Cyber Crime: মোটা টাকা আয়ের প্রলোভনে ফোন, টোপ গিলতেই 'লুঠ' কোটি টাকা, শেষমেশ জালে প্রতারক

Kolkata Cyber Crime: অভিযোগ পেয়েই তদন্ত শুরু করে দেয় পুলিশ। বিভিন্ন সূত্র মারফত পাওয়া খবরের ভিত্তিতে চলে অভিযান। শেষমেশ পুলিশের জালে ধরা পড়েছে অভিযুক্ত।

Kolkata Cyber Crime: অভিযোগ পেয়েই তদন্ত শুরু করে দেয় পুলিশ। বিভিন্ন সূত্র মারফত পাওয়া খবরের ভিত্তিতে চলে অভিযান। শেষমেশ পুলিশের জালে ধরা পড়েছে অভিযুক্ত।

author-image
Joyprakash Das
New Update
"ITR Refund Scam, Cyber Crime, how to prevent cyber fraud, what is ITR Refund Scam, itr refund, itr refund scam 2024

Cyber Crime: প্রতীকী ছবি।

accused arrested for cheating crores of rupees over phone calls in Salt Lake: ফোন কলের মাধ্যমে প্রতারণা-সহ নানা উপায়ে সাইবার ক্রাইম (Cyber Crime) ক্রমশ বাড়ছে। পুলিশের তরফে বারবার সচেতন করার পরেও একাংশের জনগণকে তাঁদের হেলদোলহীনতার চড়া মাশুল গুণতে হচ্ছে। কেউ কেউ টাকার লোভে প্রতারকদের ফাঁদে পা দিচ্ছেন, কেউবা না বুঝেই। এভাবেই দেশ তথা রাজ্যের বিভিন্ন প্রান্তের বহু মানুষজন প্রতারিত হচ্ছেন। সাইবার অপরাধীরা মানুষকে 'বোকা' বানিয়ে কোটি-কোটি টাকা প্রতারণা করছে। এর আগে কলকাতা ছাড়াও একাধিক জেলায় সাইবার ক্রাইমের ঘটনা সামনে এসেছে। এবার ফের একবার শহর কলকাতা লাগোয়া সল্টলেকে সাইবার অপরাধের আরও একটি ঘটনা সামনে এসেছে।

Advertisment

শেয়ার বাজারে টাকা ইনভেস্ট করে দেওয়ার নাম করে কোটি টাকার প্রতারণার অভিযোগ। পুলিশি তদন্তে জালে অভিযুক্ত। অভিযোগ পেয়েই নড়েচড়ে বসেছিল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। জগদ্দল থেকে কিষাণ জয়সওয়াল নামে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। আজ ধৃতকে বিধাননগর আদালতে তোলা হয়।

পুলিশ সূত্রে খবর, ২০২৪-এর এপ্রিল মাসে সল্টলেকের এক বাসিন্দা বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন যে, শেয়ার বাজারে টাকা ইনভেস্ট করে লাভবান হবেন বলে এক ব্যক্তি তাঁকে ফোন করে। এরপর ধাপে ধাপে কোটি টাকা অনলাইনে পাঠান তিনি। এরপর শেয়ার বাজার থেকে টাকা না পেয়ে প্রতারিত হয়েছেন বুঝে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন সল্টলেকের ওই বাসিন্দা। 

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live:'নিরাপত্তাহীনতায় ভুগছেন বাংলাদেশের নারীরা', ইউনুসকে তুলোধনা BNP-র

অভিযোগ পেয়েই তদন্ত শুরু করে দেয় বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। বিভিন্ন সূত্র মারফত পাওয়া খবরের ভিত্তিতে চলে অভিযান। তবে এতদিন অভিযুক্তের নাগাল পায়নি পুলিশ। শুক্রবার রাতে জগদ্দল এলাকা থেকে কিষাণ জয়সওয়ালকে নামে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেন তদন্তকারীরা।

আরও পড়ুন- Kolkata News: ফের কলকাতায় পিটিয়ে খুনের অভিযোগ, পাঁচজনের বিরুদ্ধে মামলা রুজু পুলিশের

cyber crime Bengali News Today news in west bengal news of west bengal