/indian-express-bangla/media/media_files/2025/10/29/mudi-2025-10-29-20-37-44.jpg)
ইনিও এক নরেন্দ্র মোদী!
দুবরাজপুরে ভোটার তালিকায় দেখা গেল এক চমকপ্রদ তথ্য—একই বাড়িতে রয়েছেন ‘নরেন্দ্র মোদী’ ও ‘মমতা’। বিষয়টি প্রকাশ্যে আসতেই গোটা শহরজুড়ে ছড়িয়েছে কৌতূহল ও হাস্যরস।
তবে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। এরা কেউই দেশের প্রধানমন্ত্রী বা রাজ্যের মুখ্যমন্ত্রী নন। দুজনেই বীরভূম জেলার দুবরাজপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। নামের মিলই তাদেরকে শহরজুড়ে আলোচনার কেন্দ্রে এনেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুবরাজপুরের নরেন্দ্র মোদী একজন পরিচিত ব্যবসায়ী। জন্মও এই শহরেই। যদিও তাঁর পূর্বপুরুষদের আদি নিবাস রাজস্থানের গোড্ডা এলাকায়। বর্তমানে পাকাপাকিভাবে পরিবারের সঙ্গে দুবরাজপুরেই বসবাস তাঁর। আর তাঁর বড় দিদির নাম—মমতা আগরওয়াল।
আরও পড়ুন- Kolkata News: কলকাতায় ফের টাকার পাহাড়ের খোঁজ পেল ED! ভোটের আগে ফের বড়সড় দুর্নীতি ফাঁস?
নরেন্দ্র মোদী বলেন, “আমার নাম নরেন্দ্র মোদী। সবাই আমাকে মুন্না নামে চেনে। ভোটার তালিকায় নাম দেখে অনেকে অবাক হয়েছেন। ডাক্তারবাবুরা পর্যন্ত নাম শুনে মুচকি হাসেন। বন্ধুরা মজা করে আমাকে ‘প্রধানমন্ত্রী’ বলেও ডাকে। আসলে আমার নাম বহু বছর ধরেই এমন—ইতিমধ্যেই ছয়বার ভোট দিয়েছি। তখনও এই নামই ছিল।”
তিনি আরও বলেন, “আমার তিন দিদির মধ্যে বড় দিদির নাম মমতা আগরওয়াল। ও এখন কলকাতায় থাকে। লোকজন মজা করে বলে, একই বাড়িতে প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী!”
আরও পড়ুন- Suvendu Adhikari: “কমিশনের কথার বাইরে গেলে জেলেই জায়গা হবে!”, শুভেন্দুর চরম সতর্কবার্তা
দুবরাজপুর বিধানসভার BJP অবজারভার সত্যপ্রকাশ তেওয়ারি বলেন, “আমরা ওকে নরেন নামে চিনতাম। আজ জানলাম ওর পুরো নাম নরেন্দ্র মোদী। দিদির নাম আবার মমতা! ভাই-বোনের সম্পর্ক খুবই ভালো—একেবারে উল্টো চিত্র কেন্দ্র ও রাজ্যের সম্পর্কের তুলনায়।”
অন্যদিকে, দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি ও আইনজীবী স্বরূপ আচার্য্য বলেন, “আমাদের শহরের নরেন্দ্র মোদী খুবই সহজ-সরল মানুষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নামের মিল এবং দিদির নাম মমতা হওয়াটা নিছকই কাকতালীয় ঘটনা। রাজনীতির সঙ্গে এর কোনও যোগ নেই। তবে মানুষ এটাকে বেশ উপভোগ করছেন।”
আরও পড়ুন-SIR নিয়ে ভিন্ন সুর অনুব্রত মণ্ডলের গলায়, মমতা-অভিষেকদের তুমুল অস্বস্তিতে ফেললেন কেষ্ট?
দুবরাজপুরের মোদী–মমতা জুটি এখন স্থানীয়দের আলোচনার কেন্দ্রবিন্দু। কেউ হাসছেন, কেউ ভাবছেন—নামেই যে কত কাকতালীয় মিল থাকতে পারে, তারই বাস্তব উদাহরণ এই ভাই-বোন জুটি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us