/indian-express-bangla/media/media_files/2025/10/17/fire-2025-10-17-14-24-21.jpg)
Kali Puja:বাজি পোড়ানোর সময় বেঁধে দিল কলকাতা পুলিশ।
Diwali 2025: সামনেই কালীপুজো ও দীপাবলির উৎসব। এবারেও আলোর উৎসবে বাজি পোড়ানো নিয়ে কড়া নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিশ। কালীপুজো-দীপাবলিতে নির্দিষ্ট সময়ের মধ্যে পোড়ানো যাবে শুধু 'সবুজ বাজি'।
আসন্ন কালীপুজো ও দীপাবলিতে বাজি পোড়ানোর সময়সীমা বেঁধে দিল কলকাতা পুলিশ। লালবাজারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বছর কালীপুজো এবং দীপাবলির উৎসবে শুধুমাত্র নির্ধারিত সময়ের মধ্যে পরিবেশবান্ধব বা ‘সবুজ বাজি’ পোড়ানোর অনুমতি দেওয়া হবে। নির্দেশিকা অনুযায়ী, ২০ অক্টোবর (সোমবার) কালীপুজো ও দীপাবলির রাতে রাত আটটা থেকে রাত দশটা পর্যন্ত বাজি পোড়ানো যাবে। এর বাইরে যে কোনও সময় বাজি পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ।
আরও পড়ুন- Rajeev Kumar: ফের খবরের শিরোনামে রাজীব কুমার, চর্চায় সারদা কেলেঙ্কারি! কী জানাল সুপ্রিম কোর্ট?
পুলিশের নির্দেশে স্পষ্ট বলা হয়েছে, শুধুমাত্র পরিবেশ-বান্ধব বাজি— অর্থাৎ যেগুলি Noise Pollution Control Board (WBPCB)-এর অনুমোদিত এবং দূষণমুক্ত— সেগুলিই ব্যবহার করা যাবে। লালবাজার সূত্রে জানা গিয়েছে, শব্দবাজি, রকেট, চক্রি বা উচ্চ শব্দের যেকোনো বাজি বিক্রি বা ব্যবহার করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন- Kolkata News: রাজস্থানে খুন করে কলকাতায় আশ্রয়, রুদ্ধশ্বাস অভিযানে জালে ৩ দুষ্কৃতী, পলাতক ১
শুধু কালীপুজো নয়, ছট পুজোতেও একই ধরনের নির্দেশ জারি হয়েছে। ২৮ অক্টোবর ছট পুজোর দিনে সন্ধ্যা ছটা থেকে রাত আটটা পর্যন্ত সবুজ বাজি পোড়ানো যাবে। এই নির্ধারিত সময়ের বাইরে বাজি পোড়ালে তা আইন লঙ্ঘন বলে গণ্য হবে।
আরও পড়ুন- Chandannagar lighting: চন্দননগরের জগদ্ধাত্রী উৎসবের আলোর জাদু এবার দক্ষিণেশ্বরে
কলকাতা পুলিশ ইতিমধ্যেই প্রতিটি থানাকে নির্দেশ দিয়েছে যেন বাজি উৎপাদন, বিক্রি ও ব্যবহার সংক্রান্ত এলাকাগুলিতে বিশেষ নজরদারি চালানো হয়। বিশেষ টহলদারি দল মোতায়েন থাকবে শহরের বিভিন্ন এলাকায়। পাশাপাশি, বাজি বিক্রির বাজারে হানা দেওয়া হবে এবং সবুজ বাজির সার্টিফিকেট ছাড়া কোনও বিক্রেতা যেন দোকান খোলা রাখতে না পারেন, তা নিশ্চিত করা হবে।
লালবাজারের এক আধিকারিক বলেন, “প্রতিবছর কালীপুজোয় শব্দবাজির অভিযোগ আসে। এই বছর আমরা বিশেষভাবে নজর রাখব যেন কেউ নিয়ম না ভাঙে। নির্দেশ লঙ্ঘন করলে কড়া পদক্ষেপ নেওয়া হবে।”
আরও পড়ুন-CBI raid:অতর্কিতে পুলিশের শীর্ষকর্তার বাড়িতে হানা CBI-এর, উদ্ধার টাকার পাহাড়
পরিবেশ বিশেষজ্ঞরাও এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, সীমিত সময়ে সবুজ বাজি পোড়ানোর সিদ্ধান্ত শহরের বায়ু ও শব্দদূষণ অনেকটাই কমাতে সাহায্য করবে।