/indian-express-bangla/media/media_files/2025/09/12/dakhineswar-metro-station-student-murder-2025-09-12-17-04-50.jpg)
ভিড়ে ঠাসা মেট্রো স্টেশনে সহপাঠীকে পরপর ছুরির কোপ, রক্তে ভাসল গোটা এলাকা
Kolkata Metro Murder: দিনে দুপুরে ভিড়ে ঠাসা মেট্রো স্টেশনে মর্মান্তিক কান্ড। সহপাঠীর হাতে খুন পড়ুয়া। মৃত ছাত্রের নাম মনোজিৎ যাদব। বাড়ি আলমবাজারে। এদিকে ব্যস্ত সময়ে মেট্রো স্টেশন হাড়হিম ঘটনার জেরে ছড়িয়ে পড়ে চূড়ান্ত চাঞ্চল্য। গোটা এলাকা ঘিরে রেখে শুরু হয়েছে তদন্ত।
সাতসকালেই নেশমুক্তি কেন্দ্রে হাড়হিম কাণ্ড, থেঁতলে খুনের ঘটনায় উত্তাল হুগলি
দিনে দুপুরে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দু-দল ছাত্রের মধ্যে বচসা-হাতাহাতি। ধারালো অস্ত্র নিয়ে সহপাঠীকে পরপর কোপানোর ঘটনায় বিরাট প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা। গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় বরাহনগর স্টেট জেনারেল হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তার। এদিকে এই ঘটনার জেরে চুড়ান্ত আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।
বীরভূমে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যুমিছিলে হাহাকার, আরও বাড়তে পারে মৃতের সংখ্যা
রীতিমত টিকিট কাউন্টারের সামনে ওই দৃশ্য দেখে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। মেট্রো স্টেশনের যাত্রীদের কথায় জানা গিয়েছে, মেট্রো ধরেই ওই ছাত্ররা আসে দক্ষিনেশ্বর স্টেশনে। এরপরই তাদের মধ্যে কোন বিষয় নিয়ে তর্কাতর্কি শুরু হয়। তা থেকেই শুরু হয় হাতাহাতি। সেই সময় এক ছাত্র ব্যাগ থেকে ছুরি বের করে সহপাঠীকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে। রক্তে ভেসে যায় স্টেশন চত্ত্বর।
খাস কলকাতায় এযেন হিন্দি ওয়েব সিরিজ 'মির্জাপুর'! দুষ্কৃতীরাজের এই ঘটনা গায়ে কাঁটা দেবে!
ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের বয়ান সংগ্রহের কাজও চলছে। মেট্রোর তরফে জানানো হয়েছে, স্টেশনের নন টিকিটিং জোনে রক্তের দাগ দেখেই খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থল ঘিরে রেখেছে আরপিএফ। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় প্রশ্ন উঠেছে যাত্রী নিরাপত্তায়। তবে ঘটনার কোন প্রভাব পড়েনি মেট্রো চলাচলের উপর। প্রশ্ন উঠেছে নিরাপত্তা বলয় ভেদ করে কীভাবে ওই ছাত্র ব্যাগে ছুরি নিয়ে মেট্রোয় প্রবেশের অনুমতি পেল?
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us