Cyclone Montha:মন্থার তাণ্ডব আতঙ্কের আগে থেকেই মেঘলা আকাশ কলকাতায়, বাড়ছে আশঙ্কা

IMD alert:প্রবল শক্তিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মন্থা’। মঙ্গলবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়তে পারে সর্বোচ্চ ১১০ কিমি বেগে। সরাসরি প্রভাব না পড়লেও পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

IMD alert:প্রবল শক্তিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মন্থা’। মঙ্গলবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়তে পারে সর্বোচ্চ ১১০ কিমি বেগে। সরাসরি প্রভাব না পড়লেও পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

author-image
IE Bangla Web Desk
New Update
Cyclone Montha, Montha cyclone update, West Bengal weather, Kolkata rain, Bay of Bengal storm, IMD alert, Andhra Pradesh coast, South Bengal rain, weather forecast, fishermen alert, severe cyclonic storm, Bay of Bengal depression, Montha impact, rainfall alert,ঘূর্ণিঝড় মন্থা, মন্থা ঘূর্ণিঝড় আপডেট, আবহাওয়া দপ্তর, পশ্চিমবঙ্গ আবহাওয়া, কলকাতা বৃষ্টি, দক্ষিণবঙ্গ বৃষ্টি, অন্ধ্রপ্রদেশ উপকূল, মৎস্যজীবী সতর্কতা, বঙ্গোপসাগর ঘূর্ণিঝড়, মন্থা লাইভ আপডেট, আবহাওয়া সতর্কতা, বঙ্গোপসাগর আবহাওয়া, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা

South Bengal rain: আশঙ্কা বাড়াচ্ছে ঘূর্ণিঝড়।

প্রবল শক্তিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা। মঙ্গলবার রাতে অন্ধ্রপ্রদেশের উপকূলে সর্বোচ্চ ১১০ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে এই শক্তিশালী ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়টির সরাসরি প্রত্যক্ষ প্রভাব বাংলায় না পড়লেও পরোক্ষভাবে জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। মঙ্গলবার বিকেল থেকেই কলকাতায় মেঘলা আকাশ হতে শুরু করেছে।

Advertisment

মঙ্গলবার দুপুরের পর থেকেই কলকাতায় আংশিক মেঘলা আকাশ। সময় যত এগোবে রাজ্যের আবহাওয়ার অবনতির আশঙ্কা বাড়ছে।

আরও পড়ুন- West Bengal news Live Updates:ভক্তি থেকে বিপত্তি! ছট পুজোর সকালে গঙ্গায় নেমে তলিয়ে গেলেন তিনজন

Advertisment

 আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকী বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন- cyclone montha:প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত ‘মন্থা’, অন্ধ্র ও ওড়িশায় সতর্কতা জারি

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, অন্ধ্রপ্রদেশের উপকূলেই মছলিপত্তনম ও কলিঙ্গপত্যনমের মাঝে কাঁকিনাড়া এলাকায় পূর্ণ শক্তি নিয়ে ঘূর্ণিঝড় মন্থার আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় তার সর্বোচ্চ গতিবেগ থাকবে ১১০ কিলোমিটার প্রতি ঘন্টা। এর জেরে সমুদ্র উত্তাল হবে।

আরও পড়ুন-100 days work:সুপ্রিম কোর্টে জয়ের পর নতুন পদক্ষেপ! ১০০ দিনের কাজ নিয়ে এবার হাইকোর্টে রাজ্য

ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে এরাজ্যের উপকূলবর্তী এলাকায় রীতিমতো সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের উপকূলে সমুদ্রে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের গভীর সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে।

rain Bengal Weather Forecast West Bengal News Cyclone Mantha