Bikash Ranjan Bhattacharya-Tanmoy Bhattacharya: তন্ময় ভট্টাচার্যের পাশে দাঁড়ালেন বিকাশ ভট্টাচার্য। "তন্ময়ের ঘটনা বৃহত্তর ষড়যন্ত্র"। সংবাদমাধ্যমে এভাবেই তন্ময় ভট্টাচার্যের প্রতি তাঁর ধারণা স্পষ্ট করেছেন সিপিএমের রাজ্যসভার সাংসদ। এই পরিস্থিতিতে তন্ময় ভট্টাচার্যের কী করা উচিত আর কী নয়, সেব্যাপারেও তাঁকে পরামর্শ দিয়েছেন সিপিএমের আইনজীবী নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য।
তন্ময়ের পাশে দাঁড়িয়ে কী বললেন বিকাশ?
সংবাদমাধ্যমে বিকাশ ভট্টাচার্য বলেছেন, "তন্ময়ের ঘটনা বৃহত্তর ষড়যন্ত্র। আমি তন্ময়কে পরামর্শ দিয়েছিলাম, যে এটা নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার দরকার নেই। এটা বুঝতে হবে যে এটা বৃহত্তর ষড়যন্ত্র। তারই একটা অংশ হিসেবেই হয়তো এই ঘটনাটা ঘটানো হয়েছে। এখন যত বেশি এটা নিয়ে তিনি বলবেন, বিভিন্ন কথা বেরোবে। আরও বেশি জল্পনা তৈরি হবে। তন্ময় একজন দলের পরিচিত কর্মী বা নেতা। দল ব্যবস্থা নিয়েছে। দলের ব্যবস্থার ভুল-ত্রুটি দলের মধ্যেই আলোচনা করা যায়। তন্ময়ের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। তবে কেউ অপরাধ করলে তাঁর শাস্তি হবে। তদন্ত হচ্ছে। তন্ময় পুলিশের তদন্তের মুখোমুখি হয়েছেন। তিনি এড়িয়ে যাননি।"
উল্লেখ্য, দিন কয়েক আগেই CPM নেতা তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করেছে দল। তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে এক মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগ উঠেছে। বরানগর থানায় তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের পর্যন্ত করেছেন ওই মহিলা সাংবাদিক। তাঁর অভিযোগ, তিনি তন্ময় ভট্টাচার্যের বাড়িতে তাঁর সাক্ষাৎকার নিতে গিয়েছিলেন। সেই সময়ে তাঁর কোলে বসে পড়েন তন্ময়, এমনই দাবি করেছেন ওই মহিলা সাংবাদিক।
আরও পড়ুন- Holidays in November: নভেম্বরে শুধুই ছুটি! মাসের অর্ধেক দিনই অফিসে যেতে হবে না রাজ্য সরকারি কর্মীদের
আরও পড়ুন- Digha: কলকাতা থেকে দিঘা যাওয়ার 'নতুন রুট', দুরন্ত প্ল্যান! নিমেষে পৌঁছোতে পারেন সৈকতনগরীতে
যদিও পরবর্তী সময়ে তন্ময় ভট্টাচার্য ওই মহিলার সাংবাদিকের অভিযোগ অস্বীকার করেছেন। এর পিছনে কোনও ষড়যন্ত্র থাকতে পারে বলেও আশঙ্কা করেছেন সিপিএমের বর্ষীয়ান নেতা। বরানগর থানায় অভিযোগ দায়ের হয়। ইতিমধ্যেই বেশ কয়েকবার তন্ময় ভট্টাচার্যকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত তাঁর বিরুদ্ধে কড়া কোনও পদক্ষেপ করেনি পুলিশ।
আরও পড়ুন- Kali Puja 2024: বারাসত-মধ্যমগ্রামে জমজমাট কালীপুজো! থিমের দৌড়ে দুরন্ত টক্করে বাজিমাত কার?