/indian-express-bangla/media/media_files/2025/10/28/mantha-2025-10-28-15-05-55.jpg)
South Bengal rain: আশঙ্কা বাড়াচ্ছে ঘূর্ণিঝড়।
প্রবল শক্তিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা। মঙ্গলবার রাতে অন্ধ্রপ্রদেশের উপকূলে সর্বোচ্চ ১১০ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে এই শক্তিশালী ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়টির সরাসরি প্রত্যক্ষ প্রভাব বাংলায় না পড়লেও পরোক্ষভাবে জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। মঙ্গলবার বিকেল থেকেই কলকাতায় মেঘলা আকাশ হতে শুরু করেছে।
মঙ্গলবার দুপুরের পর থেকেই কলকাতায় আংশিক মেঘলা আকাশ। সময় যত এগোবে রাজ্যের আবহাওয়ার অবনতির আশঙ্কা বাড়ছে।
আরও পড়ুন- West Bengal news Live Updates:ভক্তি থেকে বিপত্তি! ছট পুজোর সকালে গঙ্গায় নেমে তলিয়ে গেলেন তিনজন
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকী বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন- cyclone montha:প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত ‘মন্থা’, অন্ধ্র ও ওড়িশায় সতর্কতা জারি
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, অন্ধ্রপ্রদেশের উপকূলেই মছলিপত্তনম ও কলিঙ্গপত্যনমের মাঝে কাঁকিনাড়া এলাকায় পূর্ণ শক্তি নিয়ে ঘূর্ণিঝড় মন্থার আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় তার সর্বোচ্চ গতিবেগ থাকবে ১১০ কিলোমিটার প্রতি ঘন্টা। এর জেরে সমুদ্র উত্তাল হবে।
আরও পড়ুন-100 days work:সুপ্রিম কোর্টে জয়ের পর নতুন পদক্ষেপ! ১০০ দিনের কাজ নিয়ে এবার হাইকোর্টে রাজ্য
ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে এরাজ্যের উপকূলবর্তী এলাকায় রীতিমতো সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের উপকূলে সমুদ্রে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের গভীর সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us