Cyclone Dana News Toady-Gangasagar: ঘূর্ণিঝড় দানার (Cyclone Dana) প্রভাবে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ব্যাপক ঝড়-বৃষ্টি চলছে। আজ দিনভর এরাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। রাজ্যের উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা জেলায় সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। টানা বৃষ্টি চলছে দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী প্রতিটি এলাকায়। গঙ্গাসাগরে কপিলমুনি আশ্রম (Kapil Muni Ashram) চত্বর জলমগ্ন হয়ে পড়েছে।
আশঙ্কাটা ছিলই। অবশেষে সেই আশঙ্কাই হল সত্যি। ঘূর্ণিঝড় দানার বড়সড় প্রভাব পড়েছে গঙ্গাসাগরে। সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাসে কপিলমুনির আশ্রম চত্বর জলমগ্ন হয়ে পড়েছে। কপিলমুনির আশ্রম চত্বর গোটাটাই জলমগ্ন হয়ে গিয়েছে। শুধু কপিলমুনির আশ্রমই নয়, লাগোয়া নিচু এলাকা গুলিতেও হু-হু করে জল ঢুকছে।
কপিল মুনির আশ্রম সংলগ্ন সাগরের পাড়ে শাল কাঠ ফেলে বাঁধ দেওয়া হয়েছে। সেই বাঁধের ফাঁকা অংশ দিয়েই হু হু করে জল ঢুকছে। ঝড়ের দাপটে সাগরদ্বীপের বিস্তীর্ণ এলাকায় বেশ কিছু গাছ ভেঙে পড়েছে। শুক্রবার সকাল থেকে প্রবল বৃষ্টি চলছে গঙ্গাসাগরে। স্থানীয়দের আশঙ্কা এমন বৃষ্টি দিনভর চলতে থাকলে পরিস্থিতি আরও মারাত্মক রূপ নিতে পারে। আজ দিনভর বৃষ্টি চললে, গঙ্গাসাগরের কপিল মুনির আশ্রমে পর্যন্ত জল ঢুকে যেতে পারে বলে তাঁরা আশঙ্কা করছেন।
আরও পড়ুন- Cyclone Dana Updates: ল্যান্ডফল শেষ হলেই ঘূর্ণিঝড় 'দানা' বাঁক নেবে কোন দিকে? স্পষ্ট করেছে মৌসম ভবন