Leaning Building: বাঘাযতীন, কসবা, কামারহাটির পর এবার ট্যাংরা, হেলে পড়া বহুতলের সংখ্যা বেড়েই চলেছে। তবে উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ার কামারহাটিতে নির্মীয়মাণ বহুতল আবাসন হেলে পড়াকে কেন্দ্র করে বিস্ফোরক মন্তব্য খোদ কামারহাটি পুরসভার চেয়ারম্যানেরই। "ওই জায়গায় কেউ কারও কথা শোনে না।" আপাতত হেলে পাড়া বাড়ির নির্মাণকাজ বন্ধ করে দিলেও চেয়রম্যান গোপাল সাহার এই মন্তব্যে নয়া চর্চা।
কামারহাটি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের ধোবিয়া বাগান এলাকায় পুকুর ভরাট করে বছর খানেক ধরে একটি বহুতল আবাসন তৈরির কাজ চলছিল। হঠাৎ দেখা যায় এই আবাসনটি একদিকে হেলে গিয়েছে। বিষয়টি জানার পরেই সঙ্গে সঙ্গে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি হয়। যদিও ঠিকাদার সংস্থা যগ দিয়ে আবাসন সোজা করার উদ্যোগ নেয়। আর সেই কাজ করার সময়, বিষয়টি জানতে পেরে কাজ বন্ধ করে দেয় পুরসভা ও পুলিশ প্রশাসন।
খবর পেয়ে ঘটনাস্থলে কামারহাটি পুরসভার চেয়ারম্যান ও বারাকপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়েছিলেন। আচমকা এই ফ্ল্যাট হেলে পড়ার ঘটনায় এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েন। বহুতলটির পাশেই রয়েছে একাধিক ছোট বাড়ি, একটি সরকারি বিদ্যালয়। এই ঘটনার পর রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার মানুষ l কামারহাটি এলাকায় একাধিক নির্মাণ এভাবে পুরসভার বিনা অনুমতিতে তৈরি হয়েছে বলে এলাকার মানুষের অভিযোগ।
আরও পড়ুন- Tangra building tilt: খাস কলকাতায় হেলে পড়ল বিরাট বহুতল, আতঙ্ক চরমে!
এই বিষয়ে কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা বলেন, "এই বহুতল তৈরির জন্য কোনও অনুমতি ছিল না। প্ল্যান ছাড়াই কাজ করেছে। কোনও প্ল্যানই নেই। আইনে যা আছে সেই মতো আমরা এগোব। অন্যায়ের বিরুদ্ধে যা করার তা করব। ওই জায়গায় কেউ কারও কথা শোনে না। নির্মাণ অনেকটা হয়ে যাওয়ার পর আমরা খবর পাচ্ছি। কোথায় কী বাড়ি হচ্ছে, পুরসভার তো এমন লোক নেই যে ঘুরে ঘুরে দেখবে...প্ল্যান ছাড়া বাড়ি হলে পরে ধরা পড়ছে। আমরা খবর পেলে ইঞ্জিনিয়ারদের পাঠাই। বেআইনি বাড়ি দেখলেই নোটিশ করা হয়। সেই নোটিশ দিয়ে ডেকে পাঠানো হয়। পরপর ডেকে পাঠিয়ে না এলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। প্ল্যান না করে বাড়ি করা হয়েছে এমন ২৪-২৫টি ক্ষেত্রে FIR করা হয়েছে। পুলিশ যা ব্যবস্থা নেওয়ার নেবে। এটাতেও FIR করা হয়েছে।"
আরও পড়ুন- North 24 Parganas News: ফেলে মার ছেলের, সীমাহীন অত্যাচার বউমারও, নিদারুণ যন্ত্রণায় আত্মহত্যা বৃদ্ধের
Kamarhati News: 'কেউ কারও কথা শোনে না', কামারহাটিতে বহুতল হেলে পড়া নিয়ে বিস্ফোরক পুরসভার চেয়ারম্যান
Kamarhati News: দিকে দিকে বহুতল হেলে পড়ার ঘটনা বাড়ছে। বেআইনিভাবে বহুতল নির্মাণের জেরেই এই ঘটনা বলে বারবার অভিযোগ উঠছে। কামারহাটির ঘটনায় পুরসভার চেয়ারম্যানের বক্তব্য এখন জোর চর্চায়।
Kamarhati News: কামারহাটিতে হেলে পড়া বহুতলের ছবি।
Leaning Building: বাঘাযতীন, কসবা, কামারহাটির পর এবার ট্যাংরা, হেলে পড়া বহুতলের সংখ্যা বেড়েই চলেছে। তবে উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ার কামারহাটিতে নির্মীয়মাণ বহুতল আবাসন হেলে পড়াকে কেন্দ্র করে বিস্ফোরক মন্তব্য খোদ কামারহাটি পুরসভার চেয়ারম্যানেরই। "ওই জায়গায় কেউ কারও কথা শোনে না।" আপাতত হেলে পাড়া বাড়ির নির্মাণকাজ বন্ধ করে দিলেও চেয়রম্যান গোপাল সাহার এই মন্তব্যে নয়া চর্চা।
কামারহাটি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের ধোবিয়া বাগান এলাকায় পুকুর ভরাট করে বছর খানেক ধরে একটি বহুতল আবাসন তৈরির কাজ চলছিল। হঠাৎ দেখা যায় এই আবাসনটি একদিকে হেলে গিয়েছে। বিষয়টি জানার পরেই সঙ্গে সঙ্গে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি হয়। যদিও ঠিকাদার সংস্থা যগ দিয়ে আবাসন সোজা করার উদ্যোগ নেয়। আর সেই কাজ করার সময়, বিষয়টি জানতে পেরে কাজ বন্ধ করে দেয় পুরসভা ও পুলিশ প্রশাসন।
খবর পেয়ে ঘটনাস্থলে কামারহাটি পুরসভার চেয়ারম্যান ও বারাকপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়েছিলেন। আচমকা এই ফ্ল্যাট হেলে পড়ার ঘটনায় এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েন। বহুতলটির পাশেই রয়েছে একাধিক ছোট বাড়ি, একটি সরকারি বিদ্যালয়। এই ঘটনার পর রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার মানুষ l কামারহাটি এলাকায় একাধিক নির্মাণ এভাবে পুরসভার বিনা অনুমতিতে তৈরি হয়েছে বলে এলাকার মানুষের অভিযোগ।
আরও পড়ুন- Tangra building tilt: খাস কলকাতায় হেলে পড়ল বিরাট বহুতল, আতঙ্ক চরমে!
এই বিষয়ে কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা বলেন, "এই বহুতল তৈরির জন্য কোনও অনুমতি ছিল না। প্ল্যান ছাড়াই কাজ করেছে। কোনও প্ল্যানই নেই। আইনে যা আছে সেই মতো আমরা এগোব। অন্যায়ের বিরুদ্ধে যা করার তা করব। ওই জায়গায় কেউ কারও কথা শোনে না। নির্মাণ অনেকটা হয়ে যাওয়ার পর আমরা খবর পাচ্ছি। কোথায় কী বাড়ি হচ্ছে, পুরসভার তো এমন লোক নেই যে ঘুরে ঘুরে দেখবে...প্ল্যান ছাড়া বাড়ি হলে পরে ধরা পড়ছে। আমরা খবর পেলে ইঞ্জিনিয়ারদের পাঠাই। বেআইনি বাড়ি দেখলেই নোটিশ করা হয়। সেই নোটিশ দিয়ে ডেকে পাঠানো হয়। পরপর ডেকে পাঠিয়ে না এলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। প্ল্যান না করে বাড়ি করা হয়েছে এমন ২৪-২৫টি ক্ষেত্রে FIR করা হয়েছে। পুলিশ যা ব্যবস্থা নেওয়ার নেবে। এটাতেও FIR করা হয়েছে।"
আরও পড়ুন- North 24 Parganas News: ফেলে মার ছেলের, সীমাহীন অত্যাচার বউমারও, নিদারুণ যন্ত্রণায় আত্মহত্যা বৃদ্ধের