Advertisment

Kali Puja 2024: বারাসত-মধ্যমগ্রামে জমজমাট কালীপুজো! থিমের দৌড়ে দুরন্ত টক্করে বাজিমাত কার?

Barasat-Madhyamgram Kali Puja 2024: আলোর উৎসব দীপাবলির আনন্দে মাতোয়ারা বাংলা। উত্তর ২৪ পরগনার বারাসত ও মধ্যমগ্রামের দিকে-দিকে কালীপুজো জমজমাট। রঙিন উৎসবে উন্মাদনার জোয়ার।

author-image
Nilotpal Sil
আপডেট করা হয়েছে
New Update
Kali Puja 2024, Barasat Kali Puja 2024,Madhyamgram Kali Puja 2024, কালীপুজো ২০২৪, বারাসতের কালীপুজো ২০২৪, মধ্যমগ্রামের কালীপুজো

Kali Puja 2024: ছবির বাঁদিকে বারাসতের একটি পুজো মণ্ডপ। ডানদিকে, বারাসতের পাইওনিয়র ক্লাবের কালী প্রতিমা, ছবি: শশী ঘোষ।

Kali Puja 2024: প্রতিবারের মতো এবারেও জমজমাট বারাসাত-মধ্যমগ্রামের কালীপুজো (Kali Puja 2024)। উত্তর ২৪ পরগনা জেলার এই প্রান্তে কালীপুজোকে কেন্দ্র করেই অভূতপূর্ব উন্মদনার জোয়ার বয়ে যায় টানা ক'দিন ধরে। আলোর উৎসবের অনাবিল আনন্দে মেতে ওঠে আট থেকে ৮০। এবারও তার অন্যথা হয়নি। নজরকাড়া 'এক সে বড় কর এক' পুজোমণ্ডপ আর অপূর্ব সব প্রতিমা নজর কাড়ছে বারাসাত-মধ্যমগ্রামের অলিগলিতে। একে অপরকে টেক্কা দেওয়ার মরিয়া চ্যালেঞ্জ বারাসত ও মধ্যমগ্রামের তাবড় পুজো কমিটিগুলির।

Advertisment

এবার ৬৫ বছরে পা দিয়েছে বারাসতের সন্ধানী ক্লাবের কালীপুজো। ৬৫তম বছরে এবার সন্ধানী ক্লাবের নিবেদন রাশিয়ান মনুমেন্টের আদলে তৈরি পুজোমণ্ডপ। প্রায় ৮০ ফুট উচ্চতার এই মণ্ডপ দর্শনার্থীদের নজর কাড়তে বাধ্য, এমনই দাবি পুজোকর্তাদের। বারাসতের অন্যতম বড় কালীপুজো গুলির একটি রেজিমেন্ট ক্লাবের পুজো। এবার তাদের পুজো পড়েছে ৬৮ বছরে। কাল্পনিক একটি প্যালেসের আদলে তৈরি পুজোমণ্ডপ নজর কাড়ছে শুরু থেকেই। 

অন্যদিকে, বারাসত ছাত্রদলের কালীপুজো এবার ৫৫ বছরে পড়েছে। দক্ষিণ ভারতের নারায়ণ মন্দিরের আদলে তৈরি হয়েছে পুজোমণ্ডপ। মণ্ডপ জুড়ে রয়েছে দক্ষিণ ভারতের সংস্কৃতির নিদর্শন। ঠিক তিরুপতির আদলে তৈরি হয়েছে কালী প্রতিমার মূর্তি। বারাসত-টাকি রোডের বিদ্রোহী স্পোর্টিং ক্লাবের কালীপুজো এবার ৫৮ বছরে পা দিল। এবার তাদের পুজোয় ভাবনা দুবাইয়ের ডাউনটাউন। বারাসত শতদল সংঘের পুজোর থিম 'জুমানজি দ্য অ্যাডভেঞ্চার'। মূলত কচিকাঁচাদের আকর্ষণ করতেই অভূতপূর্ব এই মণ্ডপসজ্জার ভাবনা।

আরও পড়ুন- Naihati Boro Maa Puja 2024: ১০০ ভরি সোনায় সজ্জিত নৈহাটির বড়মা, বাড়ি বসে পুজো কীভাবে? বাম্পার ব্যবস্থা জানুন

আরও পড়ুন- Indian Railway: দূরপাল্লার ট্রেনে ভ্রমণে যুগান্তকারী বদল কাল থেকেই! অভূতপূর্ব উদ্যোগ ফের জানুন বিশদে

বারাসাতের সঙ্গে  টক্কর দিচ্ছে মধ্যমগ্রামের কালীপুজোগুলোও। মধ্যমগ্রাম মাইকেল নগর নেতাজি সংঘের কালীপুজো এবার ৫৭ বছরে পা দিয়েছে। মধ্যমগ্রাম মেঘদূত শক্তি সংঘের পুজোর ভাবনা এবার 'চক্রব্যূহ'। নারী নির্যাতনের 'চক্রব্যূহ' ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপসজ্জার মাধ্যমে। মোটের ওপর প্রতিবারের মতো এবারেও বারাসত এবং মধ্যমগ্রামের বিভিন্ন জায়গায় কালীপুজো জমজমাট। একেবারে দুর্গাপুজোর মতো করেই একটানা দিন চারেক ধরে কালীপুজোর আনন্দে মেতে উঠতে তৈরি উৎসবপ্রেমী মানুষজন।

আরও পড়ুন- Kali Puja 2024: যতবার মন্দিরের দরজা লাগানো হয়, ততবারই ভেঙে যায়, ডাকাত কালীবাড়ির গা ছমছমে ইতিহাস!

আরও পড়ুন- Kali Puja 2024: অপার ভক্তির মানত যায় না বিফলে! দেবী বর্গভীমার 'অনুমতি' নিয়েই কালীপুজোর শুরু এতল্লাটে

Barasat Madhyamgram Kalipuja 2024
Advertisment