Cyclone Mantha:অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ‘মন্থা’, রাজ্যে বৃষ্টির সতর্কতা জারি

rainfall forecast:ঘূর্ণিঝড় মন্থা আরও শক্তিশালী হয়ে মঙ্গলবার রাতেই অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে, ঘণ্টায় সর্বোচ্চ গতিবেগ থাকবে প্রায় ১১০ কিমি।

rainfall forecast:ঘূর্ণিঝড় মন্থা আরও শক্তিশালী হয়ে মঙ্গলবার রাতেই অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে, ঘণ্টায় সর্বোচ্চ গতিবেগ থাকবে প্রায় ১১০ কিমি।

author-image
IE Bangla Web Desk
New Update
Cyclone Mantha, Andhra Pradesh coast, West Bengal weather, Alipore Meteorological Department, rainfall forecast, South Bengal, North Bengal, Kolkata rain, Darjeeling, Kalimpong, Medinipur, North 24 Parganas, South 24 Parganas, Birbhum, strong winds, heavy rain, landfall, IMD,ঘূর্ণিঝড় মনথা, অন্ধ্রপ্রদেশ উপকূল, পশ্চিমবঙ্গ আবহাওয়া, আলিপুর হাওয়া অফিস, বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, কলকাতা বৃষ্টি, দার্জিলিং, কালিম্পং, মেদিনীপুর, চব্বিশ পরগনা, বীরভূম, ঝড়ো হাওয়া, আবহাওয়া দপ্তর, ভারী বৃষ্টি, ল্যান্ডফল

Cyclone Mantha: প্রতীকী ছবি।

Cyclone Mantha Latest Update: আজ সকালেই নিম্নচাপ থেকে শক্তি বাড়িয়ে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মন্থা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি দ্রুত গতিতে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়তে পারে। ল্যান্ডফলের সময় মন্থার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisment

তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই ঘূর্ণিঝড় সরাসরি পশ্চিমবঙ্গে আঘাত আনবে না, যদিও এর পরোক্ষ প্রভাবে একাধিক জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- SIR:মঙ্গলবার থেকেই বাংলায় শুরু হচ্ছে এসআইআর প্রক্রিয়া, একসঙ্গে ১২ রাজ্যে বিশেষ নিবিড় সমীক্ষা

Advertisment

ঘূর্ণিঝড় মন্থার প্রভাব কোথায় বেশি?

অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া, বিশাখাপত্তনম, মাছলিপত্তনমের মতো উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়ের ব্যাপক প্রভাব পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

বাংলায় বৃষ্টির সম্ভাবনা

২৮ অক্টোবর থেকে ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি শুরু হতে পারে। বিশেষ করে —

আরও পড়ুন-SIR:এসআইআর চালু: ‘ভয় নেই’, বলছে তৃণমূল, ‘ভুয়ো ভোটার বাদ পড়বে’ প্রত্যয়ী শুভেন্দু

দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি ও ঝাড়গ্রাম জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত। আগামীকাল, অর্থাৎ ২৯ অক্টোবর বুধবার, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা ও ঝাড়গ্রামের মতো জেলায় ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে ভারী বৃষ্টি হতে পারে।

পশ্চিমাঞ্চলের আবহাওয়া

৩০ অক্টোবর থেকে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, পুরুলিয়া ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পরের দিনও ওই জেলাগুলিতে বৃষ্টির দাপট অব্যাহত থাকতে পারে।

আরও পড়ুন-Supreme Court:মমতার বড় জয়! ‘১০০ দিনের কাজে টাকা দিতেই হবে কেন্দ্রকে’, জানাল সুপ্রিম কোর্ট

উত্তরবঙ্গেও বৃষ্টি

উত্তরবঙ্গেও ফের একবার সক্রিয় হচ্ছে বর্ষা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর ও মালদা জেলায় আগামী কয়েক দিনে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

কবে কমবে দুর্যোগ?

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহের শেষের দিক থেকে ধীরে ধীরে দুর্যোগের দাপট কমতে পারে। এছাড়া, মৎস্যজীবীদের ৩০ অক্টোবর পর্যন্ত সমুদ্রে না যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সব মিলিয়ে, ঘূর্ণিঝড় মন্থা সরাসরি বাংলায় আঘাত না আনলেও, এর পরোক্ষ প্রভাবে দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় প্রবল বর্ষণ ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা প্রবল।

Cyclone Mantha Bengal Weather Forecast Bengal Weather rain