Advertisment

Calcutta High Court: 'টেস্ট টিউব বেবি' চান দম্পতি! স্বাস্থ্য ভবন বেঁকে বসায় হাইকোর্টে দম্পতি

Calcutta High Court: 'টেস্ট টিউব' বেবি চেয়ে এর আগে স্বাস্থ্য ভবনের দ্বারস্থ হয়েছিলেন ওই দম্পতি। তবে অনুমতি না মেলায় শেষমেশ উচ্চ আদালতে মামলা করেন তাঁরা।

author-image
IE Bangla Web Desk
New Update
kolkata highcourt

Calcutta High Court: কলকাতা হাইকোর্ট।

Couple approaches Calcutta High Court seeking test tube baby: গত কয়েক বছরে টেস্টটিউব বেবি বা IVF পদ্ধতিতে সন্তান লাভের প্রক্রিয়া দারুণভাবে জনপ্রিয় হয়েছে। এক কথায় বলতে গেলে নিঃসন্তান দম্পতির ক্ষেত্রে বিজ্ঞানের এ এক যুগান্তকারী আবিষ্কার। সম্প্রতি কলকাতা শহরের এক নিঃসন্তান দম্পতি আইভিএফ পদ্ধতিতে টেস্ট টিউব বেবি চেয়ে একটি ক্লিনিকে গিয়েছিলেন। তবে টেস্টটিউব বেবি পাওয়ার ক্ষেত্রে স্বামীর বয়স বাধা হয়ে দাঁড়ায়। বেঁকে বসে স্বাস্থ্য ভবনও। বাধ্য হয়েই এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ওই দম্পতি।

Advertisment

টেস্ট টিউব বেবি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন কলকাতা শহরের একদম দম্পতি। নিয়ম অনুযায়ী টেস্ট টিউব বেবি নিতে গেলে একজন পুরুষের বয়স সর্বোচ্চ হতে হয় ৫৫ বছর ও সর্বনিম্ন ২১ বছর। অন্যদিকে মহিলাদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স হতে হয় ৫০ বছর। তবে এক্ষেত্রে টেস্ট টিউব বেবি চেয়ে যে আবেদনকারী স্বামীর বয়স ৫৮ বছর।

কলকাতা শহরের যে ক্লিনিকে তাঁরা গিয়েছিলেন তাঁরা দম্পতির আবেদনে সাড়া দেননি। স্বামীর বয়স বেশি থাকার কারণে সন্তান লাভের জন্য স্বাস্থ্য ভবন থেকে বিশেষ অনুমতি নিয়ে আসতে বলেছিল ওই ক্লিনিক। এরপর স্বাস্থ্য ভবনের দ্বারস্থ হয়েও আইভিএফ পদ্ধতিতে সন্তান লাভের ব্যাপারে অনুমতি আদায় করতে পারেননি ওই দম্পতি।

আরও পড়ুন- Mamata Banerjee: মন্দারমণি নিয়ে বিরাট রাফ & টাফ মমতা! শতাধিক হোটেল ভাঙা নিয়ে বিশাল পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন- CM Mamata Banerjee: যুগান্তকারী ভাবনা মুখ্যমন্ত্রীর! ভোল বদলে যাবে ঝাড়গ্রাম-সুন্দরবনের, কালিম্পঙ নিয়েও বড় সিদ্ধান্ত

বাধ্য হয়েই এবার কলকাতা হাইকোর্টে IVF পদ্ধতির মাধ্যমে সন্তান লাভের জন্য আবেদন জানিয়েছিলেন ওই দম্পতি। তাদের সেই মামলা গৃহীত হয়েছে উচ্চ আদালতে। মামলার শুনানিও হয়েছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। বিচারপতি ওই দম্পতির কাছে জানতে চেয়েছিলেন যে বেশি বয়সে এসেও তারা সন্তানের দায়িত্ব নিতে পারবেন কিনা। এক্ষেত্রে ওই দম্পতির আইনজীবী আদালতে জানিয়েছেন তাদের মক্কেল আর্থিকভাবে শক্তিশালী। তাই সন্তান প্রতিপালনের ক্ষেত্রে কোনওরকম সমস্যার সম্মুখীন তাদের হতে হবে না। এই মামলার পরবর্তী শুনানি আগামী শুক্রবার।

আরও পড়ুন- River Erosion: আচমকা ভাঙন গঙ্গার পাড়ে, চোখের নিমেষে নদীগর্ভে পরপর দোকান-বাড়ি!

Couples highcourt IVF elderly couple kolkata highcourt kolkata
Advertisment