Cyclone Dana News Toady Updates: প্রবল শক্তিতে ঘূর্ণিঝড় দানা (Cyclone Dana) আছড়ে পড়েছে গতকাল রাতেই। বৃহস্পতিবার রাতে ওড়িশার ভিতরকণিকা থেকে ধামারার মাঝে আছড়ে পড়ে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়। ভয়াল ঝড়ের দাপটে তছনছ ওড়িশার ভিতরকণিকা, ধামারা, ভদ্রকের বিস্তীর্ণ এলাকা। ঘূর্ণিঝড়ের ব্যাপক প্রভাব বাংলাতেও। দিঘা, মন্দারমণিতে প্রবল জলোচ্ছ্বাস। এরই মধ্যে মন্দারমণির সমুদ্র সৈকত বরাবর এলাকায় ঘটে গেল মারাত্মক ঘটনা।
গতরাতেই দানা আছড়ে পড়ার পর প্রবল জলোচ্ছ্বাস তৈরি হয় পূর্ব মেদিনীপুরের মন্দারমণির সমুদ্রে। বিশাল উঁচু-উঁচু ঢেউ আছড়ে পড়ে মন্দারমণির সমুদ্রতটে। সমুদ্রের নোনা জল পাড় বরাবর নিচু জমিতে হু হু করে ঢুকে পড়ে। সেই এলাকার বহু চাষের জমিতেও নোনা জল ঢুকে গিয়েছে বলে দাবি স্থানীয়দের।
দানার প্রভাব ব্যাপক পড়ার আশঙ্কা পূর্ব মেদিনীপুরের শুরু থেকেই ছিল। খোদ আলিপুর আবহাওয়া দফতরের তরফেও সেই আশঙ্কাই করা হয়েছিল। পূর্ব মেদিনীপুর লাগোয়া ওড়িশা সমুদ্র উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় দানা। স্বাভাবিকভাবেই এই রাজ্যের উপকূলের জেলা পূর্ব মেদিনীপুরে তার প্রভাব ব্যাপক পড়েছে। মন্দারমণির পাশাপাশি দিঘা, শংকরপুর, তাজপুরের সমুদ্রেও ব্যাপক জলোচ্ছ্বাসে প্রবল আতঙ্ক তৈরি হয় গতকাল রাতে।
আরও পড়ুন- Cyclone Dana: আছড়ে পড়ল ঘূর্ণিঝড় 'দানা', ল্যান্ডফল প্রক্রিয়া এখনও চলছে, দুর্যোগ আরও বাড়বে বঙ্গে?
আরও পড়ুন- Cyclone Dana Updates: ল্যান্ডফল শেষ হলেই ঘূর্ণিঝড় 'দানা' বাঁক নেবে কোন দিকে? স্পষ্ট করেছে মৌসম ভবন
শুক্রবার সকাল থেকেও পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকায় প্রবল ঝড়-বৃষ্টি চলছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, শুক্রবার দিনভর এই পরিস্থিতিই চলবে দফায়-দফায়। শুধু পূর্ব মেদিনীপুর নয়, রাজ্যের উপকূলের আরও এক জেলা দক্ষিণ ২৪ পরগনাতেও ঘূর্ণিঝড় 'দানা'র ভালোমতো প্রভাব পড়েছে। সাগর, পাথরপ্রতিমা, নামখানার বিস্তীর্ণ এলাকায় ঝড়ের দাপটে লণ্ডভণ্ড পরিস্থিতি। শুক্রবার সকাল থেকে ব্যাপক ঝড়-বৃষ্টির দাপট চলছে দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে। এরই পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলিতেও ব্যাপক দুর্যোগ চলছে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, দুর্যোগের এই পর্ব চলবে আগামী শনিবারেও।