/indian-express-bangla/media/media_files/2024/11/02/XYUKv4o3MBEIJTyxQlmj.jpg)
old man committed suicide: প্রতীকী ছবি।
old man committed suicide because he could not bear the torture of his son and daughter-in-law: মর্মান্তিক বললেও কম বলা হয়! দিনের পর দিন ছেলে-বউমার অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে নিজেকেই পৃথিবী থেকে সরিয়ে নিলেন অশীতিপর বৃদ্ধ। বুধবার এমনই বেদনাদায়ক একটি ঘটনা সামনে এসেছে। উত্তর ২৪ পরগনার সোদপুরের এই ঘটনায় পুলিশ মৃতের ছেলেকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত বৃদ্ধের নাম বীরেন দেব, তাঁর বয়স ৮৫ বছর। এলাকার বাসিন্দাদের অভিযোগ, বৃদ্ধের পরিবারে ছেলে এবং বউমা রয়েছেন। দিনের পর দিন ছেলে-বউমার অকথ্য অত্যাচার সহ্য করতে হয়েছে অশীতিপর ওই বৃদ্ধকে। ছেলে-বউমার অত্যাচারের হাত থেকে নিস্তার পেতেই শেষমেশ বৃদ্ধ আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের। বুধবার সকালে ঘর থেকে ওই বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
এই ঘটনা জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করেছে। এলাকাবাসীদের অভিযোগের ভিত্তিতেই ওই বৃদ্ধের ছেলে সজল দেবকে আটক করেছে খড়দহ থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ, বৃদ্ধের স্ত্রী অনেকদিন আগেই প্রয়াত হয়েছেন। তাঁর বসতবাড়িটি তাঁর ছেলে এবং বউমা নিজেদের নামে লিখিয়ে নিয়েছিলেন। বাড়ি নিজেদের নামে লিখিয়ে নেওয়ার পর থেকেই অশীতিপর ওই বৃদ্ধের উপর সীমাহীন অত্যাচার নেমে আসে।
আরও পড়ুন- Tangra building tilt: খাস কলকাতায় হেলে পড়ল বিরাট বহুতল, আতঙ্ক চরমে!
নিজের বাড়িতেই এক কথায় এক ঘরে করে রাখা হয়েছিল ওই বৃদ্ধকে। এরই পাশাপাশি প্রতিদিন তাঁর ওপর অকথ্য অত্যাচার চালাতো ছেলে-বউমা। তাঁকে ভালো করে খেতে দেওযা হতো না। এমনকী বৃদ্ধের ছেলে তাঁকে মারধর করত বলেও অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁর পুত্রবধূও নিত্যদিন তাংকে রীতিমতো মানসিক যন্ত্রণা দিতেন বলে দাবি করেছেন এলাকাবাসী।
সীমাহীন যন্ত্রণার হাত থেকে রক্ষা পেতেই শেষমেষ আত্মহত্যা করেছেন ওই বৃদ্ধ, অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এলাকার বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতেই বৃদ্ধের ছেলেকে আটক করে নিয়ে গেছে পুলিশ।
আরও পড়ুন- West Bengal Weather Forecast: বিদায়ের আগে বাংলা কাঁপাতে নতুন করে কোমর বাঁধছে শীত? রইল লেটেস্ট আপডেট