/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/08/cats_be71b8.jpg)
Cyber Crime: প্রতীকী ছবি।
Cyber Fraud Student arrested for doing cheating with bidhnannagar police: খোদ পুলিশের গোয়েন্দা অফিসারের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট! সেই ভুয়ো অ্যাকাউন্ট থেকে প্রতারণার অভিযোগ। এক ছাত্রের বিরুদ্ধে চাঞ্চল্যকর এই অভিযোগ উঠেছে। বিধাননগর পুলিশ কমিশনারেট ওই ছাত্রকে আটক করেছে। খোদ পুলিশ আধিকারিকের নামে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট বানিয়ে প্রতারণার এমন কায়দায় চোখ কপালে ওঠার জোগাড় দুঁদে অফিসারদের। যুবককে দফায়-দফায় জিজ্ঞাসাবাদ তদন্তকারীদের।
বিধাননগর গোয়েন্দা বিভাগের এসিপি সম্প্রীতি চক্রবর্তীর নাম করে ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খোলার অভিযোগ ওঠে হাবড়ার এক ছাত্রের বিরুদ্ধে। তারপর শুরু হয় তার কেরামতি। অভিযোগ, ওই ফেসবুক অ্যাকাউন্ট থেকে একাধিক ব্যক্তিকে মেসেঞ্জারে SMS পাঠিয়ে টাকা চাইতে শুরু করে সায়ন্তন। এই প্রতারণার অভিযোগে হাওড়া এলাকা থেকে ওই ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৯ নভেম্বর বিধাননগর সাইবার ক্রাইম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়। গোয়েন্দা শাখার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলে, তাঁর ছবি ব্যবহার করে একাধিক ব্যক্তির থেকে মেসেঞ্জারে টাকা চাওয়া হচ্ছে। এই অভিযোগ দায়েরের পরেই তদন্তে নামে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। পরবর্তী ক্ষেত্রে হাওড়া থেকে ওই ছাত্রকে গ্রেপ্তার করা হয়। হাবড়ার বাসিন্দা ওই অভিযুক্ত ছাত্রকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ। তবে ছাত্রটির দাবি, তিনি কোনও ফেসবুক অ্যাকাউন্ট খোলেননি।
সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট খুলে প্রতারণার এমন কায়দা নতুন নয়। এর আগেও শহর কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এমন ভুরি-ভুরি অভিযোগ সামনে এসেছে। তবে তৎপর রয়েছে পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। বিধান নগর কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগ এবার মারাত্মক এই অভিযোগ পাওয়ার পরই নড়েচড়ে বসেছিল। তদন্তে নেমে এই ছাত্রকে গ্রেপ্তার করে পুলিশ।