Advertisment

Cyclone Dana Updates: ল্যান্ডফল শেষ হলেই ঘূর্ণিঝড় 'দানা' বাঁক নেবে কোন দিকে? স্পষ্ট করেছে মৌসম ভবন

Cyclone Dana News Updates: বৃহস্পতিবার রাতেই ওড়িশার ভিতরকণিকা ও ধামারার মাঝে আছড়ে পড়ে শক্তিশালী ঘূর্ণিঝড় দানা। শুক্রবার সকাল পর্যন্ত ল্যান্ডফল প্রক্রিয়া জারি রয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Cyclone Dana landfall, Mausam Bhavan, dana cyclone update today live,cyclone dana, dana cyclone live, দানা,dana cyclone live tracking, cyclone dana speed, ঘূর্ণিঝড় দানা, দানা

গতরাতেই আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় দানা।

Cyclone Dana Updates: পূর্বাভাস মতোই বৃহস্পতিবার রাত থেকে ওড়িশার স্থলভাগে ল্যান্ডফল শুরু হয়ে যায় প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় দানার (Cyclone Dana)। রাতভর দফায় দফায় ল্যান্ডফল প্রক্রিয়া চলছে অতি শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের। দানার দাপটে এক কথায় লন্ডভন্ড পরিস্থিতি ওড়িশার ধামারা, ভিতরকণিকা, ভদ্রক-সহ বেশ কিছু এলাকায়। ঘূর্ণিঝড়ের ব্যাপক প্রভাব এই রাজ্যের উপকূলেও। ল্যান্ডফলের পর ঘূর্ণিঝড় কোন দিকে বাঁক নেবে? জানালেন মৌসম ভবনের ডিজি মৃত্যুঞ্জয় মহাপাত্র।

Advertisment

আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই বৃহস্পতিবার রাতেই ওড়িশা উপকূলে ঘূর্ণিঝড় দানার ল্যান্ডফল হয়েছে। পড়শি রাজ্যের ভিতরকণিকা ও ধামারার মাঝে আছড়ে পড়ে শক্তিশালী এই ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের দাপটে লন্ডভন্ড পরিস্থিতি পড়শি রাজ্যের বিস্তীর্ণ এলাকায়। মৌসম ভবনের ডিজি মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, ল্যান্ডফলের পর  উপকূলের এলাকায় তাণ্ডব চালিয়ে ঘূর্ণিঝড় দক্ষিণ-পশ্চিম দিকে বাঁক নেবে। তারপরেই ধীরে ধীরে শক্তি ক্ষয় হবে দানার।

বৃহস্পতিবার রাতে ভিতরকনিকা থেকে ধামারার মধ্যবর্তী স্থানে ল্যান্ডফল হয়েছে ঘূর্ণিঝড় দানার। শুক্রবার সকাল পর্যন্ত ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল প্রক্রিয়া জারি। শক্তিশালী ঘূর্ণিঝড়ের জেরে এরাজ্যে সবচেয়ে বেশি ক্ষতি পূর্ব মেদিনীপুর জেলায়। তবে দানার দাপট প্রবলভাবে দেখা গিয়েছে দক্ষিণ ২৪ পরগনার উপকূলীয় এলাকাগুলিতেও। দানার দাপটে শুক্রবারও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি-সহ একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।

আরও পড়ুন- Cyclone Dana Live: আছড়ে পড়ল ঘূর্ণিঝড় 'দানা', ল্যান্ডফল প্রক্রিয়া এখনও চলছে, দুর্যোগ আরও বাড়বে বঙ্গে?

আরও পড়ুন- Kali Puja 2024: মুঘল সেনাপতির দৌরাত্ম্যে মাটির নীচে অষ্টধাতুর বিগ্রহ, মৃন্ময়ী মূর্তিতেই শ্যামার আরাধনা ঘোষালবাড়িতে

আরও পড়ুন- Cyclone Dana Updates-Digha: ঘূর্ণিঝড়ের রুদ্র রূপ দিঘায় থেকেই দেখবেন, আজব বায়না পর্যটকদের! সমুদ্রের দিকে যেতেই...

odisha Odisha Coast Cyclone Dana Updates Cyclone Dana
Advertisment