্ঞান না থাকলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। অনেক ক্ষেত্রে সরকারি নিয়ম মেনেও কোথাও কিছু ভুল করা হচ্ছে। তবে এব্যাপারেও প্রতারিত মানুষেরাও সংশ্লিষ্ট দপ্তরের দ্বারস্থ হতে পারেন। সে ক্ষেত্রে বিচার পাওয়ারও ব্যবস্থা রয়েছে।"
আরও পড়ুন- Anubrata Mondal: 'মেরে হাত ভেঙে দেবে পুলিশ', সিউড়িতে IC-র কলার ধরে টানা নিয়ে বললেন অনুব্রত
শহর কলকাতা থেকে শুরু করে লাগোয়া এলাকাগুলিতে গত কয়েক সপ্তাহে পর পর একাধিক বহুতল হেলে পড়ার ঘটনা ঘটেছে। সাম্প্রতিক সময়ে এর শুরুটা হয়েছিল দক্ষিণ কলকাতার বাঘাযতীন থেকে। একটি পাঁচতলার ফ্ল্যাট-বাড়ি আচমকা হেলে পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায়।
আরও পড়ুন- Struggle Story: জীবন-যুদ্ধে জয় ছিনিয়ে নিতে ইস্পাতকঠিন লড়াই! আইনের ছাত্রীর একীর্তি দারুণ চর্চায়!
জলাভূমি ভরাট করে ওই বহুতল নির্মাণের অভিযোগ ওঠে। এই ঘটনার ঠিক পর থেকে কলকাতা ও শহরতলির দিকে দিকে একাধিক বহুতল হেলে পড়ার ঘটনা প্রকাশ্যে আসে। একাধিক ক্ষেত্রে অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট প্রোমোটারের বিরুদ্ধে। সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে প্রশাসনের একাংশের আধিকারিকদের সহায়তায় অবৈধ নির্মাণের অভিযোগ ওঠে।